সেন্ট পিটার্সবার্গে সমাহিত ওয়াগনার প্রধান প্রিগোজিন

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২৩

ছবি- সংগৃহীত

রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিনকে অন্ত্যেষ্টিক্রিয়া শেষে কঠোর নিরাপত্তার মধ্যে সেন্ট পিটার্সবার্গে একটি পারিবারিক সমাধিস্থলে সমাহিত করা হয়েছে।

ওয়াগনারের প্রেস সার্ভিসের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম ‘আল জাজিরা’ এই খবর নিশ্চিত করেছে।

ওয়াগনার প্রধান প্রিগোজিনের প্রেস সার্ভিস মেসেজিং অ্যাপ টেলিগ্রামে এক বিবৃতিতে বলেছে, “যারা বিদায় জানাতে ইচ্ছুক তারা পোরোখভসকোয়ে সমাধিস্থলে যেতে পারেন।”

এর আগে আনুষ্ঠানিক জেনেটিক বিশ্লেষণের মাধ্যমে মস্কোর ভাড়াটে সেনা গ্রুপ ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের মৃত্যুর খবর নিশ্চিত করেছিলো রাশিয়া।

তবে ওয়াগনার আগেই জানিয়েছিলো যে, প্রিগোজিনের শেষকৃত্যে যোগ দেওয়ার কোনও পরিকল্পনা নেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। এই খবর মঙ্গলবার (২৯ আগস্ট) নিশ্চিত করেছিলেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, পরিকল্পিত অন্ত্যেষ্টিক্রিয়ার ব্যবস্থা সম্পর্কে ক্রেমলিনের কাছে কোনও তথ্য নেই। কারণ এটি প্রিগোজিনের পারিবারিক বিষয়।

Nagad

এর আগে গত বুধবার (২৩ আগস্ট) রাশিয়ার টাভার অঞ্চলে প্রিগোশিনসহ সাতজন যাত্রী এবং তিনজন ক্রু নিয়ে একটি ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়। তদন্ত কমিটিসহ রাশিয়ান বিমান চলাচল কর্তৃপক্ষ এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো এই ঘটনার তদন্ত শুরু করেছে। এরপর শনিবার (২৬ আগস্ট) বিধ্বস্ত বিমান থেকে ১০ জনের দেহাবশেষ উদ্ধারের কথা জানিয়েছিল রাশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তারা জানিয়েছিলেন যে, জেনেটিক পরীক্ষার মাধ্যমে লাশগুলো শনাক্ত করা হবে।

সারাদিন/৩০ আগস্ট/এমবি