আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:২৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২৩

ডায়ানার সঙ্গে নিহত দোদির বাবা মিসরীয় ধনকুবের আল ফায়েদ মারা গেছেন

মিসরীয় ধনকুবের মোহাম্মদ আল ফায়েদ মারা গেছেন। একসময় তিনি লন্ডনের অভিজাত ডিপার্টমেন্ট স্টোর হ্যারডস কিনে নিয়েছিলেন। তাঁর ছেলে দোদি আল ফায়েদ প্রিন্সেস ডায়ানার সঙ্গে গাড়ি দুর্ঘটনায় নিহত হন। ডায়ানা ও দোদির ২৬তম মৃত্যুবার্ষিকীর এক দিন আগেই তিনি মারা যান।আল ফায়েদের বয়স হয়েছিল ৯৪ বছর। ছেলে দোদি ও ডায়ানার মৃত্যুর পেছনে ব্রিটিশ রাজপরিবারের ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিলেন তিনি। প্রিন্স ফিলিপের নির্দেশে তাঁদের হত্যা করা হয়েছিল বলে অভিযোগ ছিল ফায়েদের। মিসরের আলেকজান্দ্রিয়া শহরে জন্ম হয় আল ফায়েদের। শুরুতে তিনি ঠান্ডা পানীয় বিক্রি করতেন। পরে সেলাই মেশিনের বিক্রয়কর্মী হিসেবে কাজ করেছেন। প্রথমে মধ্যপ্রাচ্য ও পরে ইউরোপে তিনি আবাসন, জাহাজ, নির্মাণকাজের ব্যবসা করেন। এভাবেই তিনি নিজের ও পরিবারের ভাগ্য গড়েন। সূত্র; প্রথম আলো

জলবায়ু পরিবর্তন
এশিয়াজুড়ে তাপমাত্রা রেকর্ড ছাড়াল
► জাপানে উষ্ণতম গ্রীষ্মকাল ► অস্ট্রেলিয়ার উষ্ণতম শীতকাল ► ভারতে খাদ্য নিরাপত্তা নিয়ে শঙ্কা ► এল নিনোর ফলে বাড়তে পারে তাপপ্রবাহ

এশিয়ার বিভিন্ন দেশে সম্প্রতি তাপমাত্রা আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। কিছু দেশে আবার শীতকালেও তাপমাত্রা আশানুরূপ কমছে না। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে আবহাওয়ার এই বিরূপ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। চলতি বছর ভারতের সবচেয়ে উষ্ণ ও শুষ্ক মাস ছিল আগস্ট।দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, এক শতাব্দীরও বেশি সময় আগে রেকর্ড রাখা শুরুর পর থেকে এবারের আগস্ট ছিল সবচেয়ে উষ্ণ ও শুষ্ক মাস। সূত্র; কালের কণ্ঠ

একসঙ্গে লড়াইয়ের সিদ্ধান্ত ‘ইন্ডিয়া’ জোটের
মুম্বাইয়ে জোটের বৈঠক

আগামী বছরের লোকসভা নির্বাচনে একসঙ্গে জোট বেঁধে লড়াই করবে ইন্ডিয়া জোটে থাকা দলগুলো। গতকাল শুক্রবার মুম্বাইয়ের বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে আসন সমঝোতা হয়নি এই বৈঠকে। যত তাড়াতাড়ি সম্ভব আসন সমঝোতা সেরে ফেলতে চাইছে বিরোধী দলগুলোর এই জোট। ৩০ সেপ্টেম্বরের মধ্যেই এ নিয়ে সমঝোতা করতে চায় এ বিরোধী জোট। আর অক্টোবরের আগেই প্রচার শুরু করতে চাইছেন জোটের নেতারা। খবর এনডিটিভির। শুক্রবার দুপুরে মুম্বাইয়ের সান্তাক্রুজ এলাকায় হোটেল গ্র্যান্ড হায়াতে বিজেপিবিরোধী ২৮টি দলের শীর্ষ নেতা-নেত্রীদের বৈঠকে তৈরি হয় ১৩ জনের কো-অর্ডিনেশন (সমন্বয়) কমিটি। এই কমিটিই আপাতত জোটের সর্বোচ্চ নীতিনির্ধারকের ভূমিকা পালন করবে।ওই কমিটিতে তৃণমূলের প্রতিনিধি হিসেবে রয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ১৩ জনের সমন্বয় কমিটির অন্য নামগুলো হলো শারদ পাওয়ার (এনসিপি), কেসি বেণুগোপাল (কংগ্রেস), এমকে স্টালিন (ডিএমকে), তেজস্বী যাদব (আরজেডি)- সুত্র; কাল বেলা।

Nagad

ট্রাম্পের মামলার শুনানি সরাসরি দেখানো হবে টেলিভিশনে

এবার যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মামলার কার্যক্রম সরাসরি টেলিভিশনে দেখানো হবে। দেশটির জর্জিয়া অঙ্গরাজ্যে নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টার অভিযোগে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ওই মামলার বিচারিক কার্যক্রম টেলিভিশন ও ইউটিউবে সরাসরি সম্প্রচার করা হবে। বৃহস্পতিবার মামলার শুনানি চলাকালে জর্জিয়ার একটি আদালতের বিচারক স্কট ম্যাকাফে এমন নির্দেশনা দেন।বিচারক বলেন, ‘অঙ্গরাজ্যের ফুলটন কাউন্টি প্রশাসনের একটি ইউটিউব চ্যানেলে আমরা বড় বড় মামলার শুনানি সরাসরি সম্প্রচার করে আসছি। এই মামলার ক্ষেত্রেও একই কাজ করার পরিকল্পনা ছিল আমাদের।’ মামলাটিতে ট্রাম্পসহ আসামিদের বিরুদ্ধে ৪১টি অভিযোগ আনা হয়েছে। গত সপ্তাহে এ মামলায় ট্রাম্পকে গ্রেফতার করা হয়। সেখানে ২০ মিনিট গ্রেফতার ছিলেন তিনি। এরপর ২ লাখ ডলার মুচলেকা দিয়ে ছাড়া পান তিনি। জর্জিয়ায় নির্বাচনে হস্তক্ষেপের মামলায় বৃহস্পতিবার আদালতে ট্রাম্পের পক্ষ থেকে নথিপত্র পেশ করা হয়। সেখানে সাবেক প্রেসিডেন্ট বলেন, তিনি এই অভিযোগগুলোর ধরন এবং আদালতে হাজিরা দেওয়া নিয়ে তাঁর অধিকার সম্পর্কে ‘ভালোভাবে জানেন’। সূত্র: বিডি প্র্রতিদিন।

আজ সূর্যের উদ্দেশে ছুটবে ভারতীয় নভোযান ‘আদিত্য’

চাঁদে নভোযান পাঠানোর দুই সপ্তাহের মধ্যেই সূর্যের কক্ষপথে নতুন নভোযান আদিত্য-এল ১ পাঠাচ্ছে ভারত।আজ শনিবার বেলা ১১টা ৫০ মিনিটে দক্ষিণাঞ্চলীয় রাজ্য শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টারের লঞ্চিং প্যাডে থেকে সূর্যের কক্ষপথের উদ্দেশে যাত্রা করবে সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি এই নভোযান। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব ১৪ কোটি ৯৬ লাখ কিলোমিটার। পৃথিবী থেকে উড়াল দেওয়ার পর ১৫ লাখ কিলোমিটার পর্যন্ত যাবে আদিত্য-এল ১, শতকরা হিসেবে যা পৃথিবী থেকে সূর্যের দূরত্বের ১ শতাংশ।অভিযানের সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে থাকা ভারতের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ইসরো জানিয়েছে, এই পথ পাড়ি দিতে আদিত্য-এল ১ সময় নেবে চার মাস।সংস্কৃত ভাষায় সূর্যের আরেক নাম আদিত্য। সূর্যের কক্ষপথের উদ্দেশে পাঠানো নভোযানটির নাম তাই সূর্যের নামেই রাখা হয়েছে। পৃথিবী থেকে রওনা হয়ে ১৫ লাখ কিলোমিটার পথ অতিক্রম করার পর যেখানে গিয়ে থামবে আদিত্য, সেই এলাকাটিকেই সূর্যের লেগ্রেঞ্জ পয়েন্ট বলে উল্লেখ করেছে ইসরো। সূত্র: দেশ রুপান্তর

ভরা মৌসুমে ইলিশের চড়া দাম

মাছের রাজা রুপালি ইলিশের ভরা মৌসুম চলছে। ইলিশ মাছে বাজার সয়লাব থাকলেও দাম মধ্যবিত্ত, নিম্নবিত্তের হাতের নাগালে নেই। বাজারে প্রচুর ইলিশ পাওয়া গেলেও চড়া দাম হাঁকছেন বিক্রেতারা। তাই সাধ থাকলেও সাধ্যের কারণে মাছটির স্বাদ নিতে পারছেন না সাধারণ ক্রেতারা। ফলে বেশির ভাগ মানুষের পাতে এখনো ইলিশ ওঠেনি। বাজারের ক্রেতারা ক্ষোভ প্রকাশ করে জানান, প্রাকৃতিক উৎস থেকে পাওয়া মাছের কেন এত দাম হবে? এ মাছে চাষের খরচ নেই। নেই ফিড বা মেডিসিনের। তার পরও নদী বা সমুদ্র থেকে জাল টেনে ধরে আনা ইলিশের দাম মাংস থেকেও অনেক বেশি।নদীর ইলিশ সুস্বাদু হওয়ায় ভোক্তাদের কাছে এ ইলিশের চাহিদা বেশি। চাহিদার কারণে অনেকে সাগরের ইলিশ নদীর বলে চড়া দাম হাঁকছেন। নদীর ইলিশ চাহিদার তুলনায় জোগান কম হওয়ায় এখনো আকারভেদে দাম ৮০০ থেকে ২০০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সূত্র; দৈনিক বাংলা।

রাজার দয়ায় কমল থাকসিনের সাজা

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সাজা কমিয়ে দিয়েছেন দেশটির রাজা মাহা ভাজিরালংকর্ন। থাকসিনের আবেদনের পরিপ্রেক্ষিতে রাজা তাঁর সাজা কমিয়ে দেন। শুক্রবার এ বিষয়ে একটি রাজকীয় গেজেট প্রকাশ করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। থাইল্যান্ডের রাজপ্রাসাদ থেকে প্রকাশিত রয়্যাল গেজেটে বলা হয়েছে, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে থাকসিন সিনাওয়াত্রার অবদানের বিষয়টি বিবেচনা করে তাঁর সাজা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজার সিদ্ধান্ত অনুসারে থাকসিনের সাজা ৭ বছর কমিয়ে মাত্র এক বছর করা হয়েছে। সূত্র: আজকের পত্রিকা।

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ৯ সেনা নিহত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে নিরাপত্তা বাহিনীর একটি বহরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত নয় সেনা নিহত হয়েছেন এবং পাঁচজন আহত হয়েছেন। সামরিক বাহিনী বলছে, নিরাপত্তা বাহিনী ওই অঞ্চল ঘিরে রেখেছে। কোনো গোষ্ঠী বৃহস্পতিবারের এই হামলার দায় স্বীকার করেনি। হামলাটি ঘটে উত্তরাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলায়। আল জাজিরা।সেনাবাহিনীর মিডিয়া উইং জানায়, মোটরসাইকেল নিয়ে এক আত্মঘাতী বোমারু এই হামলা চালায়। ঘটনাস্থলটি আফগানিস্তান সীমান্ত থেকে ৬১ কিলোমিটার দূরে। পাকিস্তানের দুর্গম সীমান্ত এলাকা দীর্ঘদিন ধরে জঙ্গি তৎপরতার আস্তানা।প্রাদেশিক মন্ত্রী ফিরোজ জামাল শাহ বার্তাসংস্থা এএফপিকে বলেন, আত্মঘাতী বোমারু একটি মোটরসাইকেল নিয়ে এসে নিরাপত্তা বাহিনীর বহরের ট্রাকে ধাক্কা দেয়। সুত্র; বাংলানিউজ

‘বীরাসিংহে জাদুতে দেউলিয়াত্ব থেকে বের হয়ে আসছে শ্রীলংকা’

বীরাসিংহে জাদুতে দেউলিয়াত্ব থেকে বের হয়ে আসছে শ্রীলংকা-দৈনিক বণিক বার্তার শিরোনাম এটি।
এই খবরে বলা হচ্ছে দেশটিতে, নিত্যনতুন খাতে বিনিয়োগ নিয়ে এগিয়ে আসছেন বিদেশিরা। জ্বালানি সরবরাহ এখন স্বাভাবিক। খাদ্যপণ্যের দাম কমতির দিকে। রিজার্ভও ঊর্ধ্বমুখী। সব মিলিয়ে অর্থনৈতিক সংকটের দুর্বিষহ দিনগুলো পেছনে ফেলে এসেছে শ্রীলংকা। সর্বশেষ গত মাসেই মূল্যস্ফীতি ৪ শতাংশে নামিয়ে এনেছে দেশটি। চরম দুর্বিপাকে পড়ার দেড় বছরের মধ্যেই লংকাদ্বীপের অর্থনীতির এ প্রত্যাবর্তনকে রীতিমতো ‘জাদুকরী’ হিসেবে দেখছেন বৈশ্বিক অর্থনীতির পর্যবেক্ষক ও বিশেষজ্ঞরা। এর পেছনে মূল কৃতিত্ব দেয়া হচ্ছে দ্বীপদেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পি নন্দলাল বীরাসিংহেকে। তার নেতৃত্বে সেন্ট্রাল ব্যাংক অব শ্রীলংকার (সিবিএসএল) নেয়া পদক্ষেপগুলোই দেশটিকে কার্যকরভাবে সমৃদ্ধির পথে ফিরিয়ে এনেছে বলে মনে করা হচ্ছে। সূত্র: বিবিসি বাংলা।

 

মিয়ানমারের ‘টর্চার সেলে’ হাজার হাজার নারী বন্দি

মিয়ানমারের কারাগারগুলো যেন একেকটি ‘টর্চার সেল’। অন্ধকার কুঠুরির প্রতিটি দেওয়ালে নির্দয়, নির্মমতা, নিরাশা ও বীভৎসতার ছাপ। কান পাতলেই শোনা যায় চিৎকার-আর্তনাদ-অসহায়ত্বের হাহাকার। শত চেষ্টায়ও মুক্তি নেই! ‘কালঘরে’ প্রতিনিয়তই নারীদের অস্তিত্বকে চিরে চিরে খাচ্ছে জান্তা। নোংরা-কদর্য-অপ্রকাশ্য সেসব স্মৃতির বোঝা নিয়েই ভয় আর হতাশায় দিন পার করছেন মিয়ানমার জেলখানাগুলোর হাজার হাজার নারী। সামরিক অভ্যুত্থানের পর থেকেই দেশটিতে অং সান সু চির নেতৃত্বধীন নারী রাজনৈতিক কর্মীদের ওপর হিমালয়ের মতো চেপে বসেছে অমানবিক অত্যাচার। জান্তার বিরুদ্ধে গলার স্বর উঁচু করলেই গ্রেফতার। নির্যাতন, যৌন হয়রানি এবং ধর্ষণের হুমকি সেখানে নিত্যদিনের ঘটনা। পাশবিকতা যেন ফাঁস না হয়-সেই সচেতনতা থেকেই আদালত থেকে জেলের প্রবেশ মুখেই ‘ঐতিহাসিক’ নিয়ম মোতাবেক নারীদের কাপড় খুলে তল্লাশি চালায় জান্তার পুরুষ সদস্যরা। সংবেদনশীল অঙ্গগুলোর চলে পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা। গ্লাভস পরা কারাগারের কর্মীরা বন্দীদের সব গোপনাঙ্গ স্পর্শ করে। এমনকি জোর করে নিম্নাঙ্গেও হাত দিয়ে চালায় তল্লাশি। এক কথায় সামরিক শাসনের জাঁতাকলে পিষ্ঠ মিয়ানমারের কারাগারগুলো যেন ‘একেকটি জীবন্ত নরক।’ ইয়াঙ্গুনের ‘ইনসেইন জেল’, মান্দালয়ের ‘মান্দাল সেন্ট্রাল প্রিজন’, মান্দালয়ের ‘ওবো’ কারাগার, মাইংইয়ান জেলার ‘মাইংইয়ান কারাগার’, সাগাইং অঞ্চলের ‘মনিওয়া ও কালেই’ কারাগার এগুলোর মধ্যে অন্যতম। সূত্র; যুগান্তর