আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:২৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২৩

সি চিন পিংয়ের ‘শুদ্ধি অভিযান’ কতটা সফল হবে

সাম্প্রতিক মাসগুলোতে চীন সরকারের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে আর জনসমক্ষে দেখা যাচ্ছে না। তাঁদের প্রত্যেকেই ছিলেন প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বিশ্বস্ত ও আশীর্বাদপুষ্ট। কিন্তু হঠাৎ তাঁদের অদৃশ্য হয়ে যাওয়ায় গুঞ্জন ছড়িয়ে পড়েছে। প্রশ্ন উঠছে, সি চিন পিং কি শুদ্ধি অভিযান চালাচ্ছেন, বিশেষ করে যাঁরা সামরিক বাহিনীতে আছেন, তাঁদের বিরুদ্ধে।
সর্বশেষ সির পছন্দের তালিকা থেকে বাদ পড়েছেন প্রতিরক্ষামন্ত্রী লি শাংফু। কয়েক সপ্তাহ ধরে তাঁকে আর প্রকাশ্যে দেখা যাচ্ছে না। অবশ্য তাঁকে জনসমক্ষে দেখা না যাওয়ার বিষয়টি অস্বাভাবিক বা এবারই প্রথম ঘটল এমন কিছু নয়; যুক্তরাষ্ট্রের একজন শীর্ষ কূটনীতিক বিষয়টি সামনে আনলে ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে দেখা শুরু হয়।সর্বশেষ সির পছন্দের তালিকা থেকে বাদ পড়েছেন প্রতিরক্ষামন্ত্রী লি শাংফু। কয়েক সপ্তাহ ধরে তাঁকে আর প্রকাশ্যে দেখা যাচ্ছে না।প্রতিরক্ষামন্ত্রীর অদৃশ্য হয়ে যাওয়ার কয়েক সপ্তাহ আগে রকেট ফোর্সের দুই শীর্ষস্থানীয় কর্মকর্তা সরিয়ে দেওয়া। সামরিক বাহিনীর এই শাখার নিয়ন্ত্রণেই রয়েছে পারমাণবিক ক্ষেপণাস্ত্র। এ ছাড়া সামরিক আদালতের একজন বিচারককেও সরিয়ে দেওয়া হয়েছে। সূত্র: প্রথম আলো

পরমাণু পরীক্ষা কেন্দ্র উন্নয়ন করছে তিন পরাশক্তি

যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন সাম্প্রতিক বছরগুলোতে নিজ নিজ পরমাণু পরীক্ষা কেন্দ্রগুলোর অবকাঠামো উন্নয়ন কার্যক্রম বাড়িয়েছে। মার্কিন গণমাধ্যম সিএনএন গতকাল শুক্রবার স্যাটেলাইটের ছবি বিশ্লেষণ করে বিশেষজ্ঞ মতনির্ভর এক প্রতিবেদনে এ দাবি করেছে। এতে বলা হয়, গত কয়েক দশকের মধ্যে বর্তমানে পরমাণু উত্তেজনা সর্বোচ্চ স্তরে এবং ঠিক এই সময়ে তিন পরাশক্তি অস্ত্র প্রতিযোগিতার গতি বাড়াচ্ছে। সিএনএন অবশ্য পরিষ্কার করেছে, তিন পরাশক্তি রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্র যেকোনো সময় পরমাণু পরীক্ষা চালাবে—এমন নজির পাওয়া যায়নি।বিশ্লেষকরা বলছেন, তিন দেশের তিনটি পরমাণু পরীক্ষা কেন্দ্রে এমন উন্নয়ন কর্মকাণ্ড দেখা গেছে, যা কয়েক বছর আগেও দেখা যেত না। সূত্র: কালের কণ্ঠ

রুশ নৌ সদরে ক্ষেপণাস্ত্র হামলা

ক্রিমিয়ার সেভাস্তপোলে অবস্থিত রাশিয়ার নৌবাহিনীর সদর দফতরে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত একজন সেনা সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এদিকে, এ হামলার দায় স্বীকার করেছে ইউক্রেন।ব্যবহারিক এবং প্রতীকী উভয় কারণেই রাশিয়ার কৃষ্ণসাগর সদর দফতর ইউক্রেনের প্রধান লক্ষ্য। রাশিয়া কৃষ্ণসাগরে তার নৌজাহাজ থেকে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার ফলে ভয়াবহ ক্ষতি হয়েছে। তারা কৃষ্ণসাগরে সামুদ্রিক শিপিং রুটগুলো অবরুদ্ধ করার হুমকিও দিয়েছে, যা ইউক্রেন শস্য রপ্তানি করতে ব্যবহার করছে। ঘটনার পরপরই রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, হামলার পর একজন সেনা সদস্য নিখোঁজ রয়েছেন। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে পাঁচটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। ক্রিমিয়ার বৃহত্তম শহর সেভাস্তপোলের গভর্নর মিখাইল রাজভোজায়েভ সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, শত্রুর ক্ষেপণাস্ত্র নৌবহরের সদর দফতরে আঘাত হেনেছে। ক্ষেপণাস্ত্রের টুকরাগুলো একটি থিয়েটারের কাছে পড়ে রয়েছে উল্লেখ করে স্থানীয় বাসিন্দাদের সেখান থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি। সূত্র; বিডি প্রতিদিন।

Nagad

হোয়াইট হাউজে জেলেনস্কি
যুক্তরাষ্ট্র হাত ছাড়লেই হেরে যাবে ইউক্রেন
ইউক্রেনের সামরিক সহায়তার ‘বিকল্প’ নেই : বাইডেন

ইউক্রেন-রশিয়া যুদ্ধে শুরু থেকেই বেশ শক্ত অবস্থান যুক্তরাষ্ট্রের। চলমান এ যুদ্ধে প্রথম থেকেই কিয়েভকে সহায়তা দিয়ে আসছে ওয়াশিংটন। অর্থনৈতিক সহায়তার পাশাপাশি ভয়ংকর সব সমরাস্ত্রও ঢালছে সমানে। যুক্তরাষ্ট্রের দুহাত ভরা সহায়তায়ই রণক্ষেত্রে এখনো টিকে আছে ইউক্রেন। হোয়াইট হাউজের ‘বিলিয়ন ডলার’র এ হাত গুটিয়ে নিলেই হেরে যাবে কিয়েভ। যুদ্ধ শুরুর কয়েক মাস পর থেকেই এই দাবি করে আসছেন যুক্তরাষ্ট্রের বিরোধীদলীয় রিপাবলিকান আইনপ্রণেতারা। বৃহস্পতিবার হোয়াইট হাউজের এক যৌথ সংবাদ সম্মেলনে সে কথাই বললেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (৪৫)। যুদ্ধ-পরবর্তী সময়ে হোয়াইট হাউজে তার দ্বিতীয় সফর। নিউইয়র্কের চলমান জাতিসংঘের ৭৮তম সাধারণ অধিবেশনে ভাষণের একদিন পরই স্ত্রী ওলেনা জেলেনস্কাকে (৪৫) নিয়ে ওয়াশিংটনে চলে আসেন জেলেনস্কি। সফরে ৩২ কোটি ৫০ লাখ ডলারের নতুন সহায়তা প্যাকেজ পেল ইউক্রেন। ইউক্রেনকে সহায়তায় যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ডেমোক্রেটস ও রিপাবলিকানদের মাঝে বেশ মতপার্থক্য দেখা দিয়েছে। ইউক্রেনকে আর যুদ্ধসহায়তা দিতে চাইছে না রিপাবলিকানরা। তাদের মতে, ক্রমাগত এ সাহায্যের হাত এখন বন্ধ হওয়া উচিত। তাদের তথ্যানুসারে, কংগ্রেস ইতোমধ্যে ৪৩ বিলিয়ন ডলারের অস্ত্রসহ ১০০ বিলিয়ন সহায়তা অনুমোদন করেছে। রিপাবলিকানদের এই বিরোধিতার কারণেই গত ডিসেম্বরের মতো কংগ্রেসের উভয় কক্ষের অধিবেশন ডেকে জেলেনস্কির ভাষণের ব্যবস্থা করাও সম্ভব হয়নি। ’ সূত্র: যুগান্তর

যুক্তরাষ্ট্রের কাছ থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পাচ্ছে ইউক্রেন

রাশিয়ার চলমান আগ্রাসন মোকাবিলায় সহায়তার অংশ হিসেবে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেবে যুক্তরাষ্ট্র। নতুন এসব ক্ষেপণাস্ত্রের রেঞ্জ ৩০০ কিলোমিটার পর্যন্ত। শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।মার্কিন মিডিয়া রিপোর্টে বলা হয়েছে, সহায়তার অংশ হিসেবে ইউক্রেন কিছু এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র পাবে যার রেঞ্জ ৩০০ কিলোমিটার (১৯০ মাইল)। ইউক্রেন এ ধরনের ক্ষেপণাস্ত্র দিতে রাশিয়ার অনেক ভেতরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হবে।বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনকে উন্নত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেওয়ার কথা এমন সময়ে সামনে এলো যখন রাশিয়ার কৃষ্ণসাগরীয় নৌবাহিনীর সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। এই ঘটনায় একজন নিহত হয়েছেন। এছাড়া হামলার পর সেখানে আগুনও ধরে যায়। সূত্র: সমকাল

গণতন্ত্র নিয়ে পশ্চিমাদের লেকচার দিতে না করলেন গিনির জান্তা

গণতন্ত্র নিয়ে পশ্চিমা দেশগুলোকে লেকচার দেওয়া বন্ধ করতে বলেছেন পশ্চিম আফ্রিকার দেশ গিনির জান্তা শাসক কর্নেল মামাদি ডুমবুইয়া। তার দাবি, পশ্চিমাদের চাপিয়ে দেওয়া গণতান্ত্রিক মডেল আফ্রিকার দেশগুলোতে কাজ করে না। এমনকি নিজের দেশে সামরিক হস্তক্ষেপের পক্ষেও কথা বলেন তিনি।প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে ভাষণ দেন গিনির জান্তা নেতা কর্নেল মামাদি ডুমবুইয়া। সেসময় তিনি বলেন, পশ্চিমাদের চাপিয়ে দেওয়া শাসন মডেলের কারণে আফ্রিকা মহাদেশ ভুগছে। এর ফলে আমরা আফ্রিকানরা বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারছি না। সূত্র: ইত্তেফাক

মণিপুরে থানায় হামলা ফের কারফিউ জারি

ভারতের মণিপুর রাজ্যে পাঁচ যুবকের মুক্তির দাবিতে থানায় হামলার চেষ্টা করেছে স্থানীয় বিক্ষোভকারীরা। নিরাপত্তা জোরদার করতে তাই আবারও কারফিউ জারি করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানায়, পাঁচ যুবকের মুক্তির দাবিতে গত কয়েক দিন ধরেই মণিপুর রাজ্যের রাজধানী ইম্ফলসহ বেশকিছু জায়গায় নতুন করে মেইতেইদের বিক্ষোভ ছড়িয়েছে। তাদের নারী সংগঠন মীরা পাইবিস এবং ইম্ফলের ছয়টি স্থানীয় ক্লাবের নেতৃত্বে পূর্ব এবং পশ্চিম ইম্ফলে থানাগুলোর সামনে বিক্ষোভ দেখান মেইতেই সম্প্রদায়ের হাজারো মানুষ। গত বৃহস্পতিবার সেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একের পর এক থানা ঘেরাও করে হামলার চেষ্টা চালায় বিক্ষোভকারীরা। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।
পুলিশ জানায়, বিক্ষোভকারীরা পূর্ব ইম্ফলের আন্দ্রো ও প্যারোম্পেট থানা এবং ইম্ফলের পশ্চিমের জেলা সিংজাম, কোয়াকিথেল এবং মায়াং পুলিশ ফাঁড়িতে আক্রমণের চেষ্টা করে। জবাবে পুলিশও বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে। অন্যদিকে বিক্ষোভকারীদের অভিযোগ, পাঁচ যুবককে কোনো অভিযোগ ছাড়াই গ্রেপ্তার করা হয়েছে। আর ঘটনার প্রতিবাদ জানাতেই তারা থানা ঘেরাওয়ের ডাক দিয়েছিল। পরিস্থিতি শান্ত করতে ও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রাজ্য সরকার পূর্ব ইম্ফল ও পশ্চিম ইম্ফলের জেলাগুলোতে পূর্ণরূপে কারফিউ জারি করেছে। এ ছাড়া নিরাপত্তাবাহিনী ও থানাগুলোকে সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে। চলতি বছরের মে মাসের শুরু থেকে মণিপুর রাজ্যে ছড়িয়ে পড়ে জাতিগত সহিংসতা। এখন পর্যন্ত চলমান সংঘাতে দেড় শতাধিক প্রাণ হারিয়েছেন। ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন ৫০ হাজারের বেশি মানুষ। সূত্র: দৈনিক বাংলা।

পারমাণবিক কর্মকাণ্ড বেড়েছে শক্তিধর তিন দেশে

রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীন—এই তিন দেশের পারমাণবিক পরীক্ষাকেন্দ্রগুলোয় সাম্প্রতিক কয়েক বছরে নতুন স্থাপনা নির্মাণ ও সুড়ঙ্গ খনন বেড়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন। তাদের কাছে এসম্পর্কিত বিশেষ স্যাটেলাইট চিত্র আছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। এমন এক সময়ে এ ধরনের কর্মকাণ্ড বেড়েছে, যখন পারমাণবিক শক্তির অধিকারী প্রধান তিন দেশের মধ্যে কয়েক দশকের উত্তেজনা চরমে পৌঁছেছে। যদিও এর অকাট্য প্রমাণ নেই যে দেশ তিনটি আসন্ন কোনো পারমাণবিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে। তবে একজন পরমাণু বিস্তার রোধবিষয়ক বিশেষজ্ঞের পাওয়া ও সরবরাহ করা ওই চিত্রগুলো স্পষ্টতই ইঙ্গিত দেয়, মাত্র কয়েক বছরের ব্যবধানে ওই তিন দেশে তিনটি পারমাণবিক নিরীক্ষাকেন্দ্রের সম্প্রসারণ ও আধুনিকায়ন করা হয়েছে। এর মধ্যে চীন পরিচালিত সুদূর পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং অঞ্চলের একটি, রাশিয়া পরিচালিত আর্কটিক মহাসাগরের দ্বীপপুঞ্জের একটি এবং যুক্তরাষ্ট্র পরিচালিত নেভাদা মরুভূমির একটি পারমাণবিক কেন্দ্র রয়েছে।গত তিন থেকে পাঁচ বছরের মধ্যে পাওয়া স্যাটেলাইটে চিত্র বিশ্লেষণ করে মিডলবারি ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজের জেমস মার্টিন সেন্টার ফর ননপ্রলিফারেশন স্টাডিজের সহযোগী অধ্যাপক জেফরি লুইস জানিয়েছেন, গত তিন থেকে পাঁচ বছরে পাহাড়ের নিচে নতুন সুড়ঙ্গ, নতুন রাস্তা এবং সংরক্ষণসুবিধার পাশাপাশি পারমাণবিক কেন্দ্রের ভেতরে-বাইরে গাড়ি আসা-যাওয়া বেড়েছে। সূত্র: আজকের পত্রিকা ।

শান্তির আগে দাবি স্বাধীন ফিলিস্তিন

পশ্চিম এশিয়া তথ্য মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের উদ্যোগে ইসরায়েলের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছায় বাহরাইন ও আরব আমিরাত, যা আব্রাহাম চুক্তি হিসেবে পরিচিত। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই চুক্তির লক্ষ্য ছিল এই দুই আরব দেশ ছাড়াও বাকি আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্কের উন্নয়ন ঘটানো। যদিও ইতিমধ্যে জর্ডান ও মিসরের সঙ্গেও সম্পর্ক স্বাভাবিক আছে ইসরায়েলের। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সবচেয়ে বড় আশা ছিল তেল আবিবের সঙ্গে রিয়াদের সম্পর্কের উন্নয়ন ঘটানো। সাম্প্রতিক সময়ে সেই আশায় নতুন গতি সঞ্চার হয়েছে। সৌদি আরবও চাইছে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে। আরব দেশগুলো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কথা বললেও কাক্সিক্ষত শান্তির জন্য সবচেয়ে বড় সংকটের সমাধান এখনো হয়নি। সেই সংকট হলো ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্ব, স্বাধীনত রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনের অস্তিত্বকে বারবার অস্বীকার করে আসার ইসরায়েলি প্রবণতা। অথচ আব্রাম চুক্তি করা বাহরাইন-আমিরাত কিংবা এই দুই দেশের আগে জর্ডান, মিসরও দাবি করেছিল ফিলিস্তিনে শান্তি ফেরাতেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে তারা। কিন্তু বাস্তবে সেই শান্তি আর আসেনি। এখনো প্রায় প্রতিদিন ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ যাচ্ছে ফিলিস্তিনিদের, হস্তক্ষেপ করা হচ্ছে বাণিজ্যে, স্বাধীন চলাফেরায় এমনকি পবিত্র আল আকসায় ফিলিস্তিনিদের প্রবেশাধিকারও মাঝেমধ্যে খর্ব হচ্ছে। এই যখন পরিস্থিতি তখন ফের আরব বিশ্বের সবচেয়ে প্রভাবশালী সৌদি আরবও বলছে তারা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক উন্নয়নে দিন দিন এগিয়ে যাচ্ছে। এবার বিশ্বমঞ্চে সব পক্ষকে নিজেদের প্রাপ্য মনে করিয়ে দিলেন ফিলিস্তিনি কর্র্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। সূত্র: দেশ রুপান্তর

ইউক্রেনে কেন আর অস্ত্র পাঠাবে না পোল্যান্ড?

ইউক্রেনের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রদের মধ্যে অন্যতম দেশ পোল্যান্ড বলেছে যে তারা আর প্রতিবেশী দেশটিকে অস্ত্র সরবরাহ করবে না। কিয়েভের শস্য রপ্তানি নিয়ে কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে এই সিদ্ধান্ত জানালো পোল্যান্ড। দেশটির প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি বলেন, অস্ত্র সরবরাহের পরিবর্তে আরো আধুনিক অস্ত্র দিয়ে পোল্যান্ড নিজেদেরকে সুরক্ষিত করার উপর জোর দিচ্ছে।পোল্যান্ড এরইমধ্যে ইউক্রেনকে ৩২০টি সোভিয়েত যুগের ট্যাংক এবং ১৪টি মিগ-২৯ যুদ্ধবিমান দিয়েছে। দেশটির কাছে দেয়ার মতো আর খুব বেশি অস্ত্র নেই।যাইহোক, এই পদক্ষেপ দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে কড়া উত্তেজনা চলার সময়েই আসলো।পোল্যান্ড, হাঙ্গেরি এবং স্লোভাকিয়া ইউক্রেনের শস্যের উপর নিষেধাজ্ঞা বাড়ানোর পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির জাতিসংঘে দেয়া ভাষণের কারণে মঙ্গলবার কিয়েভের রাষ্ট্রদূতকে তলব করে পোল্যান্ড। সূত্র; বিবিসি বাংলা।

 

কিশোরের বুদ্ধিতে বাঁচল কয়েকশ ট্রেন যাত্রীর প্রাণ

আট বছরের এক কিশোরের উপস্থিত বুদ্ধিতে বেঁচে গেছে ট্রেনের কয়েকশ যাত্রীর প্রাণ। নিজের জীবনের ঝুঁকি নিয়ে ছোট্ট এই কিশোর যাত্রীবাহী সুপারফাস্ট ট্রেনের কয়েকশ যাত্রীকে রক্ষা করেছে। এ ঘটনা এখন ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল। এতে রীতিমত স্তম্ভিত রেলকর্তারাও। ওই কিশোরের নাম মোরসেলিম শেখ। শক্রবার (২২ সেপ্টেম্বর) ভারতের পশ্চিমবঙ্গের মালদহে এ ঘটনা ঘটেছে।জানা গেছে, দুপুর সাড়ে ৩টায় দুরন্ত গতিতে আপ কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস ছুটে যাচ্ছিল। মালদা জেলার ভালুকা রোড স্টেশনের পেরোতেই বিপত্তি অপেক্ষা করছিল ট্রেনটির জন্য। সেই সময় ট্রেন লাইনের পাশ দিয়ে বাড়ি ফিরছিল আট বছরের এই কিশোর। সে হঠাৎ লক্ষ্য করে আপ লাইনে বেশ কিছু অংশের মাটি সরে গেছে। সূত্র: ঢাকা পোস্ট