আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর
হামাসের সব সদস্যকে ‘মরতে হবে’, হুঁশিয়ারি নেতানিয়াহুর
ফিলিস্তিনি সংগঠন হামাসের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, হামাসের সব সদস্যকে ‘মরতে হবে’। তাঁদের মৃত্যু নিশ্চিত করবে ইসরায়েল। গতকাল বুধবার এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি নেতানিয়াহু হামাসের বিরুদ্ধ লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন। ইসরায়েলের সংবাদমাধ্যমে নেতানিয়াহুর এ বিবৃতি প্রচার করা হয়েছে। ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে হামাসের হামলার পর ফিলিস্তিনি সংগঠনটির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ইসরায়েল। এরপর এই প্রথম হামাসকে ‘পুরোপুরি নির্মূল’ করার কথা জানালেন নেতানিয়াহু। সূত: প্রথম আলো


সাগরতলে পাওয়া গেল টাইটানের বাকি অংশ
বিখ্যাত টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে সাগরতলে ধ্বংস হওয়া ডুবোযান টাইটানের অবশিষ্ট ধ্বংসাবশেষ এবং আরোহীদের দেহাবশেষ উদ্ধার করেছেন প্রকৌশলীরা। মার্কিন কোস্ট গার্ড গত মঙ্গলবার এ কথা জানিয়েছে। গত জুনে পাঁচজন আরোহী নিয়ে সাগরে ডুব দেওয়ার পর ডুবোযানটি নিখোঁজ হয়। পরে ধ্বংসাবশেষ ও অন্যান্য কারিগরি পরীক্ষায় জানা যায়, নিখোঁজ হওয়ার পর কাঠামোগত ত্রুটির কারণে যানটি বিস্ফোরিত হয়। এতে থাকা পাঁচজন আরোহী প্রাণ হারান। যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ডের কর্মকর্তারা জানান, আটলান্টিক মহাসাগরের তলদেশ থেকে গত সপ্তাহে ডুবোযানটির ধ্বংসাবশেষের বাকি অংশ উদ্ধার করা হয়েছে। সূত্র : এএফপি সূত্র; কালের কণ্ঠ
হামাসের হামলার জন্য প্রস্তুত ছিলেন না নেতানিয়াহু: ট্রাম্প
হামাস সম্ভাব্য হামলা মোকাবেলায় প্রস্তুত না থাকায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সঙ্গে যোগ করেন, তিনি ক্ষমতা থাকলে এমন কিছু ঘটত না। খবর রয়টার্স।ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহুকে উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘তিনি প্রস্তুত ছিলেন না। তিনি প্রস্তুত ছিলেন না এবং ইসরায়েলও প্রস্তুত ছিল না। এবং ট্রাম্পের অধীনে, তাদের প্রস্তুতির দরকার হতো না।’ ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রচারণায় রয়েছেন ট্রাম্প। তিনি আরো বলেন, এ হামলার কারণে নেতানিয়াহু ‘খুব কষ্ট পেয়েছেন’।এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের পররাষ্ট্রবিষয়ক কমিটির চেয়ারম্যান মাইকেল ম্যাককল জানিয়েছেন, হামাসের হামলার তিন দিন আগেই ইসরায়েলকে এ বিষয়ে সতর্ক করেছিল মিসর।কয়েকদিন ধরে ইসরায়েলের গোয়েন্দাদের ব্যর্থতা ব্যাপক আলোচনা রয়েছে। এর মাঝেই মিসরের কর্মকর্তারা জানান, তারা আগেই নেতানিয়াহুকে বার্তা দিয়েছিলেন। সূত্র; বণিক বার্তা ।
ভেস্তে গেল আরব-ইসরায়েল সম্পর্ক উন্নয়ন প্রচেষ্টা
কয়েক বছর ধরেই তুরস্ক থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের অনেক দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে নানা চেষ্টা তদবির করে আসছে। তার সফলতাও দেখা যাচ্ছিল। চলতি মাসেই সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিশ্চিত করেছিলেন, তাদের দুই দেশ ‘প্রতিদিনই একটু একটু করে ঘনিষ্ঠ’ হচ্ছে। সেপ্টেম্বরের শেষদিকে মার্কিন টিভি ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে সালমান দ্বিরাষ্ট্র সমাধানের কথা উল্লেখও করেননি। তিনি বলেছিলেন, ইসরায়েলের সঙ্গে নতুন চুক্তি ‘ফিলিস্তিনিদের প্রয়োজন মেটাবে ও তাদের একটি ভালো জীবনের নিশ্চয়তা দেবে। এর কয়েকদিন আগে মিসর ও তুরস্কও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক উন্নয়নের কৌশলও ঘোষণা করেছিলেন। তবে হঠাৎ করেই সেই প্রেক্ষাপট বদলে গেছে। ইসরায়েলে হামাসের হামলার পর ইসরায়েল ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার যে প্রক্রিয়া চলছিল তার পরিবর্তে এখন ফিলিস্তিনিদের প্রতি নতুন করে আরবদের সমর্থন দেখা যাচ্ছে এবং দ্বি-রাষ্ট্র সমাধানের প্রতি সমর্থন বাড়ছে। ফলে ইসরায়েলে হামলা করে ফিলিস্তিনিদের বিষয়টি আবার সামনে নিয়ে আসা যে, হামাসের একটি বড় সাফল্য- সেটা বললে অত্ত্যুক্তি হবে না। ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, জার্মানিসহ অনেক দেশ ইরানসমর্থিত হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে। সুত্র বিডি প্রতিদিন।
বিমান মোতায়েনকে বার্তা হিসেবে দেখা উচিত ইরানের: বাইডেন
ফিলিস্তিনের হামাসকে সহায়তার অভিযোগে ইরানকে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। গাজায় ইসরায়েলি বিমান হামলায় ব্যাপক প্রাণহানি এবং ঘরবাড়ি ছেড়ে হাজার হাজার মানুষের বাস্তুচ্যুত হওয়ায় ব্যাপক আঞ্চলিক সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যে তিনি দেশটিকে সতর্ক করেন। ওয়াশিংটনে ইহুদি সম্প্রদায়ের নেতাদের সঙ্গে গোলটেবিল বৈঠকে তিনি বলেন, আমরা ইরানিদের পরিষ্কার জানিয়েছি, সতর্ক থাকুন। বাইডেন বলেন, হামাস ও হিজবুল্লাহকে সমর্থন দেওয়া ইরানের উচিত ইসরায়েলের কাছাকাছি অবস্থান করা যুক্তরাষ্ট্রের সামরিক জাহাজ ও বিমান মোতায়েনকে একটি বার্তা হিসেবে দেখা। তবে ইরান বলছে, তারা হামাসের এ হামলার সঙ্গে সম্পৃক্ত নয়। সূত্র: সমকাল
ভারতের বিহারে ট্রেন দুর্ঘটনা, নিহত ৪, আহত শতাধিক
ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে ভয়াবহ রেল দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় কমপক্ষে চারজন নিহত হয়েছে এবং আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। খবর এনডিটিভি। স্থানীয় সময় বুধবার (১১ অক্টোবর) রাতে দিল্লি থেকে আসামে যাওয়ার পথে ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় ওই ট্রেনের ২১টি বগি লাইনচ্যুত হয়। প্রতিবেদনে এনডিটিভি এক কর্মকর্তার বরাতে জানায় যে, বুধবার রাত রাত সাড়ে ৯টার পর বিহারের নর্থ ইস্ট এক্সপ্রেস ট্রেনটি রঘুনাথপুর স্টেশনের কাছাকাছি স্থানে এসে দুর্ঘটনার কবলে পরে। ট্রেনটি দিল্লির আনন্দ বিহার টার্মিনাস থেকে যাত্রা শুরু করে আসামের গুয়াহাটির কাছে কামাখ্যা যাচ্ছিল।
ভারতের কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী কুমার চৌবে এনডিটিভিকে জানিয়েছেন যে, জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর দলগুলো ঘটনাস্থলে পৌঁছেছে। আহতদের পাটনার এইমস-এ নিয়ে যাওয়া হবে বলেও জানান তিনি।এ ছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, স্বাস্থ্য বিভাগ এবং বক্সার ও ভোজপুরের জেলা আধিকারিকদের দ্রুত ত্রাণ ও উদ্ধার কাজ করার নির্দেশ দিয়েছেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। সূত্র: দেশ রুপান্তর
ইসরায়েলে হামাসের হামলার পরিকল্পনা জানত না ইরান: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
ইসরায়েলে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের আকস্মিক হামলার পরিকল্পনার বিষয়টি আগে থেকে জানতেন না ইরানের শীর্ষ কর্মকর্তারা। হামলার খবর জানার পর তাঁরা বিস্মিত হয়ে গিয়েছিলেন। গোয়েন্দাদের সংগ্রহ করা তথ্যের ভিত্তিতে যুক্তরাষ্ট্র এ বিষয়টি জানিয়েছে। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন নিউজ একাধিক গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। গত ৭ অক্টোবর সকালে ইসরায়েলে নজিরবিহীন হামলা শুরু করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তারা মাত্র ২০ মিনিটের মধ্যে ইসরায়েলের দিকে ৫ হাজার ক্ষেপণাস্ত্র ছোড়ে। একই সঙ্গে স্থলপথ, জলপথ ও আকাশপথে দেশটিতে ঢুকে পড়েন হামাস যোদ্ধারা। ইসরায়েলও এমন পরিস্থিতিতে যুদ্ধ ঘোষণা করে হামাসের বিরুদ্ধে। এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় অন্তত ১২ শতাধিক মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ৫ হাজার ৬০০ জন। হামলার পরপরই পশ্চিমা বিশ্বের গোয়েন্দারা অনুমান করেছিল, হামাসের এই হামলার বিষয়টি বোধ হয় সংগঠনটির অন্যতম শীর্ষ পৃষ্ঠপোষক ইরান জানে। এমনকি ইসরায়েলও অতীতে একাধিকবার অভিযোগ করেছে, ইরান হামাসকে অস্ত্র, অর্থ ও অন্যান্য কৌশলগত উপকরণ দিয়ে সহায়তা করছে। সূত্র: আজকের পত্রিকা।
দুই সন্তানসহ ইসরায়েলি নারীকে মুক্ত করে দিল হামাস
ইসরায়েলের একজন নারী জিম্মি ও দুই শিশু সন্তানকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। সংগঠনের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেড একটি ভিডিও প্রকাশ করেছে, যাতে দেখা যায়- একজন জিম্মি নারী ও দুই শিশুকে মুক্ত করে দেওয়া হচ্ছে।স্থানীয় সময় বুধবার (১১ অক্টোবর) রাতে আল-জাজিরায় প্রচারিত ভিডিওটি দূর থেকে তোলা হয়েছে। যেখানে অজ্ঞাত ওই নারী ও শিশুদের পেছন থেকে দেখা গেছে। তাদের মুখ স্পষ্ট দেখা যাচ্ছিল না। হামাসের যোদ্ধারা ইসরায়েল ও গাজার সীমান্তের একটি খোলা জায়গায় তাদের রেখে চলে যায়। সূত্র ইত্তেফাক
ইসরায়েল-গাজা সংঘাতে সর্বশেষ যা ঘটেছে
টানা পাঁচ দিন ধরে ইসরায়েলি বিমান হামলা এবং অবরোধের মধ্যে থাকার পর গাজার মানবিক পরিস্থিতি ক্রমে মরিয়া হয়ে উঠছে। উপত্যকার একমাত্র বিদ্যুৎ কেন্দ্রটি জ্বালানির অভাবে বন্ধ হয়ে যাওয়ার কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। হাসপাতালগুলোতে হাজার হাজার আহত রোগীতে পূর্ণ হয়ে গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের ওষুধ শেষ হয়ে আসছে।ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে¸ গতরাতে গাজায় ইসরায়েলি বোমা হামলায় কমপক্ষে ৫১ জন নিহত হয়েছে। ইসরায়েলে হামাসের হামলার পর দেশটিতে এখনো পর্যন্ত ১২০০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আর এর জবাবে ইসরায়েলি বিমান হামলায় গাজায় প্রায় এক হাজার মানুষ নিহত হয়েছে। সূত্র: বিবিসি বাংলা।
কাশ্মির নিয়ে বক্তব্য: বিচারের মুখে অরুন্ধতী রায়
তের বছর আগে কাশ্মির নিয়ে ‘উসকানিমূলক’ বক্তব্য দেওয়ার অভিযোগে বুকারবিজয়ী ভারতীয় সাহিত্যিক অরুন্ধতী রায় ও কাশ্মির বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ শওকত হোসেনের বিরুদ্ধে মামলা চালানোর অনুমতি দিয়েছেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা। ২০১০ সালে দায়ের করা এ মামলায় ধর্ম, জাতি, জন্মস্থান, বাসস্থান, ভাষা ইত্যাদির ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিদ্বেষ ছড়ানো, সম্প্রীতির জন্য ক্ষতিকর কাজ করা, জাতীয় ঐক্যের জন্য ক্ষতিকর বক্তব্য দেওয়ার অভিযোগ করা হয়েছে।দোষী সাব্যস্ত হলে এ মামলায় অরুন্ধতী রায়ের সাত বছরের কারাদণ্ড হতে পারে বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। সুশীল পণ্ডিত নামের এক নাগরিক অধিকারকর্মী এবং কাশ্মীরি পণ্ডিতদের সংগঠন ‘রুটস ইন কাশ্মীর’ দিল্লির ম্যাজিস্ট্রেট কোর্টে এ মামলা দায়ের করেন। সেখানে অভিযোগ করা হয়, ওই বছর দিল্লিতে কমিটি ফর রিলিজ অব পলিটিক্যাল প্রিজনারস আয়োজিত ‘আজাদি: দ্য অনলি ওয়ে’ নামে এক কনফারেন্সে কাশ্মীরকে ভারত থেকে বিচ্ছিন্ন করার দাবি তোলা হয়। সেখানে অরুন্ধতী রায় ও শেখ শওকত হোসেনসহ অন্য আসামিরা ‘উসকানিমূলক’ বক্তব্য দেন। সূত্র: বিডি নিউজ