ভারতের দাপুটে জয়

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২৩

ভারতের দুর্দান্ত বোলিং লাইন আপের বিরুদ্ধে প্রায় পৌনে তিনশ রান তুলেছে তারা। কিন্তু, ভারতের দুই ওপেনার অধিনায়ক রোহিত শর্মা ও ইশান কিশান মিলে লক্ষ্যটাকে মামুলি বানিয়ে ফেলেছেন। বলতে গেলে এক রোহিত শর্মার কাছেই হেরে গেছে আফগানিস্তান। বিশ্বকাপের কয়েকটি রেকর্ড ভাঙার ম্যাচে শুরু থেকে আক্রমণাত্মক মেজাজে খেলা ভারতীয় অধিনায়ক রশিদ-মুজিবদের মনোবল আগেই ভেঙে দিয়েছিলেন। মাত্র ৬৩ বলে সেঞ্চুরি করার পর তিনি থেমেছেন ১৩১ রানে।

এরপর বিরাট কোহলির অর্ধশতক ও ইশান কিষাণের প্রায় ফিফটি ছোঁয়া ইনিংসে ভারতের জয় পাওয়াটা কেবল কিছু সময়ের-ই ব্যাপার ছিল। শেষ পর্যন্ত ৯০ বল ও ৮ উইকেট হাতে রেখেই বিশাল ব্যবধানে টানা দ্বিতীয় জয় পেল ভারত।

ভারতের পক্ষে ৩৯ রান দিয়ে চার উইকেট শিকার করেন বুমরাহ। ৪৩ রানে দুই উইকেট নেন পান্ডিয়া।

সংক্ষিপ্ত স্কোর

আফগানিস্তান : ৫০ ওভারে ২৭২/৮। (গুরবাজ ২১, জাদরান ২২, রহমত ১৬, শহীদি ৮০, ওমর ৬২, নবী ১৯, নাজিব ২, রশিদ ১৬, মুজিব ১০*, নাভিন ৯*; বুমরাহ ১০-০৩৯-৪, সিরাজ ৯-০-৭৬-০, পান্ডিয়া ৭-০-৪৩-২, শার্দুল ৬-০-৩১-১, যাদব ১০-০-৪০-১, জাদেজা ৮-০-৩৮-০)।

ভারত : ৩৫ ওভারে ২৭৩/২। (রোহিত ১৩১, কিশান ৪৭, কোহলি ৫৫*, শ্রেয়াস ২৫* ; ফারুকি ৬-০-৫০-০, মুজিব ৮-০-৬৪-০, নাভিন ৫-০-৩১-০, ওমর ৪-০-৩৪-০, নবী ৪-০-৩২-০, রশিদ ৮-০-৫৭-২ )

Nagad

ফল : ভারত আট উইকেটে জয়ী।