আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:১৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২৩

ইউক্রেনীয় নাৎসির প্রশংসা করে সমালোচনার মুখে কানাডার স্পিকারের পদত্যাগ

সমালোচনার মুখে কানাডার পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের স্পিকার অ্যান্থনি রোটা পদত্যাগ করেছেন। অ্যাডলফ হিটলারের নাৎসি বাহিনীর হয়ে যুদ্ধ (দ্বিতীয় বিশ্বযুদ্ধ) করা এক ইউক্রেনীয় ব্যক্তিকে কানাডার পার্লামেন্টে আমন্ত্রণ জানিয়েছিলেন রোটা। এমনকি এই ইউক্রেনীয় ব্যক্তির প্রশংসাও করেছিলেন তিনি। এর জেরে রোটা তীব্র সমালোচনার মুখে পড়েন। তিনি ক্ষমা চেয়ে বিবৃতি দেন।রোটা ক্ষমা চাওয়া সত্ত্বেও সমালোচনা থামছিল না। তাঁর পদত্যাগের দাবি ওঠে। প্রথমে পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছিলেন রোটা। পরে তিনি রাজধানী অটোয়ায় দলীয় নেতাদের সঙ্গে দেখা করে গতকাল মঙ্গলবার পদত্যাগ করেন। সূত্র: প্রথম আলো

সীমান্তের কাছে বিস্ফোরণে নিহত ২০
দলে দলে কারাবাখ ছাড়ছে আর্মেনীয়রা

কয়েক হাজার জাতিগত আর্মেনীয় শরণার্থী গতকাল মঙ্গলবার নাগার্নো-কারাবাখ ছিটমহল ছেড়েছে। টানা উত্তেজনার মধ্যে আজারবাইজানের বিচ্ছিন্নতাকামী অঞ্চলটির সঙ্গে প্রতিবেশী আর্মেনিয়াকে যুক্ত করা পথ লাচিন করিডরে এক ডিপোতে জ্বালানি ভরার সময় বিস্ফোরণে ২০ জন নিহত হয়েছে। এদিকে সংঘাত নিরসনে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে দুই দেশের প্রতিনিধিরা আলোচনায় বসেছেন। কারাবাখের বিচ্ছিন্নতাবাদী সরকার প্রথমে দাবি করেছিল, জ্বালানি তেলের ডিপোতে বিস্ফোরণের ফলে নিহতের সংখ্যা ১৩ ও আহত ২৯০ জনের মতো। এই ঘটনায় গুরুতর আহত বেশ কিছুসংখ্যক লোক চিকিৎসা নিচ্ছে।
গত সপ্তাহে কারাবাখের জাতিগত আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদী যোদ্ধাদের বিরুদ্ধে সফল অভিযান চালায় আজারবাইজান বাহিনী। প্রতিবেশী আর্মেনিয়া এরপর অভিযোগ করছে, আজেরি সরকার কারাবাখের আর্মেনীয় বংশোদ্ভূত অধিবাসীদের ওপর জাতিগত নিধন চালাচ্ছে। সূত্র: কালের কণ্ঠ

রাজধানীতে আজও আওয়ামী লীগ-বিএনপির সমাবেশ

রাজধানীতে আজও কর্মসূচি রয়েছে বড় দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ-বিএনপির। গত সোমবারও (২৫ সেপ্টেম্বর) ঢাকায় পৃথক তিনটি সমাবেশ করে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপি।বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় মিরপুর-১০ নম্বরে শান্তি সমাবেশ করবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। সমাবেশে প্রধান অতিথি থাকবেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী। এছাড়া যোগ দেবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। সূত্র: ইত্তেফাক

Nagad

ট্যাঙ্ক ছেড়ে ট্রাক্টর ধরছে পাকিস্তানের সেনাবাহিনী

পাকিস্তানে সেনাবাহিনীই সব। জন্মের পর থেকে গত সাত দশকের বেশিরভাগ সময় দেশ শাসন করেছে। একদিকে জাতির রক্ষকের দায়িত্ব, আরেকদিকে প্রশাসন সামলানো-উভয় ভ‚মিকাই পালন করতে অভ্যস্ত দেশটির সশস্ত্র বাহিনী। এবার একেবারেই নতুন এক ভ‚মিকায় অবতীর্ণ হতে যাচ্ছে পাক সামরিক বাহিনী। সেটা আর কিছুই নয়, ট্যাঙ্ক ছেড়ে এবার ট্রাক্টর ধরছে সেনারা। এককথায় কৃষিকাজে নামছে সেনাবাহিনী। শিগগিরই তাদের ট্রাক্টর নিয়ে জমি চাষ করতে দেখা যাবে বলেই মনে করা হচ্ছে। গত কয়েক বছর ধরে পাকিস্তান যে অর্থনৈতিক দুর্দশা ও খাদ্য সংকটের মধ্যদিয়ে যাচ্ছে তা মোকাবিলা করতেই চাষাবাদের পরিকল্পনা করছে পাক সেনা। কয়েক বছর ধরেই বেহাল পাকিস্তানের অর্থনীতি। দেখা দিয়েছে খাদ্য সংকটও। খাবার নেই গরিবের ঘরে। কিছুদিন পরপরই ধরনা দিচ্ছে ধনি দেশ ও ঋণদাতা সংস্থাগুলোর দুয়ারে। যার কিছুটা প্রভাব পড়েছে সেনাবাহিনীতেও। আর তাই খাদ্য উৎপাদন বাড়াতেই মাঠে নামছে সেনাবাহিনী। পরিকল্পনা অনুযায়ী, সেনাবাহিনী পাক অধিকৃত পাঞ্জাবের ১০ লাখ একর বা ৪ লাখ ৫ হাজার হেক্টর জমি অধিগ্রহণ করার পরিকল্পনা হাতে নিয়েছে। জমির এই পরিমাণ আকারে ভারতের রাজধানী দিলি­ শহরের তিন গুণেরও বেশি বলে প্রতিবেদনে উলে­খ করা হয়েছে। পাশাপাশি আরও ১ লাখ ১০ হেক্টর সরকারি জমি অধিগ্রহণের সিদ্ধান্ত হয়েছে। সূত্র: যুগান্তর

মার্কিন আব্রামস ট্যাংকও জ্বালিয়ে দিবো, কাজে আসবে না এটিএসিএমএস ক্ষেপণাস্ত্রও: রাশিয়া

যুক্তরাষ্ট্রের তৈরি বৃহদাকার এমওয়ান আব্রামস ট্যাংক ও এটিএসিএমএস ক্ষেপণাস্ত্রও যুদ্ধক্ষেত্রে তেমন কোনো পরিবর্তন আনবে না বলে মন্তব্য করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি মঙ্গলবার মস্কোয় সাংবাদিকদের বলেছেন, ইউক্রেনকে এর আগে পাশ্চাত্যের দেওয়া যুদ্ধাস্ত্রের ভাগ্যে যা ঘটেছে নতুন করে প্রদান করা আব্রামস ট্যাংকের ভাগ্যেও সেই একই পরিণতি অপেক্ষা করছে।সোমবার আব্রামস ট্যাংকের প্রথম চালান ইউক্রেনে পৌঁছেছে বলে খবর দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত জানুয়ারি মাসে ইউক্রেনকে ৩১টি আব্রামস ট্যাংক দেওয়ার প্রতিশ্রুতি দেন। সূত্র বিডি প্রতিদিন।

রাশিয়ার অ্যাডমিরালকে হত্যার দাবি ইউক্রেনের
দিব্যি বৈঠক করছেন তিনি!

ইউক্রেনের সামরিক বাহিনী দাবি করেছে, গত সপ্তাহে ক্রিমিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তারা মস্কোর নৌবাহিনীর একজন অ্যাডমিরাল ও ৩৩ জন কর্মকর্তাকে হত্যা করেছে। সোমবার ইউক্রেন কর্তৃপক্ষ দাবি করে। তাদের ভাষ্য, তাদের হামলায় রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিটের কমান্ডার অ্যাডমিরাল ভিক্টোর সকোলভ গত সপ্তাহে সেভাস্তোপোলে এক হামলায় নিহত হয়েছেন। কিন্তু দাবির ২৪ ঘণ্টা না জেতেই গতকালই দেখা গেছে তিনি পুরোপুরি সুস্থ আছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়মিত বৈঠকেও উপস্থিত হন তিনি। এ খবর দিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। খবরে বলা হয়, ভিক্টোর সকোলভ ক্রিমিয়া অঞ্চলে রাশিয়ার শীর্ষ অ্যাডমিরাল। তার দায়িত্বেই রয়েছে দেশটির গুরুত্বপূর্ণ ব্ল্যাক সি ফ্লিট। তাকে হত্যার দাবি করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছিল ইউক্রেন। যদিও এক দিনের মাথায়ই তাকে দেখা গেল নিয়মিত বৈঠকে অংশ নিচ্ছেন। সূত্র্র: বিডি নিউজ

তত্ত্বাবধায়কের ‘মাইনাস ওয়ান’ তত্ত্ব

১৪ আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবসে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন আনোয়ার-উল-হক কাকার। অথচ এ পদের জন্য তার নাম প্রস্তাব করেনি কোনো রাজনৈতিক দল। তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বাছাই তালিকায় তৎকালীন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও বিরোধীদলীয় নেতা রাজা রিয়াজ যে তালিকা করেছিলেন, তাতে কাকারের নামই ছিল না বলে পাকিস্তানি একাধিক সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছিল। মূল দায়িত্ব নির্বাচন আয়োজন করা হলেও কাকার ক্ষমতা গ্রহণ করেই পাকিস্তানের জ¦ালানি ও বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নেন। যদিও অর্থনৈতিকভাবে বিপর্যস্ত পাকিস্তানকে দাম বাড়ানোর শর্ত আগেই দিয়ে রেখেছিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। কাকার শুধু সেসব পূরণ করছেন। এর মধ্যেই পাকিস্তানে সাধারণ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। কিন্তু আসন্ন নির্বাচনে বড় ব্যবধানে জয়ের আশা করা পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খান কারাগারে বন্দি। ইমরান বরাবরই দাবি করে এসেছেন, তার প্রতি পাকিস্তানিদের সমর্থন সবচেয়ে বেশি। এখন তিনি যখন কারাগারে তখন তাকে বাদ দিয়ে পাকিস্তানে সুষ্ঠু নির্বাচন সম্ভব কি না, এমন প্রশ্ন জাগছে। তবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক কাকার সাফ বলে দিলেন, ইমরানকে ছাড়াই -সূত্র: দেশ ‍রুপান্তর

তিন দশক পর ফিলিস্তিনে সৌদি প্রতিনিধি দল

ইসরায়েল-ফিলিস্তিন সম্পর্ক স্বাভাবিক করতে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীরে প্রতিনিধিদল পাঠিয়েছে সৌদি আরব। ১৯৯৩ সালে স্বাক্ষর হওয়া ঐতিহাসিক অসলো চুক্তির পর এটাই এ ধরণের প্রথম কোনো সফর। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। সম্পর্ক স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনায় যুক্ত হওয়া রিয়াদ তিন দশকের মধ্যে প্রথমবারের মতো সেখানে প্রতিনিধি পাঠালো। সূত্র: ইত্তেফাক

‘যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজারে কমছে পোশাক রপ্তানি’

মানবজমিনের প্রধান খবর, ‘যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজারে কমছে পোশাক রপ্তানি’। প্রতিবেদনে বলা হচ্ছে, বাংলাদেশের প্রধান দুই বাজার উত্তর আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নে সামগ্রিক পোশাক রপ্তানি আশঙ্কাজনক হারে কমেছে। চলতি বছরের প্রথম সাত মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে এক-তৃতীয়াংশ ও ইউরোপের বাজারে কমেছে সাড়ে ১৪ শতাংশ। দেশের মোট রপ্তানির প্রায় ৮০ শতাংশ যায় এ দুই বাজারে। এ দুটি বাজারে কোন কারণে অস্থিতিশীলতা তৈরি হলে তার বিরূপ প্রভাব বাংলাদেশের পোশাক শিল্পে পড়ে। মঙ্গলবার তৈরি পোশাক খাতের চলমান পরিস্থিতি নিয়ে পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিজিএমইএর সভাপতি ফারুক হাসান। সূত্র: বিবিসি বাংলা।

জালিয়াতির মামলায় ট্রাম্পকে দায়ী করল আদালত

জালিয়াতির মামলায় দায়ী হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউইয়র্কের ম্যানহাটনের একটি আদালতের এক বিচারক তাকে অভিযুক্ত করেন। খবর রয়টার্সের।আদালতের অভিযোগ, সাবেক এ মার্কিন প্রেসিডেন্ট এবং তার পরিবার জালিয়াতির মাধ্যমে নিজেদের সম্পদ ও সম্পত্তির ভ্যালু বাড়িয়েছেন। আদালতের এমন অভিযোগের ফলে রাজ্যে ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনায় জটিলতার মুখোমুখি হতে পারেন তিনি। ম্যানহাটনের বিচারপতি আর্থার অ্যাঙ্গরোন সাবেক এ মার্কিন প্রেসিডেন্টকে জালিয়াতির মামলায় দায়ী করেন। আগামী ২ অক্টোবর বিষয়টি নিয়ে এটর্নি জেনারেল লেটিয়া জেমসের আদালতে শুনানির জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে। সূত্র: কালবেলা্