এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা, হারে মুকুটও হারাল পাকিস্তান

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:৫৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২৩

ছবি; এএফপি

সবমিলিয়ে ২ উইকেটের রুদ্ধশ্বাস এক জয় শ্রীলঙ্কার, পাকিস্তানের বিদায়। এ নিয়ে ১১তম বারের মতো এশিয়া কাপের ফাইনালে নাম লেখালো লঙ্কানরা। রোববার শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ভারত।

এশিয়া কাপের গ্রুপ পর্বেও দারুণ ছন্দে থেকে আধিপত্য ধরে রেখেছিল দ্য গ্রিন ম্যানরা। তবে সুপার ফোরের ম্যাচে এসেই খেই হারিয়ে ফেলেছে বাবর আজমরা। সুপার ফোরে প্রথম ম্যাচে বাংলাদেশের সঙ্গে জয় পেলেও পরের দুই ম্যাচে ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে টানা পরাজয়ে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপখ্যাত এশিয়া কাপের শিরোপার স্বপ্ন ধূলিসাৎ হয়েছে পাকিস্তানের। আর ম্যান ইন গ্রিনদের এমন হার খুবই লজ্জাজনক বলে মনে করছেন, পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব আখতার।

সংক্ষিপ্ত স্কোর :

পাকিস্তান : ৪২ ওভারে ২৫২/৭ (শফিক ৫২, ফখর ৪, বাবর ২৯, রিজওয়ান ৮৬*, হারিস ৩, নেওয়াজ ১২, ইফতিখার ৪৭, শাদাব ৩, আফ্রিদি ১; মাধুশান ৭-১-৫৮-২, থিকসানা ৯-০-৪২-১, শানাকা ৩-০-১৮-০, ভেল্লালাগে ৯-০-৪০-১, পাথিরানা ৮-০-৬৫-৩, সিলভা ৬-০-২৮-০)।

শ্রীলঙ্কা : ৪২ ওভারে ২৫২/৮ (নিশানকা ২৯, পেরেরা ১৭, মেন্ডিস ৯১, সামারাবিক্রমা ৪৮, আসালাঙ্কা ৪৯, সিলভা, শানাকা ২, সিলভা ৫, দুনিথ ০,মাধুশান ১,পাথিরানা ০; আফ্রিদি ৯-০-৫২-২, জামান ৬-১-৩৯-০, ওয়াসিম ৩-০-২৫-০, নেওয়াজ ৭-০-২৬-০, শাদাব ৯-০-৫৫-১, ইফতিখার ৮-০-৫০-৩)।

ফল : শ্রীলঙ্কা বৃষ্টি আইনে ২ উইকেটে জয়ী।

Nagad