নেপালকে হারিয়ে সুপার ফোরে ভারত

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:৩৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২৩

পাকিস্তানের পর ‘এ’ গ্রুপ থেকে এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত করে ফেলল ভারত। সোমবার (৪ সেপ্টেম্বর)এর ম্যাচে নেপালকে তারা ডাকওয়ার্থ লুই পদ্ধতিতে ১০ উইকেটে হারিয়ে দিয়েছে। দফায় দফায় বৃষ্টিতে ম্যাচটি কর্তিত ওভারে শেষ হয়। অবশ্য ম্যাচটি পরিত্যক্ত হলেও ভারত দ্বিতীয় রাউন্ডে চলে যেত।

এই পাকিস্তানের পরে এবার ভারতের কাছে হেরে এশিয়া কাপ থেকে বিদায় নিতে হল নেপালকে।

ভারতের পক্ষে তিনটি করে উইকেট শিকার করেন জাদেজা ও সিরাজ।

সংক্ষিপ্ত স্কোর :

নেপাল : ৪৮.২ ওভারে ২৩০/১০। (কুশাল ৩৮, আসিফ ৫৮, ভীম ৭, রোহিত ৫, মাল্লা ২, গুলশান ২৩, দীপেন্দ্র ২৯, কামি ৪৮, লামিচানে ৯, করন ২*, ললিত ০ ; শামি ৭-০-২৯-১, সিরাজ ৯.২-১-৬১-৩, পান্ডিয়া ৮-৩-৩৪-১, শার্দুল ৪-০-২৬-১, জাদেজা ১০-০-৪০-৩, কুলদীপ ১০-২-৩৪-০)।

ভারত : ২০.১ ওভারে ১৪৭/০। (রোহিত ৭৪* , গিল ৬৭* ; করন ৪-০-২৬-০, কামি ২-০-২৩-০ , ললিত ৪-০-২৪-০ , লামিচানে ৪-০-৩৯-০ , দীপেন্দ্র ২-০-১২-০, মাল্লা ৩-০-১১-০, ঝা ১.১-০-১১-০ )

Nagad

ফলাফল : বৃষ্টি আইনে ভারত ১০ উইকেটে জয়ী।