আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:৩৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২৩

বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে চীনা পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান গত সপ্তাহান্তে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে বৈঠক করেছেন। উভয় দেশের কর্মকর্তারা গতকাল রোববার এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন। দুই পরাশক্তির মধ্যে উত্তেজনা কমানোর সবশেষ প্রচেষ্টার অংশ হিসেবে সুলিভান ও ওয়াংয়ের মধ্যে এই বৈঠক হলো।বৈঠকের বিষয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়, গত শনিবার ও গতকাল ভূমধ্যসাগরীয় দ্বীপরাষ্ট্র মাল্টায় বৈঠকটি হয়।হোয়াইট হাউসের বিবৃতিতে আরও বলা হয়, দুই পক্ষের মধ্যে যোগাযোগের লাইন খোলা রাখাসহ দায়িত্বের সঙ্গে সম্পর্ক বজায় রাখার চলমান প্রচেষ্টার অংশ ছিল এই বৈঠক। সুত্র: প্রথম আলো

হতবাক বিজ্ঞানীরা
অ্যান্টার্কটিকায় বরফ সর্বনিম্ন পর্যায়ে

অ্যান্টার্কটিকা ঘিরে ভাসমান বরফের পরিমাণ এখন আগের যেকোনো সময়ের চেয়ে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। স্যাটেলাইটের মাধ্যমে তোলা ছবিতে এই চিত্র পাওয়া গেছে। বৈশ্বিক উষ্ণায়নের বিরুদ্ধে প্রতিরোধব্যবস্থা হিসেবে কাজ করে অ্যান্টার্কটিকা। এখানকার বরফের বিস্তৃতি পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। তাই বরফ গলনের নতুন এ তথ্য বিশেষজ্ঞদের কাছে বেশ উদ্বেগের বিষয়। যুক্তরাষ্ট্রের কলোরাডো ইউনিভার্সিটির ন্যাশনাল স্নো অ্যান্ড আইস ডাটা সেন্টারের গবেষক ওয়ালটার মেইয়ার বলেন, ‘আমরা যা দেখতে পাচ্ছি, তা বাহ্যিক অংশ মাত্র। ব্যাপারটি প্রায় হতবাক হওয়ার মতো।’ সুত্র; কালের কণ্ঠ

মেট্রোরেলে যাত্রীদের সঙ্গে মোদির সেলফি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল রোববার বর্ধিত দিল্লি বিমানবন্দর মেট্রো এক্সপ্রেস লাইন উদ্বোধনের পর ধাওলা কাউন স্টেশন থেকে মেট্রোরেলে চড়েছেন। এ সময় তিনি যাত্রীদের সঙ্গে সেলফি তোলেন ও মতবিনিময় করেন। খবর এনডিটিভির। প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল মোদির ৭৩তম জন্মদিন উপলক্ষে মেট্রোরেলের যাত্রীরা তাঁকে শুভেচ্ছা জানান। এ ছাড়া যাত্রীদের হাততালি দিয়ে ‘শুভ জন্মদিন মোদিজি’ গান গাইতে ও সেলফি তুলতে দেখা গেছে। মোদি এ সময় শিশুদের চকলেট উপহার দেন। তিনি স্টেশনে দিল্লি মেট্রো রেল করপোরেশনের (ডিএমআরসি) কর্মীদের সঙ্গেও কথা বলেন। দ্বারকা সেক্টর ২১ থেকে ‘যশোভূমি’ দ্বারকা সেক্টর ২৫ স্টেশন পর্যন্ত বাড়ানো হয়েছে। এ ছাড়া ‘যশোভূমি’ নামে ইন্ডিয়া আন্তর্জাতিক কনভেনশন অ্যান্ড এক্সপো সেন্টারের (আইআইসিসি) প্রথম ধাপের উদ্বোধন করেন তিনি। কর্মকর্তারা জানিয়েছেন, ৮.৯ লাখ বর্গমিটারের বেশি প্রকল্প এলাকা এবং ১.৮ লাখ বর্গমিটারেরও বেশি এলাকাজুড়ে বিস্তৃত এই কেন্দ্রটি সবচেয়ে বড় মিটিং, ইনসেনটিভ, সম্মেলন এবং প্রদর্শনী সুবিধাগুলোর মধ্যে একটি হবে। এটিতে ১৫টি সম্মেলন কেন্দ্র এবং ১১ হাজার লোকের বসার ব্যবস্থা রয়েছে। ‘যশোভূমি’ হবে বিশ্বের সবচেয়ে বড় প্রদর্শনী হলগুলোর মধ্যে একটি। এই কনফারেন্স সেন্টার প্রদর্শনী, বাণিজ্য মেলা এবং ব্যবসায়িক ইভেন্টের আয়োজন ব্যবহৃত হবে। সূত্র: সমকাল

Nagad

প্রতি ১০ জনে একজন ক্ষুধার্ত

বিশ্বে এখন জনসংখ্যা ৮০০ কোটির ওপরে। এর মধ্যে এ মুহূর্তে ৭০ কোটি মানুষ জানেন না পরের বেলায় তার খাবার আছে কি না। জাতিসংঘের বিশ্ব খাদ্য সংস্থা এক প্রতিবেদনে বলছে, প্রতি ১০ জনের মধ্যে একজন চরম খাদ্য সমস্যায় পড়ছে। বিশ্ব খাদ্য প্রকল্পের কার্যনির্বাহী প্রধান সিন্ডি ম্যাককেইন নিরাপত্তা পরিষদকে জানিয়েছেন, অনুদানের অভাবে খাদ্য রেশনে কাটছাঁট করতে হয়েছে। অদূর ভবিষ্যতেও তা করতে হবে। ভারতের আনন্দবাজার, আসার্ক আল আওসাত। প্রতিবেদনে বলা হয়, প্রতি দশজনে একজন ক্ষুধার্ত অবস্থায় রাতে ঘুমাতে যান। সংস্থার উদ্বেগ, ক্ষুধার সঙ্কট ক্রমবর্ধমান। সিন্ডি প্রয়াত আমেরিকান সিনেটর জন ম্যাককেইনের স্ত্রী। নিরাপত্তা পরিষদে তিনি বলেন, ‘আমরা এমন সব ঘটমান এবং দীর্ঘমেয়াদি সঙ্কটের মধ্য দিয়ে চলেছি, যাতে মানবিক অভাব-অনটন বেড়ে যাচ্ছে। এটাই এখন ‘নিউ নরমাল’। এর ধাক্কা আরও অনেক বছর ধরে ভুগতে হবে।’ এ সঙ্কটের মধ্যে রয়েছে যুদ্ধ, অর্থনৈতিক ধাক্কা, পরিবেশের সঙ্কট এবং পণ্যের দামবৃদ্ধি। এসবের প্রভাব পড়েছে ৫০টি দেশে ৪ কোটি ৭০ লাখ মানুষ এখন দুর্ভিক্ষের ঠিক আগের অবস্থায় দাঁড়িয়ে আছেন। পাঁচ বছরের কম বয়সী সাড়ে ৪ কোটি শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে। সূত্র বিডি প্রতিদিন।

কৃষ্ণসাগরে নতুন পথে শস্য
ওডেসার শস্যগুদামে রাশিয়ার হামলা

কৃষ্ণসাগরের নতুন একটি পথ ব্যবহার করে দুটি পণ্যবাহী জাহাজ ইউক্রেনের চোরনোমোরস্ক বন্দরে পৌঁছেছে। স্থানীয় সময় শনিবার এটি নিশ্চিত করেছে ইউক্রেনের বন্দর কর্তৃপক্ষ। বিশ্ব বাজারের রপ্তানির জন্য জাহাজগুলোতে ২০ হাজার টন গম লোড করা হবে। ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী অলেক্সান্ডার কুব্রাকভের দেওয়া তথ্য অনুসারে, জাহাজ দুটির নাম রেজিলিয়েন্ট আফ্রিকা ও আরোইয়াত। কর্মকর্তারা বলেছেন, রাশিয়ার সঙ্গে জাহাজের নিরাপত্তা নিশ্চিত করার চুক্তি ভেঙে যাওয়ার পর প্রথমবারের মতো ইউক্রেনের বন্দরে বেসামরিক জাহাজ পৌঁছেছে।জাহাজ দুটি মহাসাগরীয় দ্বীপদেশ পালাউয়ের পতাকা উড়িয়ে যাত্রা শুরু করে। নাবিকদের মধ্যে ইউক্রেন, তুরস্ক, আজারবাইজান ও মিসরের নাগরিকরা আছেন। জাহাজগুলো মিসর ও ইসরাইলে গম পৌঁছে দেবে বলে জানায় ইউক্রেনের কৃষি মন্ত্রণালয়। জাতিসংঘ সমর্থিত রাশিয়া-ইউক্রেন শস্যচুক্তি ভেস্তে যাওয়ার পর কিয়েভ একতরফাভাবে নতুন এ পথের ঘোষণা দেয়। পথটি কৃষ্ণসাগরের পশ্চিম উপকূলের সঙ্গে সংযোগ তৈরি করেছে। ইউক্রেন সূর্যমুখী তেল, বার্লি, ভুট্টা এবং গমের মতো ফসলের জন্য বিশ্বের বৃহত্তম সরবরাহকারী হিসাবে পরিচিত। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রুশ ইউক্রেনে হামলা শুরু করে। হামলার পর মস্কোর নৌবাহিনী দেশটির কৃষ্ণসাগরবর্তী বন্দরগুলোর নিয়ন্ত্রণে নেওয়ায় রপ্তানির জন্য ২০০ কোটি টন শস্য আটকে যায়। ফলে বেড়ে যায় খাদ্যের দাম। বিভিন্ন দেশে শুরু হয় খাদ্য সংকট। মস্কো অভিযোগ করে, পশ্চিমা নিষেধাজ্ঞাগুলো তার নিজস্ব কৃষি রপ্তানি সীমাবদ্ধ করছে। এজন্য শস্যচুক্তি ভেঙে দেয়। অভিযোগের পর ইউক্রেনে আসা বেসামরিক জাহাজগুলোকে সম্ভাব্য সামরিক লক্ষ্য হিসাবে বিবেচনা করার হুমকি দেয় রাশিয়া। ইউক্রেনের শস্য অঞ্চল ওডেসাতে একের পর এক হামলা চালায় দেশটি। সূত্র: যুগান্তর

আল-আকসা মসজিদে ফিলিস্তিনি মুসল্লিদের ওপর ইসরায়েলি বাহিনীর হামলা

অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণের অন্যতম প্রধান প্রবেশদ্বার বাব আস-সিলসিলায় ফিলিস্তিনি উপাসকদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা। রোববার ইসরায়েলি বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা আরোপ করে, আল-আকসা মসজিদ থেকে মুসল্লিদের বের করে দেয় এবং এর চারপাশে তাদের উপস্থিতি বাড়িয়ে তোলে। ইহুদি নববর্ষ রোশ হাশানাতে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সুবিধা দিতে ৫০ বছরের নিচের ফিলিস্তিনিদের আল-আকসায় প্রবেশে বাধা দিয়েছে তারা। আল-মায়াদিন জানিয়েছে, রোশ হাশানাহ উদযাপনে ইসরায়েলি সৈন্যদের সুরক্ষায় মরক্কো গেট দিয়ে আল-আকসা প্রাঙ্গণে শত শত অতি-জাতীয়তাবাদী ইসরায়েলি অনুপ্রবেশ করেছিল। জেরুজালেম ইসলামিক এনডাউমেন্টস ডিপার্টমেন্ট নিশ্চিত করেছে যে সেনাবাহিনী বসতি স্থাপনকারীদের অনুপ্রবেশের আগে কম্পাউন্ডটি পরিষ্কার করার জন্য কাজ করছে। সুত্র: ইত্তেফাক

যে দেশে শহর ছেড়ে গ্রামে যাচ্ছেন মানুষেরা
গ্রাম ছেড়ে শহরে ছুটছে মানুষ। ইউরোপসহ বিশ্বের উন্নত অনেকে দেশে এমন প্রবণতা দেখা গেলেও ঠিক উল্টো ঘটনা ঘটছে জার্মানিতে। এই দেশে শহর ছেড়ে বরং গ্রামে ফিরতে শুরু করেছেন অনেকে। জার্মানির কেন্দ্রীয় ও রাজ্য সরকারের তথ্য বলছে, ২০১৭ সালের পর ৩০ বছল থেকে ৪৯ বছর বয়সী, যাদের সন্তান আছে এবং ২৫ বছর থেকে ২৯ বছর বয়সী তরুণ পেশাজীবীদের মধ্যে গ্রামে বসবাসের প্রবণতা বেড়েছে। সূত্র: আজকের পত্রিকা।

ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে জাতিসংঘে জড়ো হচ্ছেন বিশ্বনেতারা

বিশ্বজুড়ে চলছে ভূরাজনৈতিক ছায়া উত্তেজনা। বিশেষ করে ইউক্রেন যুদ্ধ এবং উন্নয়নশীল দেশে প্রভাব বিস্তারে যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্রদের সঙ্গে রাশিয়া ও চীনের প্রতিযোগিতা এই উত্তেজনাকে উসকে দিয়েছে বহুগুণ। যার জের দেখা যাচ্ছে নিত্যপণ্যের বাজার থেকে শুরু করে জ্বালানি, স্বাস্থ্য ব্যয়সহ বৈশ্বিক অর্থনীতিতে। কোনো কোনো দেশ এই প্রতিযোগিতার মাশুল দিচ্ছে লাগামহীন মূল্যস্ফীতির কবলে পিষ্ট হয়ে। এমনই এক অবস্থার মধ্যে আগামী সপ্তাহে জাতিসংঘে মিলিত হচ্ছেন বিশ্বনেতারা। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সংস্থার সদর দপ্তরে শুরু হচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন। স্বভাবতই সবার নজরে থাকছে জাতিসংঘের এ আয়োজন। বিশ্বনেতাদের এ সম্মিলন কি বিশ্ববাসীর জন্য কোনো স্বস্তির খবর আনবে? সূত্র: দৈনিক বাংলা।

মৃত শহরে ওত পেতে মৃত্যু

দেরনা শহরের যে জায়গাটা এক সপ্তাহ আগেও সন্ধ্যা নামলে কাজফেরত মানুষের হুল্লোড়ে মুখরিত হতো, সেখানে এখনো প্রবল বানের ক্ষত। রাস্তাঘাট, ঘরবাড়ি, গাছপালার ধ্বংসস্তূপ পুরো শহর। উপকূলের অনেক এলাকা নিশ্চিহ্ন হয়ে গেছে একেবারে। তবে লাল বেলে মাটির স্তূপের নিচ থেকে কোথাও কোথাও উঁকি দিচ্ছে গলিত মরদেহর কোনো অঙ্গ! শহরের বাতাস ভারী হয়ে আছে লাশের গন্ধে। শহর জুড়ে, সমুদ্রের তীরে কিংবা সমুদ্রে ভাসতে থাকা লাশ উদ্ধারের নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। তবে পথঘাট বিধ্বস্ত হয়ে যাওয়ায় বেগ পোহাতে হচ্ছে তাদের। জীবিত কাউকে উদ্ধারের আশা না থাকলেও মৃত্যুর গন্ধমাখা শহরে লাশ খুঁজে খুঁজে তাদের সম্মানের দাফনের ব্যবস্থার চেষ্টা চলছে অবিরত। গত শনিবারই রেক ক্রসের এক কর্মী দুই ঘণ্টার মধ্যে ২০০টির বেশি লাশ খুঁজে পেয়েছেন।তবে মৃত নগরীতে এখন সবচেয়ে বড় আতঙ্কের নাম দেশটির দীর্ঘায়িত সংঘাতের কারণে ফেলে যাওয়া ল্যান্ডমাইন ও অন্যান্য বিস্ফোরক। ছড়িয়ে যাওয়া ওইসব বিস্ফোরক হতে পারে আরও প্রাণহানির কারণ। গত সপ্তাহে ঘূর্ণিঝড় ড্যানিয়েল ও বন্যার তাণ্ডবে লিবিয়ার পূর্বাঞ্চলের শহর দেরনা পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। ওই শহরসহ অঞ্চলটিতে ইতিমধ্যে ১১ হাজার মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখনো কয়েক হাজার মানুষ নিখোঁজ রয়েছে। স্যাটেলাইট থেকে তোলা বিভিন্ন ছবিতে দেখা গেছে ঝড়-জলোচ্ছ্বাস-বন্যায় দেরনার ৩০ শতাংশ অঞ্চল একদম নিশ্চিহ্ন হয়ে গেছে। শহরটির ৩০ হাজারের বেশি পরিবার বাস্তুচ্যুত হয়েছে। বিবিসি জানাচ্ছে, ঘূর্ণিঝড় ড্যানিয়েল গত রবিবার আঘাত হানলে দুটি বাঁধ ভেঙে দেরনা শহর বন্যার পানিতে তলিয়ে যায়। পানির তোড়ে ধসে পড়ে বহু ভবন। কোনো কোনো এলাকায় পঞ্চমতলার বাসিন্দারাও ঘরে আটকা পড়ে মারা যান। সূত্র: দেশ রুপান্তর

লিবিয়ার বন্যা: মৃত্যুর গন্ধ ভাসছে ধ্বংসস্তুপে পরিণত হওয়া যে শহরে

লিবিয়ার ডেরনা শহরে যেতে এখন আগের চেয়ে দ্বিগুণ সময় লাগে। বেনগাজী থেকে সড়ক ধরে যেতে যেতে দেখা যায় দু পাশের জমিগুলো মরিচা ধরা লালচে পানিতে তলিয়ে গেছে। কাছে গেলেই দেখা যায় যানবাহনের গতি ধীর।ভূমি থেকে উপড়ে গেছে তারবাহী বিদ্যুতের পিলারগুলো।সড়কের এখানে সেখানে তৈরি হওয়া গর্তে পড়ে বেহাল দশা হয়ে পড়ছে যানবাহনের।ভূমধ্যসাগর ঘেঁষা এ শহর যেন পরিণত হয়েছে সাক্ষাৎ মৃত্যুপুরীতে। ডেরনার কাছেই একটি সেতু বন্যার পানিতে পুরোপুরি ভেসে গেছে। সেখানে এক জায়গায় দাড়িয়ে লোকজন ছবি তুলছে।কাছেই সেনা সদস্যদের দেখা গেলো প্রতিটি গাড়ির চালক ও যাত্রীকে মাস্ক দিচ্ছেন।মাস্ক পড়েই বিকল্প পথে যানবাহন নিয়ে এগিয়ে যাচ্ছেন চালকরা। কিছু দূর গেলেই বোঝা যায় এর কারণ কী। সূত্র: বিবিসি বাংলা।