আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২৩

‘যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে ভর করছে বিএনপি, লক্ষ্য অক্টোবর’

কালের কণ্ঠের প্রধান শিরোনাম, ‘যুক্তরাষ্ট্রের ভিসানীতিতে ভর করছে বিএনপি, লক্ষ্য অক্টোবর’। এ প্রতিবেদনে বলা হচ্ছে, গত জুলাইয়ে বিএনপির অবস্থান কর্মসূচি সফল না হওয়ায় হতাশ নেতারা কয়েক দিন আগেও পরিস্থিতি উত্তরণের পথ খুঁজছিলেন। তবে মার্কিন ভিসানীতির প্রয়োগ শুরু হওয়ায় এখন প্রেক্ষাপট বদলাতে শুরু করেছে বলে মনে করছেন নেতাকর্মীরা।এর ফলে বিএনপির জন্য চূড়ান্ত আন্দোলনের রাজনৈতিক ক্ষেত্র তৈরি হয়েছে বলে মনে করছেন দলের শীর্ষ পর্যায়ের নেতারা। এই প্রেক্ষাপটে চলমান আন্দোলন আরো জোরদার করার বিষয়ে দলের ভেতরে আলোচনা হচ্ছে। সূত্র: বিবিসি বাংলা।

আজারবাইজান-আর্মেনিয়া সংঘাত: কারাবাখ ছাড়তে শুরু করেছেন জাতিগত আর্মেনীয়রা

বিচ্ছিন্নতাবাদীদের অস্ত্রসমর্পণের পর আজারবাইজানের নাগোরনো-কারাবাখ ছাড়তে শুরু করেছেন জাতিগত আর্মেনীয়রা। গতকাল রোববার আর্মেনীয় শরণার্থীদের একটি দল সীমান্ত পার হয়ে আর্মেনিয়ায় প্রবেশ করে। এর আগে গত বুধবার আজারবাইজানের আকস্মিক অভিযানের মুখে অস্ত্রসমর্পণ ও যুদ্ধবিরতিতে রাজি হয় আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদীরা। বিষয়টি তদারক করছেন সেখানে থাকা রাশিয়ার শান্তিরক্ষীরা।আজারবাইজানের সীমান্তরক্ষীদের পার হয়ে স্বল্পসংখ্যক আর্মেনীয় কোরনিদজোর গ্রামে প্রবেশ করেন। সেখানে তাঁদের নিবন্ধনের কার্যক্রম শেষ করেন আর্মেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মীরা। সূত্র: প্রথম আলো

হরদীপ সিং হত্যা নিয়ে মার্কিন কূটনীতিক
গোয়েন্দা তথ্যেই অভিযোগ আনেন ট্রুডো

গোয়েন্দা জোট ‘ফাইভ আইজ (পাঁচ চোখ)’ নেটওয়ার্কের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডে ভারতের সম্পৃক্ততার অভিযোগ তোলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কানাডার গণমাধ্যম সিটিভি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন কানাডায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিড কোহেন। উল্লেখ্য, ফাইভ আইজ নেটওয়ার্ক হচ্ছে কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের গোয়েন্দা জোট। নজরদারির পাশাপাশি সংকেত পাঠানোর কাজ করে থাকে এই জোট।মার্কিন কূটনীতিক ডেভিড কোহেন বলেন, ফাইভ আইজের অংশীদারদের মধ্যে কিছু তথ্য আদান-প্রদান হয়েছিল। এ কারণে কানাডার নাগরিক হত্যার সঙ্গে ভারত সরকারের সম্ভাব্য সংশ্লিষ্টতার অভিযোগ আনেন ট্রুডো। সূত্র: কালের কণ্ঠ

Nagad

রাশিয়ায় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে শিশুরাও
স্কুলের খেলার মাঠে শেখানো হচ্ছে পরিখা খনন, গ্রেনেড নিক্ষেপ

ভারতীয় চিকিৎসকদের জন্য বিশেষ সুখবর নিয়ে এলো ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিকেল এডুকেশন (ডব্লিউএফএমই)। দেশের পাশাপাশি বিদেশে গিয়েও রোগীদের চিকিৎসা করতে পারবেন দেশটির চিকিৎসকরা। ১০ বছরের জন্য এ ছাড়পত্র দেওয়া হবে তাদের। ইতোমধ্যেই দেশটির ৭০৬টি মেডিকেল কলেজ এ বিশেষ ছাড়পত্র পেয়েছে। এ মেডিকেল কলেজগুলোর এমবিবিএস ডিগ্রি থাকলেই উন্নত দেশগুলোতে এ সেবা দিতে পারবেন। দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। এনডিটিভি। সূত্র: যুগান্তর

আগেই তথ্য পেয়েছিল কানাডা
ফাইভ আইজ হচ্ছে একটি বৈশ্বিক গোয়েন্দা সংস্থা। এর সদস্য দেশ পাঁচটি, কানাডা, আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড

শিখ নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যাকান্ডের বিষয়ে কানাডা আগেই তথ্য পেয়েছিল। আর এ তথ্য অটোয়াকে দিয়েছিল বৈশ্বিক গোয়েন্দা সংস্থা ফাইভ আইজ। সেই সূত্রের ওপর ভিত্তি করেই ভারতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুুডো। চাঞ্চল্যকর এ দাবি করেছেন কানাডায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিড কোহেন। এদিকে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, যদিও আসল তথ্য সংগ্রহের কাজটি কানাডার গোয়েন্দারাই করেছে, তবে যুক্তরাষ্ট্রের দেওয়া তথ্য থেকেই ভারতের জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হয়েছে কানাডা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এ হত্যাকান্ডের তদন্তে কানাডাকে সহায়তা করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন। এ ইস্যুতে ভারতের সঙ্গে কূটনৈতিক সংঘাত এড়ানোর সর্বোচ্চ চেষ্টা করেছেন মার্কিন কর্মকর্তারা। কিন্তু এ হত্যাকান্ডের জন্য ভারতকে দায়ী করার পেছনে মার্কিন গোয়েন্দা তথ্যের বড় ভূমিকা থাকার বিষয়টি প্রকাশ্যে চলে আসায় কানাডা-ভারত কূটনৈতিক দ্বন্দ্বে এখন যুক্তরাষ্ট্রও আটকে গেছে। সূত্র: বাংলাদেশ প্রতিদিন।

থাইল্যান্ডে গিয়ে বৌদ্ধ ভিক্ষুর বেশ, ৭ বাংলাদেশি গ্রেপ্তার

থাইল্যান্ডে ইমিগ্রেশন-সংক্রান্ত যাচাইবাছাই এড়াতে বৌদ্ধ ভিক্ষুর ছদ্মবেশ ধরা সাত বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার থাইল্যান্ডের গণমাধ্যম দ্য থাইগার এ খবর জানিয়েছে। গতকাল রোববার দেশটির দক্ষিণাঞ্চলীয় সোংখলা প্রদেশ থেকে তারা গ্রেপ্তার হন।খবরে বলা হয়, বেনামি সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে থাইল্যান্ডের সোংখলা ইমিগ্রেশন ও হাট ইয়াই ট্যুরিস্ট পুলিশ যৌথ অভিযান চালিয়ে এই সাত ব্যক্তিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা সবাই পুরুষ। তারা মালয়েশিয়া যেতে চেয়েছিলেন। তাদের সবার মাথা কামানো। পরনে ছিল বৌদ্ধ ভিক্ষুর পোশাক। স্থানীয় লোকজনের সঙ্গে মিশে গিয়ে কর্তৃপক্ষের চোখ এড়াতে তারা এই কৌশল নিয়েছিলেন। কর্তৃপক্ষ জানায়, দলটি বাংলাদেশ থেকে ভ্রমণ শুরু করে মিয়ানমার হয়ে থাইল্যান্ডে প্রবেশ করে বলে অনুসন্ধানে জানা গেছে। তাদের বিরুদ্ধে থাইল্যান্ডে অবৈধ প্রবেশের অভিযোগ আনা হয়েছে। সূত্র: সমকাল

দক্ষিণ চীন সাগরের জলসীমায় চীনের ভাসমান বেড়া

দক্ষিণ চীন সাগরের বিতর্কিত জলসীমায় ভাসমান বেড়া বসিয়েছে চীন। গতকাল রোববার এ অভিযোগ তুলে ফিলিপাইন বলেছে, সাগরে ফিলিপাইনের জেলেদের প্রবেশ ও মাছ ধরা ঠেকাতেই চীন এমন কাণ্ড করেছে।বার্তা সংস্থা রয়টার্স জানায়, দক্ষিণ চীন সাগরের স্কারবোয়াফ শোয়াল নামের এলাকার একটি অংশে বসানো হয়েছে এই ভাসমান বেড়া। ফিলিপাইনের কোস্টগার্ডের মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ‘এক্স’ এ তথ্য জানান। মুখপাত্র জানান, শোয়াল দ্বীপ এলাকার জলসীমায় প্রায় ৩০০ মাইল দীর্ঘ ভাসমান বেড়া বসানো হয়েছে। বেড়ার কারণে ফিলিপাইনের জেলেরা মাছ ধরার জন্য সেখানে যেতে পারছেন না। ফিলিপাইনের কোস্টগার্ড এবং মৎস্য ও সামুদ্রিক সম্পদবিষয়ক ব্যুরো চীনের আচরণের তীব্র নিন্দা জানিয়েছে। আন্তর্জাতিক সমুদ্র আইন অনুসারে স্কারবোয়াফ শোয়াল কোনোভাবেই চীনের সার্বভৌম এলাকার মধ্যে পড়ে না দাবি করে ফিলিপাইনের কোস্টগার্ডের মুখপাত্র বলেন, ‘আমাদের সমুদ্র অধিকার ও মেরিটাইম ডোমেইন রক্ষার স্বার্থে এই ইস্যুতে ফিলিপাইনসহ দক্ষিণ চীন সাগরের উপকূলবর্তী অন্যান্য দেশের সরকারকে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানাচ্ছি।’ সূত্র: দৈনিক বাংলা।

চীনে কয়লা খনিতে আগুন, নিহত ১৬

চিনের একটি কয়লা খনিতে অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত হয়েছেন। রোববার (২৪ সেপ্টেম্বর) দক্ষিণ-পশ্চিম চীনের গুইঝো প্রদেশে ওই কয়লা খনিতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এই ঘটনায় পানঝৌ শহরের সমস্ত কয়লা খনিতে একদিনের জন্য উৎপাদন স্থগিত করা হয়েছে। খবর এপির। প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সকালে সানজিয়াওশু কয়লা খনিতে আগুনের সূত্রপাত হয়। পানঝৌ সিটি সরকারের ওয়েবসাইটে পোস্ট করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘কনভেয়ার বেল্টে আগুন লেগেছিল বলে প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে এবং আগুনের ফলে ১৬ জন লোক খনিতে আটকা পড়েছিল।’ অবশ্য অগ্নিকাণ্ডে ঠিক কী ক্ষতি হয়েছে বা কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে সে সম্পর্কে বিজ্ঞপ্তিতে বিশদ কোনও বিবরণ দেওয়া হয়নি। সূত্র্র: দেশ রুপান্তর

নিউইয়র্কে জুমার খুতবা দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির একটি মসজিদে জুমার নামাজের খুতবা দিয়েছেন। শুক্রবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্ক সিটির প্রথম মসজিদ ইসলামিক কালচারাল সেন্টারে (আইসিসিএনওয়াই) এই খুতবা দেন তিনি। খবর ফ্রি মালয়েশিয়া টুডের। প্রতিবেদনে বলা হয়, আনোয়ার ইবরাহিম জাতিসংঘের ৭৮তম অধিবেশনে অংশ নিতে এখন নিউইয়র্কে অবস্থান করছেন। শুক্রবার জুমার নামাজে অংশ নিতে নিউইয়র্ক সিটির প্রথম মসজিদে যান তিনি। তারপর জুমার আগে তিনি খুতবা দেন এবং সেখানে নামাজ আদায় করেন। নামাজ শেষে এক ব্যক্তি তার হাতে কালেমা শাহাদাত পাঠ করে ইসলাম গ্রহণ করেন।
এ সময় উপস্থিত মুসল্লিদের উদ্দেশে আনোয়ার ইবরাহিম বলেন, আমরা সব সময় চেষ্টা করি পারস্পরিক সহনশীলতা প্রচার করার। অন্যদের সংস্কৃতি ও ধর্ম বোঝার প্রয়োজনীয়তাও তুলে ধরেছি আমরা। এর কারণ হচ্ছে সমাজে শান্তি ও সম্প্রীতির সঙ্গে বসবাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ এসব উপকরণ। সূত্র: কালবেলা।

গৌতম বুদ্ধের জন্মস্থান যেভাবে খুঁজে পান এক বাঙালি

জানুয়ারি মাসের ২৩ তারিখ, ১৮৯৮ সাল। ব্রিটিশ ভারতের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ আর অউধের মুখ্য বাস্তুকার সি ডব্লিউ উডলিং ও ফৈজাবাদের কমিশনার ভিনসেন্ট স্মিথের নির্দেশ পেয়ে লক্ষ্ণৌ থেকে নেপালের তরাই অঞ্চলের দিকে রওনা দিলেন পূর্ণচন্দ্র মুখার্জী। তিনি সেই সময়ে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের পুরাতত্ত্ব বিভাগে কাজ করতেন। সেটা ছিল ওই বিভাগে তার দ্বিতীয়বার যোগদানের পর্ব।পুরাতত্ত্ব বিভাগে প্রথম পর্বে যে পুরাতত্ত্ববিদ ড. এ ফুহয়ারের সহকারী ছিলেন মি. মুখার্জী, তারই অনুযোগে সেবারের চাকরী হারিয়েছিলেন পূর্ণচন্দ্র। অথচ, সেই পুরাতত্ত্ববিদেরই এক ‘আবিষ্কার’ নিয়ে উপরমহলে গুরুতর সন্দেহ হওয়ায় চাকরি হারাতে হয় ড. ফুহয়ারকে। আর সেই তথাকথিত আবিষ্কারের সত্যতা যাচাইয়ের এবং সঠিক তথ্যানুসন্ধানের দায়িত্ব পড়ে পূর্ণচন্দ্র মুখার্জীর ওপরে।ফৈজাবাদের কমিশনার ভিনসেন্ট স্মিথ মি. মুখার্জীকে দায়িত্ব দেন প্রাচীন কপিলাবস্তু এবং গৌতম বুদ্ধের জন্মস্থান লুম্বিনী উদ্যানের সঠিক অবস্থান খুঁজে বার করার। সূত্র: বিবিসি বাংলা।