আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:০৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২৩

নতুন নিয়ম
ভবিষ্যতের জন্য ডলার বুকিং, দাম হবে ১২৩ টাকা ৩৫ পয়সা

বাংলাদেশ ব্যাংক ডলারের ভবিষ্যৎ দাম (ফরওয়ার্ড রেট) নির্ধারণে নতুন নিয়ম চালু করেছে। এ জন্য বেঁধে দেওয়া হয়েছে সর্বোচ্চ হারও। নতুন নিয়মে এক বছর পর ব্যাংক ডলারের দাম বর্তমানের চেয়ে স্মার্ট হারের সঙ্গে সর্বোচ্চ ৫ শতাংশ পর্যন্ত বেশি নিতে পারবে। গতকাল রোববার এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়ম চালু করেছে কেন্দ্রীয় ব্যাংক। যে পদ্ধতির ওপর ভিত্তি করে এখন ঋণের সুদহার নির্ধারিত হচ্ছে, সেটি পরিচিত স্মার্ট বা সিক্স মান্থস মুভিং অ্যাভারেজ রেট অব ট্রেজারি বিল হিসেবে। প্রতি মাসের শুরুতে এই হার জানিয়ে দেয় বাংলাদেশ ব্যাংক। জুলাইয়ে স্মার্ট রেট ছিল ৭ দশমিক ১০ শতাংশ। আগস্টে তা বেড়ে হয়েছে ৭ দশমিক ১৪ শতাংশ, যা চলতি সেপ্টেম্বরেও অপরিবর্তিত রয়েছে।কেউ এখন ভবিষ্যতের জন্য ডলারের বুকিং দিয়ে রাখলে তাঁকে এক বছর পর প্রতি ডলারে ১২৩ টাকা ৩৫ পয়সা পরিশোধ করতে হবে। আর মাসভিত্তিক দাম হলে তা মাস হিসাবেই কমে আসবে। বর্তমানে আমদানিতে ডলারের দাম ১১০ টাকা। সূত্র: প্রথম আলো

ভিসানীতিতে ভর করছে বিএনপি, লক্ষ্য অক্টোবর
যুক্তরাষ্ট্রের ভিসানীতির প্রয়োগ শুরু হওয়ায় বিএনপির জন্য চূড়ান্ত আন্দোলনের রাজনৈতিক ক্ষেত্র তৈরি হয়েছে বলে মনে করছেন দলের শীর্ষ পর্যায়ের নেতারা। এই প্রেক্ষাপটে চলমান আন্দোলন আরো জোরদার করার বিষয়ে দলের ভেতরে আলোচনা হচ্ছে। দলটির একাধিক সূত্র জানিয়েছে, আগামী ৫ অক্টোবর চলমান কর্মসূচি শেষ হওয়ার পর আরো শক্তভাবে মাঠে নামতে চায় বিএনপি। এ যাত্রায় ভিসানীতি প্রয়োগের সুযোগ কাজে লাগিয়ে অক্টোবরের মাঝামাঝি থেকে কঠোর কর্মসূচি দেওয়া হতে পারে।তবে ভিসানীতির প্রয়োগে বিরোধী দলের সদস্যদের অন্তর্ভুক্ত থাকার বিষয়টি নিয়ে দলের নেতারা তেমন বিচলিত নন বলে জানান। নেতারা বলছেন, বিরোধী দল মানে শুধু বিএনপি নয়।গত ২৯ জুলাই ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচিতে কাঙ্ক্ষিত সফলতা না পেয়ে হতাশ ছিলেন দলের শীর্ষ পর্যায়ের নেতারা। কয়েক দিন আগেও পরিস্থিতি উত্তরণের পথ খুঁজছিল দলটি। সূত্র: কালের কণ্ঠ

ভিসানীতি নিয়ে বিতর্কে আ.লীগ-বিএনপি
মার্কিন ভিসানীতির প্রয়োগ নিয়ে বিতর্কে লিপ্ত হয়েছে আওয়ামী লীগ ও বিএনপি। গণতান্ত্রিক নির্বাচনি প্রক্রিয়ায় বাধা দিলে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র। এরই মধ্যে ভিসানীতির প্রয়োগ শুরু হয়েছে বলে যুক্তরাষ্ট্রের তরফে ঘোষণা দেওয়া হয়েছে। এমন ঘোষণার পরপরই দুই বড় রাজনৈতিক দলের মধ্যে শুরু হয়েছে বিতর্ক। ক্ষমতাসীন আওয়ামী লীগ বলছে, বিএনপি ও তাদের জোটভুক্ত দলগুলো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন করছে। তারা সংবিধানের আওতায় বর্তমান সরকারের অধীনে নির্বাচন হতে দেবে না। নির্বাচন প্রতিহত করার লক্ষ্যে বিএনপি সহিংসতার আশ্রয় নিতে পারে। ফলে ভিসানীতি তাদের বিরুদ্ধে প্রয়োগ হওয়া উচিত।
অপরদিকে, বিএনপি নেতারা বলছেন, ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা বিগত দিনে সুষ্ঠু ভোটে বাধা দিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী, আমলাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষে কাজ করে সুষ্ঠু নির্বাচনের জন্য বাধা সৃষ্টি করে। তাই তাদের বিরুদ্ধে ভিসানীতির প্রয়োগ হলে আওয়ামী লীগের ওপর প্রভাব পড়বে বেশি। এছাড়াও, আইনশৃঙ্খলা বাহিনী বিরোধী দলের সভা-সমাবেশে বাধা দিলে কিংবা ভয়-ভীতি সৃষ্টি করলে ভিসা নিষেধাজ্ঞায় পড়বে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আওয়ামী লীগ ও বিএনপির রাজনীতিতে ভিসানীতি এখন নতুন ইস্যু হয়ে উঠেছে। দুই দলই এই ইস্যুতে পরস্পরবিরোধী বক্তব্য রাখছে। ভিসানীতি প্রয়োগ হলেও সংবিধান অনুযায়ী নির্বাচন করতে বদ্ধপরিকর আওয়ামী লীগ। ভিসানীতির কারণে বিএনপি কিছুটা উল্লসিত। বিএনপি বর্তমান সরকারের অধীনে নির্বাচনে অংশ নেবে না। ভিসানীতির কারণে সরকার চাপে পড়বে বলে বিএনপির নীতিনির্ধারকরা মনে করেন। সূত্র: যুগান্তর

যে কোনো পরিস্থিতিতে প্রস্তুত ইসি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ করেছে নির্বাচন কমিশন। এখন অপেক্ষা শুধুই নির্বাচনের তফসিল ঘোষণার। নির্বাচন কমিশন বলছে, নভেম্বরের শুরুতে তফসিল দিয়ে ডিসেম্বরের শেষ বা জানুয়ারির শুরুতে ভোট করার কথা। এদিকে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দিকে চোখ ইসির। সব দলকে নির্বাচনে আনতে সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। তফসিল ঘোষণার পরের অনেক কাজও এবার আগেভাগে শেষ করছে সাংবিধানিক এ সংস্থটি। ইতোমধ্যে ভোট কেন্দ্র চূড়ান্ত করা হয়েছে। নির্বাচনী মালামালও কেনাকাটা প্রায় শেষ দিকে। নভেম্বরের মধ্যেই সব মালামাল ইসির হাতে এসে পৌঁছবে। অক্টোবরেই নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু হবে। ভোটে অধিক সংখ্যক বিদেশি পর্যবেক্ষক আনতে যোগাযোগ চলছে। বাড়ানো হচ্ছে স্থানীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থার সংখ্যাও। ৩০০ আসনের আসনভিত্তিক ভোটার তালিকা ২ নভেম্বরের মধ্যে চূড়ান্ত করা হবে। এ ছাড়া অনলাইনে মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাই, ভোটার নম্বর ও ভোট কেন্দ্র জানার জন্য নির্বাচনী অ্যাপ প্রস্তুত রয়েছে। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে উদ্বোধন করা হবে। ইসির কর্মকর্তারা বলছেন, সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা থেকে ভোট গ্রহণের তারিখ পর্যন্ত ৬০-৭০ দিন হাতে রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে। সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করা এবং রিটার্নিং অফিসার থেকে সব পর্যায়ের নির্বাচন কর্মকর্তাদের কর্মকান্ড সঠিকভাবে পরিচালনার জন্য এবারে বেশি সময় দেওয়া হবে। ইসির হিসাব অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানের জন্য আর ১০০ দিনের মতো সময় আছে। সূত্র: বিডি প্রতিদিন।

Nagad

র‍্যাব-ডিবির পোশাকে কারা করছে ছিনতাই
রাজধানীর মোহাম্মদপুরের রিং রোড। ডাচ্-বাংলা ব্যাংক থেকে টাকা তুলে পূবালী ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন মো. ইস্রাফিল। ১৭ সেপ্টেম্বর দুপুর পৌনে ২টার দিকে হঠাৎ তাঁর সামনে দাঁড়ায় একটি প্রাইভেটকার। র‍্যাবের জ্যাকেট পরা দু’জন গাড়ি থেকে নেমে ইস্রাফিলের ব্যাগে কী, জানতে চায়। এক পর্যায়ে মারধর ও জোর করে প্রাইভেটকারে তুলে পিঠমোড়া করে তাঁর হাতে হ্যান্ডকাফ পরানো এবং গামছা দিয়ে চোখ বাঁধা হয়। গুলি করে হত্যার হুমকি দিয়ে ইস্রাফিলের ব্যাগে থাকা ৫ লাখ ৩৫ হাজার ও পকেটের আড়াই হাজার টাকা ছিনিয়ে নেয় তারা। এর পর সোয়া ২টার দিকে শেরেবাংলা নগরের গণভবন সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে তাঁকে নামিয়ে দিয়ে দ্রুত চলে যায় প্রাইভেটকারটি। শুধু এটি নয়, একই আদলে রাজধানীর উত্তরা, কেরানীগঞ্জ, গাজীপুরের কালিয়াকৈর ও টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক থেকে মোটা অঙ্কের অর্থ ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া হয়েছে। এর পেছনে কারা রয়েছে, তা শনাক্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সংস্থা তদন্তে নেমেছে। জড়িতরা প্রকৃত র‍্যাব সদস্য, নাকি পেশাদার কোনো অপরাধী চক্র র‍্যাবের জ্যাকেট পরে অপকর্ম করছে, তা বের করতে ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরাসহ প্রযুক্তিগত তদন্ত করছে। তবে ঢাকা ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাকে এ ধরনের ঘটনায় দেখা দিয়েছে আতঙ্ক। একের পর এক ছিনতাইয়ের শিকার ভুক্তভোগীরা থানায় মামলাও করেছেন। সর্বশেষ গত বৃহস্পতিবার সকালে রাজধানীর পল্টনের আইএফআইসি ব্যাংকের ভেতর থেকে এক যুববকে টেনেহিঁচড়ে বের করে ২১ লাখ ৫ হাজার টাকা ছিনিয়ে নেন পুলিশের দুই সদস্য। সূত্র: সমকাল

দক্ষিণ কোরিয়ার সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনে আগ্রহী ঢাকা

দক্ষিণ কোরিয়ার সঙ্গে আরও ঘনিষ্ঠ সহযোগিতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গঠনের স্বপ্ন বাস্তবায়নে তাৎপর্যপূর্ণভাবে সাহায্য করবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। গতকাল রোববার সন্ধ্যায় কোরিয়া প্রজাতন্ত্রের (আরওকে) জাতীয় প্রতিষ্ঠা দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী কোরিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক, দূতাবাসের কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার সম্প্রদায়কে অভিনন্দন জানান।সোমবার ইউএনবির প্রতিবেদনে বলা হয়েছে, দেশের স্বাধীনতার খুব প্রাথমিক পর্যায়ে ১৯৭২ সালের ১২ মে বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে দক্ষিণ কোরিয়ার স্বীকৃতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।
শাহরিয়ার আলম ৫০ বছরের গৌরবময় দ্বিপক্ষীয় সম্পর্কের কথা উল্লেখ করেন এবং আরও গভীর, সবক্ষেত্রে সহযোগিতা তৈরি করে এই বন্ধুত্বকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। সূত্র: দৈনিক বাংলা।

চলেই গেলেন সেই ভুবন

তেজগাঁওতে সন্ত্রাসীদের ছোড়া গুলিতে আহত ভুবন চন্দ্র শীল (৫২) মারা গেছেন। আজ সোমবার সকাল সাড়ে ১০টার কিছু পরে রাজধানীর ধানমন্ডির বেসরকারি একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সেখানে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের শ্যালক তাপস মজুমদার। গত সোমবার রাত ১০টার দিকে তেজগাঁও শিল্প এলাকার বিজি প্রেসের সামনের রাস্তায় শীর্ষ সন্ত্রাসী তারিক সাঈদ ওরফে মামুনের প্রাইভেট কার লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে একদল সন্ত্রাসী। সেই সময় ওই পথ দিয়ে মোটরসাইকেলে করে আরামবাগে নিজের বাসার পথে থাকা ভুবন মাথায় গুলিবিদ্ধ হন।পরে গত শনিবার দিবাগত রাতে ভুবনের মস্তিষ্কে অস্ত্রোপচার চলে। অস্ত্রোপচার সফল হয়েছে কি না, তা ৭২ ঘণ্টা পর্যবেক্ষণ করার পর জানানো হবে বলে জানিয়েছিলেন চিকিৎসকেরা। তবে গতকাল রোববার বেলা ১১টা থেকে তার অবস্থার অবনতি হতে থাকে। সূত্র: রুপান্তর

বিচার বিভাগও ভিসানীতিতে পড়বে কিনা, জানালেন মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার সঙ্গে জড়িত সরকারি দল, বিরোধী দল ও আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমের পর এবার বিচার বিভাগ ভিসানীতিতে যুক্ত হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। গতকাল রোববার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকারে এ সতর্কবার্তা দেন তিনি।পিটার হাস বলেন, ‘এখন দেখার বিষয়— কতটা নিরপেক্ষভাবে বিচারকার্য পরিচালিত হচ্ছে। প্রভাবমুক্তভাবে বিচারকার্য চলছে কিনা।’ একই সঙ্গে তিনি বলেন, ‘এটি কোনো স্বাধীন দেশের ওপর হস্তক্ষেপ নয়।’ সূত্র: কালবেলা।

বাংলাদেশের ইলিশ নিয়ে যে সমস্যা ভারতের মাছ ব্যবসায়ীদের

বাংলাদেশ থেকে ভারতে যে প্রায় চার হাজার মেট্রিক টন ইলিশ পাঠানো হবে, সেই আমদানির সময়সীমা একেবারেই অপ্রতুল বলে মনে করছেন ভারতের ইলিশ আমদানিকারকরা। তারা বলছেন ইলিশ ধরার ওপরে যে নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ, ভারতে আমদানির সময়সীমার মধ্যেই সেটা শুরু হয়ে যাবে। তাই তারা প্রকৃতপক্ষে মাত্র ২২ দিন সময় পাবেন এই বিপুল পরিমাণ ইলিশ আনতে। ইলিশ ধরার নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরে যাতে বাকি পরিমাণ ইলিশ আনা যায়, সেই অনুরোধ করে কলকাতার বাংলাদেশ উপ-দূতাবাসকে চিঠি পাঠিয়েছেন তারা। বৃহস্পতিবার রাতে বাংলাদেশি ইলিশের প্রথম চালানটি কলকাতায় পৌঁছেছে এবং শুক্রবার থেকেই তা কলকাতার বাজারে বিক্রি হতে শুরু করেছে। সূত্র: বিবিসি বাংলা।

 

‘তোমাদের আরিফ ভাইয়া’ গ্রুপের প্রধান গ্রেপ্তার

রাজধানীর মিরপুরের কিশোর গ্যাং প্রধান মো. আরিফ মিয়া (২৩) কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি মিরপুরের কিশোর গ্যাং ‘তোমাদের আরিফ ভাইয়া’ গ্রুপের প্রধান। এসময় তার তিন সহযোগীকেও গ্রেপ্তার করা হয়। তারা হলেন– হৃদয় (২০), মো. আলম (১৯) ও মো. রমজান (১৯)।রোববার (২৪ সেপ্টেম্বর) রাতে মিরপুর মডেল থানাধীন জার্মান টেকনিক্যালের সামনে থেকে আরিফকে গ্রেপ্তার করা হয়।