বঙ্গবন্ধু কন্যা এই বাংলার অপরাজেয় শক্তি: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘শেখ হাসিনা দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন। ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করেছেন। বঙ্গবন্ধু কন্যা এই বাংলার অপরাজেয় শক্তি। তাকে কোনো অপশক্তি দমাতে পারবে না। ১৪ দলের সবাই মিলে দেশবিরোধী শক্তিকে প্রতিহত করবে।’
বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা নিতে হলে ‘কারাগারে ফিরে যেতে হবে’ বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য দিয়েছেন, সেটিই সরকারের সিদ্ধান্ত বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী ।


আজ রোববার (১ অক্টোবর) বিকাল ৫টায় ফেনীর ছাগলনাইয়া শহীদ মিনার চত্বরে ১৪ দলের জনসভায় তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী কামাল বলেন, ‘খালেদা জিয়াকে জেলে গিয়ে আইনি প্রক্রিয়ায় বিদেশে যেতে হবে। প্রধানমন্ত্রী ইতিমধ্যে ভয়েস অব আমেরিকাতে এ বিষয়ে বক্তব্য দিয়েছেন। সেটিই সরকারের সিদ্ধান্ত।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার যারা চায়, তারা সেই সময়ে দেড় কোটি ভুয়া ভোটার তৈরি করেছিলেন। সেই তারাই দুপুরের মধ্যে ভোট শেষ করে ক্ষমতায় গিয়েছিল। যেখানে শেখ হাসিনা আছে–সেখানে পেশি শক্তি টিকবে না।’
জনসভায় বিশেষ অতিথি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, জাসদের সভাপতি সংসদ সদস্য হাসানুল হক ইনু, শিক্ষা উপমন্ত্রী সাংসদ মুহিবুল হাসান চৌধুরী নওফেল, সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, চট্টগ্রাম মহানগর ১৪ দলের সমন্বয়ক খোরশেদ আলম সুজন, বাসদের সভাপতি রেজাউর রশীদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য কামরুল আহসান।
আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি পিপি হাফেজ আহমেদ, পরশুরাম উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল মজুমদার, জাসদের জেলা সভাপতি নুরুল আমিন। সঞ্চালনা করেন ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেসবাউল হায়দার চৌধুরী সোহেল।
উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি জিপি প্রিয় রঞ্জন দত্ত, ছাগলনাইয়া পৌরসভার মেয়র মোহাম্মদ মোস্তফা, জেলা আওয়ামী লীগের নেতা মিজানুর রহমান মজুমদারসহ ১৪ দলের নেতৃবৃন্দ।