ইউক্রেনে বাজারে ভয়াবহ হামলায় নিহত অন্তত ১৭

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২৩

ছবি- সংগৃহীত

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় একটি শহরের ব্যস্ত বাজারে হামলায় শিশুসহ কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। এছাড়া আরও অন্তত ৩৩ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’র এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার দিনের মাঝামাঝিতে ইউক্রেনের কোস্ত্যন্তিনিভকা শহরের একটি ব্যস্ত বাজারের রাস্তায় ঘটে যাওয়া বিস্ফোরণে একজন শিশুসহ অন্তত ১৭ জন নিহত হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ‘শান্তিপূর্ণ শহর’ কোস্ত্যন্তিনিভকাতে ‘ইচ্ছাকৃত’ হামলার নিন্দা করেছেন।

বিবিসি বলছে, হামলার শিকার এই কোস্ত্যন্তিনিভকা শহরটি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলে যুদ্ধে ফ্রন্টলাইনের কাছাকাছি অবস্থিত। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কিছু ভিডিওতে শহরের একটি রাস্তার শেষ প্রান্তে বিস্ফোরণ হতে দেখা যাচ্ছে, সেখানে লোকেরা কেনাকাটা করছিল। অবশ্য হামলার বিষয়ে রাশিয়া এখনও কোনও মন্তব্য করেনি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলার জন্য রাশিয়াকে দোষারোপ করেছেন। তিনি বলেন, নিহত ব্যক্তিদের ‘কোনও ভুল ছিল না’। এছাড়া মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও সতর্ক করে দিয়েছেন তিনি।

সারাদিন/০৭ সেপ্টেম্বর/এমবি 

Nagad