সুপার ফোরের দ্বিতীয় ম্যাচেও হার বাংলাদেশের

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ১:৩৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২৩

ছবি- বিসিবি

এশিয়া কাপের সুপার ফোরের দ্বিতীয় ম্যাচেও হেরেছে বাংলাদেশ। স্বাগতিক শ্রীলঙ্কার কাছে ২১ রানে হেরেছে সাকিব আল হাসানের দল। এর আগে গ্রুপ পর্বেও লঙ্কানদের কাছে হেরেছিল টাইগাররা।

শনিবার (০৯ সেপ্টেম্বর) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। আর আগে ব্যাট করতে নেমে সাদিরা সামারাবিক্রমার ঝোড়ো ৯৩ রানে ভর করে ৯ উইকেটে ২৫৭ রান করে শ্রীলঙ্কা।

জবাব দিতে নেমে ১১ বল আগেই অলআউট হয়ে যায় সাকিবের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।

এদিন উদ্বোধনী জুটিতে ৫৫ রান তুলেন নাঈম শেখ ও মেহেদী হাসান মিরাজ। এরপর দ্রুত ৪ উইকেট হারিয়ে ১৯তম ওভারে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ৮৪ রান। মিরাজ ২৮ এবং নাঈম ২১ রান করে আউট হন।

চারে নামা অধিনায়ক সাকিব আল হাসান ৭ বলে ৩ রান করেন। লিটন দাস ২৪ বলে ১৫ রানে আউট হন। এরপর পঞ্চম উইকেটে ৭২ রানের জুটি গড়েন মুশফিকুর রহিম ও তাওহীদ হৃদয়। ৪৮ বলে ২৯ রান করেন মুশফিক। এরপর শামিম হোসেন পাটোয়ারি ৫ রান করেই সাজঘরে ফিরেন। তবে অন্য প্রান্তে একাই লড়ে যান হৃদয়।

শেষ পর্যন্ত ৯৭ বলে ৮২ রান করে আউট হন তাওহীদ হৃদয়। এরপর হাসান মাহমুদের ১০ এবং নাসুম আহমেদের ১৫ রানে পরাজয়ের ব্যবধান কমিয়েছে সাকিব আল হাসানের দল।

Nagad

বাংলাদেশ: ৪৮.১ ওভারে ২৩৬/১০ (হাসান ১০*, নাসুম ১৫, শরিফুল ৭, তাসকিন ১, হৃদয় ৮২, শামীম ৫, মুশফিক ২৯, লিটন ১৫, সাকিব ৩, নাঈম ২১, মিরাজ ২৮); লক্ষ্য ২৫৮ রান।

শ্রীলঙ্কা: ৫০ ওভারে ২৫৭/৮ (রাজিথা ১*, সাদিরা ৯৩, ঠিকশানা ২, দুনিথ ৩, শানাকা ২৪, ধনঞ্জয়া ৬, আসালাঙ্কা ১০, মেন্ডিস ৫০, নিসাঙ্কা ৪০, করুনারত্নে ১৮)

ফল: শ্রীলঙ্কা ২১ রানে জয়ী।

সারাদিন/১০ সেপ্টেম্বর/এমবি