আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর
ভুলে এয়ারপড খেয়ে ফেলেছিলেন তিনি
ভিটামিন বড়ি খেতে গিয়েছিলেন। পাশেই ছিল দুটি ব্লুটুথ এয়ারপড। ভুলে ওষুধের বদলে হাতে তুলে নেন একটি এয়ারপড। এরপর খেয়ে ফেলেন সেটি। কিছুক্ষণ পর হুঁশ হয়। বুঝতে পারেন, বড় ভুল করে ফেলেছেন। বিচিত্র এই ঘটনা ঘটিয়েছেন তান্না বার্কার নামের এক নারী। তান্নার বাড়ি যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যের সল্ট লেক সিটিতে। ঘরবাড়ি কেনাবেচার সঙ্গে সম্পৃক্ত তিনি। বয়স ৫২ বছর ছুঁয়েছে। গত শুক্রবার বাড়িতে ওষুধ খাওয়ার সময় এই বিড়ম্বনায় পড়েন তান্না। এক বন্ধুর সঙ্গে ফোনে কথা বলছিলেন। তাই অন্যমনস্ক ছিলেন। এর মধ্যে ভুল করে এই কাণ্ড ঘটান।তান্না জানান, বন্ধুর সঙ্গে কথা বলতে বলতে ওষুধ খেতে গিয়ে পাশে পড়ে থাকা একটি এয়ারপড হাতে তুলে নিয়েছিলেন তিনি। পরে তা খেয়ে ফেলেন। কথা বলতে বলতে বুঝতে পারেন, পাশে ভিটামিন বড়ি রয়ে গেছে। আর এয়ারপড চলে গেছে পেটে।ওই এয়ারপড তাঁর স্বামী ব্যবহার করতেন। এ ঘটনা দ্রুত স্বামীকে জানান তিনি। পরে দ্রুত চিকিৎসকের দ্বারস্থ হন। তবে পুরো ঘটনাটি জানিয়ে একটি ভিডিও বানান তান্না। ভিডিওটি তিনি টিকটকে পোস্ট করেন। ২০ লাখের বেশি মানুষ তান্নার ওই ভিডিও দেখেছেন। সূত্র: প্রথম আলো


অভিশংসন প্রক্রিয়ার মুখে বাইডেন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিশংসন তদন্ত শুরু করতে যাচ্ছে দেশটির আইনসভা কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ। গত মঙ্গলবার মার্কিন কংগ্রেসে এক বিবৃতিতে এ কথা জানান প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থি। কিছুদিন ধরেই রিপাবলিকান দলসহ সমালোচকরা বাইডেনের বিরুদ্ধে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের মতো বিভিন্ন অভিযোগ করছিল। স্পিকার কেভিন ম্যাকার্থি বিবৃতিতে বলেন, তদন্তের মূল বিষয়বস্তু হবে প্রেসিডেন্ট জো বাইডেনের ক্ষমতার অপব্যবহার, তদন্তে প্রতিবন্ধকতা সৃষ্টি ও দুর্নীতির অভিযোগ।মধ্যবর্তী নির্বাচনের পর গত জানুয়ারিতে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই জো বাইডেনের বিরুদ্ধে তদন্ত করে আসছে রিপাবলিকানরা। তবে প্রেসিডেন্টের বিরুদ্ধে কোনো অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ এ পর্যন্ত মেলেনি। সূত্র: কালের কণ্ঠ
রাশিয়ার স্পেস সেন্টারে বৈঠক
সাম্রাজ্যবাদের বিরুদ্ধে একসঙ্গে লড়ব, পুতিনকে কিম
মার্কিন চোখরাঙানি উপেক্ষা করে রাশিয়া পৌঁছে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। রাশিয়ার আমুর অঞ্চলে পুতিনের সঙ্গে দেখা হয় কিমের। তারা করমর্দন করেন। পুতিন কিমকে বলেন, ‘আপনাকে দেখে খুবই আনন্দিত।’ কিমও তাকে ধন্যবাদ জানান, রাশিয়ায় আসার আমন্ত্রণ জানানোর জন্য। মঙ্গলবার বিলাসবহুল সাঁজোয়া ট্রেনে চেপে উত্তর কোরিয়ার নেতা কিম রাশিয়ার সীমান্ত সংলগ্ন খাসান শহরে পৌঁছান। সেখানে তাকে স্বাগত জানানোর জন্য বিশেষ অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়। চার বছর পর কোনো বিদেশ সফরে গেলেন কিম। এদিকে গতকালই দুটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে উত্তর কোরিয়া। দেশের পূর্ব উপকূলে এ অস্ত্র পরীক্ষা করেছে তারা। সাম্প্রতিক অতীতে বারবারই অস্ত্র পরীক্ষার নামে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ে বিতর্কে জড়িয়েছে উত্তর কোরিয়া। সর্বোচ্চ নিরাপত্তার মধ্যে গতকাল সকালে কসমোড্রোমে কিমকে স্বাগত জানান পুতিন। সূত্র: বিডি প্রতিদিন।
রাশিয়ার ‘পবিত্র যুদ্ধে’ পূর্ণ সমর্থন কিমের
আপনাকে দেখে আনন্দিত-কিমকে পুতিন * বৈঠকের আগেই ক্ষেপণাস্ত্র ছুড়ল উ. কোরিয়া
রাশিয়া সফরের দ্বিতীয় দিনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টানা দুই ঘণ্টার বৈঠক করলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। বুধবার দেশটির পূর্ব আমুর অঞ্চলের ভোস্টোচনি কসমোড্রোম মহাকাশ কেন্দ্রে বৈঠকে বসেন পশ্চিমাবিরোদী দুই নেতা। বৈঠকের সময় উত্তর কোরিয়ার নেতা কিম জং উন পশ্চিমা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে মস্কোর যুদ্ধকে ‘পবিত্র লড়াই’ বলে অভিহিত করেন। সেসঙ্গে এ যুদ্ধের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। বলেন, ‘রাশিয়া এখন তার সার্বভৌমত্ব ও নিরাপত্তা স্বার্থ রক্ষার জন্য আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে পবিত্র লড়াইয়ে নেমেছে। আমরা প্রেসিডেন্ট এবং রুশ নেতৃত্বে গৃহীত সব সিদ্ধান্তের প্রতি আমাদের পূর্ণ ও নিঃশর্তসমর্থন প্রকাশ করছি এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমরা সর্বদা রাশিয়ার সঙ্গে থাকব।’ বৈঠকের শুরুতে মস্কোর সঙ্গে তার বন্ধুত্ব সম্পর্ককে আরও উন্নত করার কথা তোলেন কিম।আলোচনা শেষে কিমের সম্মানে একটি আনুষ্ঠানিক নৈশভোজের ব্যবস্থা করেন পুতিন। কিম বলেন, প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকটি দুই দেশের মধ্যে সম্পর্ককে আরও শক্তিশালী করার জন্য একটি বিশেষ পদক্ষেপ। আমি বিশ্বাস করি, পুতিনের সঙ্গে আমার-সূত্র; যুগান্তর
বেঙ্গালুরুতে বাংলাদেশি পর্যটকের সঙ্গে সিএনজি চালকের অভিনব প্রতারণা
বান্ধবীকে নিয়ে ভারতের বেঙ্গালুরু শহরে বেড়াতে এসেছিলেন এক বাংলাদেশি ভ্লগার। দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখতে একটি সিএনজি ভাড়া করেছিলেন তিনি। কিন্তু ভাড়া মেটানোর সময় ওই পর্যটকের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অতিরিক্ত অর্থ হাতিয়ে নেন সিএনজিচালক। আর বাংলাদেশি পর্যটকের কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়ার সেই ঘটনা ধরা পড়ে এক ভারতীয় ভ্লগারের ক্যামেরায়।
৩৩ সেকেন্ডের সেই ভিডিওটি টুইট করে বেঙ্গালুরু পুলিশকে ট্যাগ করেন কলকাতার ওই ভ্লগার। পরে অভিযুক্ত সিএনজিচালককে গ্রেপ্তার করে বেঙ্গালুরু পুলিশ। ঘটনাটি ঘটে এক সপ্তাহ আগে। মোহাম্মদ ফিজ নামে বাংলাদেশি ভ্লগার তার বান্ধবীকে নিয়ে বেঙ্গালুরু শহর ঘুরে দেখতে একটি সিএনজি ঠিক করেন। এ সময় সিএনজির মিটার অনুযায়ী ভাড়া দেবেন বলে চালকের সঙ্গে চুক্তি করেন তিনি।
গন্তব্যে পৌঁছানোর পর মিটারে দেখা যায় ৩২০ রুপি ভাড়া হয়েছে। মোহাম্মদ ফিজ তখন মানিব্যাগ থেকে ওই চালককে ৫০০ রুপির একটি নোট দেন। কিন্তু ওই বাংলাদেশি পর্যটকের সঙ্গে কথা বলতে বলতেই সিএনজিচালক অত্যন্ত কৌশলে ৫০০ রুপির নোটটি তার জামার বাম হাতার তলায় ঢুকিয়ে রাখেন এবং বাম হাতের তালুতে থাকা ১০০ রুপির একটি নোট দেখিয়ে অতিরিক্ত অর্থ দাবি করেন। সূত্র: সমকাল
মহাকাশ কেন্দ্রে পাঁচ ঘণ্টা, শেষ হলো পুতিন-কিমের বৈঠক
রাশিয়ার পূর্ব আমুর অঞ্চলের ভোসতোচনি রকেট ও মহাকাশ কেন্দ্রে পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।মস্কোর রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, বুধবারের এই বৈঠকে রুশ প্রেসিডেন্ট উল্লেখ করেন, দুই নেতার আলোচনা এমন একটি বিশেষ সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন উত্তর কোরিয়া ৭৫তম বার্ষিকী পালন করেছে। সোভিয়েত ইউনিয়নই দেশটিকে প্রথম স্বীকৃতি দিয়েছিল। এ সময় কিম জং উন রাশিয়ার সঙ্গে তাদের সম্পর্ক উত্তর কোরিয়ার জন্য ‘সর্বোচ্চ অগ্রাধিকার’ হিসাবে অভিহিত করেন এবং তাদের রুশ বাহিনী এবং জনগণের বিজয়ের বিষয়ে আস্থা প্রকাশ করেন।গতকাল মঙ্গলবার ট্রেনে করে রাশিয়ায় পৌঁছান কিম। এদিন পুতিন বৈঠকস্থলে পৌঁছালে দুই নেতা ভবনের প্রবেশদ্বারে হাত মেলান এবং ছবি তোলেন। পুতিন কিমকে ভোসতোচনি রকেট ও মহাকাশ কেন্দ্র সম্পর্কে বলেছিলেন এবং কিম রাশিয়া সফরের আমন্ত্রণ জানানোয় তাকে ধন্যবাদ জানান।পরে সাংবাদিকদের পুতিন বলেন, উত্তর কোরিয়ার নেতা রকেট প্রযুক্তিতে দৃঢ় আগ্রহ প্রকাশ করেছেন। তারা মহাকাশ অনুসন্ধানের সক্ষমতা বিকাশের চেষ্টা করছে। এ কারণেই আমরা এখানে এসেছি। সূত্র: দেশ রুপান্তর
লিবিয়ায় ২০ হাজার মৃত্যুর শঙ্কা, সমুদ্র থেকে ভেসে আসছে একের পর এক মৃতদেহ
সমুদ্রের তীরে ভেসে আসছে একের পর এক লাশ। গত রোববার লিবিয়ার দেরনা শহরে প্রলয়ংকরী একটি ঝড় ও জলোচ্ছ্বাসে সমুদ্রে ভেসে গিয়েছিলেন এই মানুষগুলো। এখন পর্যন্ত সাড়ে পাঁচ হাজার মানুষের মৃত্যুর খবর পাওয়া গেলেও লিবিয়ার কর্তৃপক্ষ বলছে আরও ১০ হাজারের বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছে। তবে দেশটির আল-বায়দা মেডিকেল কলেজের পরিচালক আব্দুল রহিম মাজিক দাবি করেছেন, মৃতের সংখ্যা ২০ হাজারের ঘরে পৌঁছাবে। বুধবার রাতে দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেরনা শহরের রাস্তা-ঘাটে এখনো মৃতদেহ পড়ে থাকতে দেখা যাচ্ছে। জলোচ্ছ্বাস ডেনিয়েলের আঘাতে দেরনা এলাকার অসংখ্য পরিবারের সব সদস্যই মারা গেছেন। বেশ কিছু বিচ্ছিন্ন গ্রামীণ জনপদ পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। এ অবস্থায় কত সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে তা নিরূপণ করা অত্যন্ত কঠিন হবে বলে মনে করছে কর্তৃপক্ষ। সূত্র: আজকের পত্রিকা।
বিশ্বে চরম দারিদ্র্যের মধ্যে ৩৩ কোটিরও বেশি শিশু: ইউনিসেফ
কোভিড-১৯ মহামারি শিশুর দারিদ্র্য অবসানের লড়াইয়ে ব্যাপক মন্থরতা সৃষ্টি করেছে। এতে ৩৩ কোটি ৩০ লাখ শিশু এখনো চরম দারিদ্র্যের মধ্যে বাস করছে। বুধবার প্রকাশিত ইউনিসেফের একটি প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। জাতিসংঘ শিশু তহবিল এবং বিশ্বব্যাংকের প্রতিবেদনে দেখা গেছে, মহামারিটি আগের পূর্বাভাসের চেয়ে ৩ কোটি কম শিশুর চরম দারিদ্র্য থেকে মুক্তির দিকে পরিচালিত করেছে।প্রতিবেদনে বলা হয়েছে, ফলস্বরূপ প্রতি ছয়জনের মধ্যে একজন শিশু এখনো প্রতিদিন ২.১৫ ডলারের কম আয়সীমায় বাস করে। সূত্র: দৈনিক বাংলা।
চীনের পাল্টা এশিয়া-ইউরোপের নতুন করিডরের অর্থায়ন করবে কারা?
দিল্লিতে সদ্যসমাপ্ত জি-টোয়েন্টি শীর্ষ সম্মেলনের এক ফাঁকেই ভারত থেকে মধ্যপ্রাচ্য হয়ে ইউরোপ পর্যন্ত বিস্তৃত একটি মেগা অর্থনৈতিক করিডরের কথা ঘোষণা করা হয়েছে, যা বিশ্বের ভূ-রাজনীতি ও অর্থনীতির দুনিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।যুক্তরাষ্ট্র সরাসরিভাবে এই করিডরের অংশ নয়, তার পরেও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই প্রকল্পটি ঘোষণার সময় এটিকে ‘আ বিগ ডিল’ (একটা বিশাল ব্যাপার) বলে বর্ণনা করেছেন।
পরে প্রকল্পটির বিস্তারিত প্রকাশ করা হয়েছে হোয়াইট হাউসের পক্ষ থেকেও।আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এই করিডর পুরো বিশ্বের কানেক্টিভিটি ও ‘টেঁকসই উন্নয়নে’র ক্ষেত্রে একটি নতুন দিশা দেখাবে। দিল্লিতে এই প্রকল্পটির রূপরেখা ঘোষণার সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিসহ আরও বহু বিশ্বনেতা উপস্থিত ছিলেন।আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সবাই প্রায় একবাক্যে বলেছেন, চীনের উচ্চাকাঙ্ক্ষী ‘বেল্ট অ্যান্ড রোড’ ইনিশিয়েটিভের একটি পাল্টা পদক্ষেপ হিসেবেই এই করিডরটির পরিকল্পনা করা হয়েছে, আর সে কারণেই আমেরিকা এটি নিয়ে এতটা উৎসাহ দেখাচ্ছে। সূত্র: বিবিসি বাংলা ।
পদত্যাগ করার প্রশ্নে যা বললেন জাস্টিন ট্রুডো
বিপুল জনপ্রিয়তা নিয়ে ২০১৫ সালে কানাডার প্রধানমন্ত্রী হন জাস্টিন ট্রুডো। তবে নানান কারণে সেই জনপ্রিয়তায় ভাটা পড়েছে। গত কয়েক বছর ধরে তার প্রতি সাধারণ মানুষের সমর্থন কমছে; অপরদিকে সমর্থন বাড়ছে বিরোধী দলগুলোর।সাম্প্রতিক সময়ে চালানো বেশ কয়েকটি জরিপে দেখা গেছে, ট্রুডোর সমর্থন শুধু কমতির দিকেই আছে।এমন পরিস্থিতিতে বুধবার (১৩ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে ট্রুডোকে জিজ্ঞেস করা হয়, তিনি দলীয় প্রধানের দায়িত্ব থেকে পদত্যাগ করবেন কি না?এমন প্রশ্নের জবাবে ট্রুডো বলেছেন, ‘আগামী নির্বাচন আরও দুই বছর দূরে। আমি আমার কাজ করে যাচ্ছি। এই কঠিন সময়ে কানাডিয়ানদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কাজ করা বাকি রয়ে গেছে। আর আমি এই কাজ করার ক্ষেত্রে উদ্যমী ও নিরলস রয়েছি।’২০১৫ সালে ট্রুডোর নেতৃত্বে ক্ষমতায় আসে লিবারেল পার্টি। এরমাধ্যমে কনজারভেটিভ নেতৃত্বাধীন সরকারের এক যুগেরও বেশি সময়ের শাসনের অবসান হয়। তবে মুদ্রাস্ফীতি, বাসস্থানের উচ্চমূল্য এবং অন্যান্য বিষয় নিয়ে তার জনপ্রিয়তা অনেক কমে গেছে। চলতি বছরের আগস্টের শেষ দিকে অ্যাবাকাস ডাটা পোলসের জরিপে ৫৬ শতাংশ কানাডিয়ান মতামত দিয়েছিলেন ট্রুডোর পদত্যাগ এবং অন্য কাউকে দলের নেতৃত্ব দেওয়া উচিত। তবে এই জরিপে অংশ নেওয়া ২৭ শতাংশ ট্রুডোর পক্ষে ভোট দিয়েছেন।এ মাসে কানাডার গবেষণা সংস্থা আঙ্গুস রেইড ইনস্টিটিউটের জরিপে উঠে এসেছে, ৬৩ শতাংশ মানুষ আর ট্রডোকে দলের নেতৃত্বে অর্থাৎ আগামী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান না। সূত্র: ঢাকা পোস্ট