বাংলাদেশে ছাড়পত্র পেলো শাহরুখের ‘জওয়ান’

বিনোদন ডেস্কবিনোদন ডেস্ক
প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২৩

বাংলাদেশের সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে বলিউড বাদশাহ শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমা।

বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে ‘জাওয়ান’। সেই হিসেবে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশের সিনেমা হলগুলোতেও সিনেমাটি দেখা যাবে।

‘জওয়ান’ সিনেমার আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের অনন্য মামুন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। অনন্য মামুন বলেন, ‘জওয়ান’ আন-কাট সেন্সর পেয়েছে। বাংলাদেশে সিনেমাটির প্রদর্শনে কোনো বাধা নেই।

অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের সাথে সিনেমাটি আমদানিতে যুক্ত আছে রংধনু গ্রুপও।

খ্যাতিমান পরিচালক অ্যাটলি কুমারের পরিচালনায় হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালাম ও কন্নড় ভাষায় ‘জওয়ান’ সিনেমাটি বিশ্বজুড়ে বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। শাহরুখ খানের রেড চিলিস এন্টারটেইনমেন্ট প্রযোজিত অ্যাটলির সিনেমাটি হবে অ্যাকশন-প্যাকড এন্টারটেইনার। ৩০০ কোটি বাজেট ব্যয়ে নির্মিত সিনেমাটি শাহরুখ খানের দীর্ঘ ক্যারিয়ারের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা।

এই সিনেমায় শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণী সুপারস্টার নয়নতারা। তার সাথে থাকছেন দীপিকা পাড়ুকোন। এছাড়া সিনেমাটিতে অভিনয় করেছেন বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, সুনীল গ্রোভার, যোগি বাবু প্রমুখ।

Nagad

সারাদিন/০৭ সেপ্টেম্বর/এমবি