আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:০৯ পূর্বাহ্ণ, অক্টোবর ১৪, ২০২৩

সেনা অভিযানের মুখে ঘরবাড়ি ছাড়ছে গাজার বাসিন্দারা

রাস্তায় শত শত প্রাইভেট কার, মোটরসাইকেল আর ট্রাকের ভিড়। নারী–শিশুসহ পরিবারের সদস্যদের নিয়ে পালাচ্ছেন মানুষ। অনেকে হেঁটেই পাড়ি দিচ্ছেন মাইলের পর মাইল। সঙ্গে নিয়েছেন পোষা গরু, উট, ভেড়া আর গাধা। যতটুকু সম্ভব, তা নিয়েই অনিশ্চয়তার যাত্রা শুরু করেছেন তাঁরা। এ চিত্র ফিলিস্তিনিদের, গাজা উপত্যকার উত্তরাঞ্চলে। টানা সাত দিন ধরে নারকীয় বোমাবর্ষণের মধ্যে শুক্রবার গাজার উত্তরাঞ্চলের বাসিন্দাদের ‘নিজেদের নিরাপত্তার জন্য’ দক্ষিণে সরে যেতে বলেছে ইসরায়েলের সামরিক বাহিনী। সময় বেঁধে দেওয়া হয়েছে মাত্র ২৪ ঘণ্টা। এর পর থেকেই প্রাণভয়ে উত্তরাঞ্চল ছাড়তে শুরু করেছেন গাজাবাসী। গাজার ফিলিস্তিনিদের এমন সময় এ নির্দেশনা দেওয়া হলো, যখন উপত্যকাটি ঘিরে ট্যাংকসহ ব্যাপক সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে ইসরায়েল। প্রস্তুতি চলছে স্থল অভিযানের। ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে বলেছে, সামনের দিনগুলোতে গাজায় উল্লেখযোগ্য অভিযান চালাবে তারা। পরবর্তী নির্দেশনা দেওয়া হলে গাজার উত্তরাঞ্চলের বাসিন্দারা আবার নিজ এলাকায় ফিরতে পারবেন। সূত্র: প্রথম আলো

হামাসের সুড়ঙ্গের ধাঁধা বেগ দেবে ইসরায়েলকে

ইসরায়েলি বাহিনী গত সপ্তাহে হামলা চালানো হামাসকে দমন করার কথা বলে গাজা উপত্যকাজুড়ে ধ্বংসলীলা চালিয়ে যাচ্ছে। দেশটির সেনাবাহিনী বলছে, তাদের বিমান হামলার লক্ষ্য গাজা উপত্যকাজুড়ে বিস্তৃত হামাসের বিশাল সুড়ঙ্গ যোগাযোগের কিছু অংশ। তবে বিশেষজ্ঞরা মনে করেন, হামাসের বিশাল সুড়ঙ্গ ধ্বংস করাটা সহজ কোনো কাজ হবে না। ধাঁধার মতোই জটিল এর কাঠামো। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) একজন মুখপাত্র বৃহস্পতিবার বলেন, ‘গাজা উপত্যকায় আছে দুটি স্তর। প্রথম স্তরটি বেসামরিক মানুষ এবং দ্বিতীয়টি হামাসের সুড়ঙ্গের জন্য। আমরা দ্বিতীয়টি অর্থাৎ হামাসের ভূগর্ভস্থ যোগাযোগব্যবস্থায় পৌঁছানোর চেষ্টা করেছি।’ সূত্র: কালের কণ্ঠ

গাজায় মানবিক বিপর্যয়
লাশ রাখার জায়গা নেই হাসপাতালে

ইসরায়েলে ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাসের হামলার প্রতিশোধ নিতে অবরুদ্ধ গাজা উপত্যকা লক্ষ্য করে প্রায় ৬ হাজার বোমা ছোড়া হয়েছে, আর এসব বোমার ওজন প্রায় ৪ হাজার টন। ইসরায়েলের এসব বিমান হামলায় প্রতি মুহূর্তে কেঁপে উঠছে গাজা উপত্যকা। শত শত বাড়িঘর মাটির সঙ্গে মিশে গেছে। প্রতি মুহূর্তে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল, হাসপাতালে বাড়ছে আহত মানুষের সংখ্যা। ইসরাইল-ফিলিস্তিনি সংঘাত গতকাল সাত দিনে গড়িয়েছে। খাদ্য, পানি, বিদ্যুৎহীন অবরুদ্ধ গাজা প্রতি মুহূর্তে কেঁপে উঠছে ইসরায়েলি বিমান হামলায়। গাজায় সবচেয়ে বড় আল শিফা হাসপাতাল। এর মর্গে উপচে পড়ছে ফিলিস্তিনিদের লাশ। করিডোরেও স্থান নেই। সেই লাশের সারি এখন পার্কিং এলাকায়। আত্মীয়রা লাশ শনাক্ত করার আগেই দ্রুততার সঙ্গে আসছে আরও লাশ। হাসপাতাল কর্তৃপক্ষ, স্বেচ্ছাসেবকরা পরিস্থিতি সামাল দিয়ে উঠতে পারছেন না। এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ। ধ্বংস করে দেওয়া ভবন থেকে প্রতিক্ষণই বেরুচ্ছে লাশ। আল শিফা হাসপাতাল একবারে প্রায় ৩০টি লাশ হ্যান্ডেল করতে পারে। কিন্তু তার চেয়ে তিনগুণ চারগুণ লাশ আসছে। ফলে মর্গের করিডোরে রাখা হচ্ছে। আল শিফা হাসপাতালের একজন নার্স আবু ইলিয়াস শোবাকি বলেন, লাশ বহনকারী ব্যাগ আসছে তো আসছেই। এখন এ হাসপাতাল যেন একটি গোরস্থানে পরিণত হয়েছে। আমি আবেগপ্রবণ হয়ে পড়েছি। শরীর আর কাজ করছে না। এ পরিস্থিতি আরও কত ভয়াবহ হবে তা নিয়ে চিন্তাভাবনা বাদ দিয়েছি। এখন লাশের সারি পার্কিং এলাকায় বিস্তৃত হয়েছে-সুত্র বিডি প্রতিদিন।

Nagad

ইসরায়েলের হামলায় রয়টার্সের সাংবাদিক নিহত

লেবাননে ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের এক ফটো সাংবাদিক নিহত এবং আল জাজিরা, রয়টার্স, এপিসহ অন্যান্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, রয়টার্স নিশ্চিত করেছে ইসরায়েলের হামলায় তাদের এক সাংবাদিক নিহত হয়েছেন এবং তার নাম ইশাম আব্দুল্লাহ।এ বিষয়ে এক বিবৃতিতে রয়টার্স জানায়, ‘ইশাম দক্ষিণ লেবাননে কাজ করা রয়টার্সের ক্রুদের সঙ্গে সরাসরি সিগন্যাল দেওয়ার কাজ করছিলেন। ওই অঞ্চলের কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছি এবং ইশামের পরিবারের পাশে দাঁড়িয়েছি।’সংস্থাটি আরও জানায়, ইসরায়েলের এ হামলায় রয়টার্সের অপর দুই সাংবাদিক আল-সুদানি এবং মাহের নাজেহ আহত হয়েছেন। এখন তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সূত্র: সমকাল

২৪ ঘণ্টার মধ্যে সরতে হবে ১১ লাখ ফিলিস্তিনিকে
গাজা ছাড়ার আলটিমেটাম

আগামী ২৪ ঘণ্টার মধ্যে গাজা ভূখণ্ডের উত্তরাংশ ওয়াদির ১১ লাখ বেসামরিক ফিলিস্তিনিকে ভূখণ্ডের দক্ষিণাংশে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী ইসরাইলি ডিফেন্স ফোর্স (আইডিএফ)। শুক্রবার ভোরের দিকে এই অবাস্তব আলটিমেটাম না মেনে বাসিন্দাদের তাদের বাড়িতেই অবস্থান করার আহ্বান জানিয়েছে হামাস। তারা ইসরাইলের এ আলটিমেটামকে ‘মিথ্যা প্রচারণা’ বলে উল্লেখ করেছে। এদিকে এত অল্প সময়ের মধ্যে দুর্ঘটনা ও মানবিক বিপর্যয় এড়িয়ে এত বিশাল জনগোষ্ঠীকে স্থানান্তর করা অসম্ভব বলে জানিয়েছে জাতিসংঘ। বৃহস্পতিবার রাতেও গাজার ৭৫০টি সামরিক স্থাপনা লক্ষ্য করে ইসরাইল বৃষ্টির মতো বোমা হামলা চালিয়েছে। এতে ফিলিস্তিনে নিহতের সংখ্যা বেড়ে ১,৭৯৯ জনে দাঁড়িয়েছে। আর আহত হয়েছেন ৭,০১২ জন। খবর এএফপি, রয়টার্স, বিবিসি, স্কাই নিউজ, ডেইলি মেইল, আলজাজিরার। ইসরাইলের সামরিক বাহিনী শুক্রবার সকালে ওয়াদি গাজা থেকে ১১ লাখ বাসিন্দাকে দক্ষিণে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এর অর্থ গাজা শহর এবং এর আশপাশের সব জনগোষ্ঠীকে তাদের বাড়িঘর ছেড়ে যেতে হবে। ৩৬৫ বর্গকিলোমিটার আয়তনের গাজা উপত্যকায় বসবাস করেন ২৩ লাখেরও বেশি ফিলিস্তিনি। তাদের প্রায় অর্ধেকই বসবাস করেন ওয়াদিতে। সূত্র: যুগান্তর

হামাসের স্বপ্ন সংঘাতের বাস্তবতা

ইসরায়েলের ভূখন্ডে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের নজিরবিহীন হামলার পর এক সপ্তাহ যাবৎ গাজায় তীব্র বোমা বর্ষণ করছে ইসরায়েল। প্রথম ছয় দিনেই গাজায় ৪ হাজার টন ওজনের ৬ হাজার বোমা ফেলে। ইসরায়েলি বাহিনীর হামলায় গাজার বড় অংশ ইতিমধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হামাস-ইসরায়েল সংঘাতে দুপক্ষেই বহু বেসামরিক মানুষের হতাহতের ঘটনাও ঘটেছে। আগামী দিনে ধ্বংসযজ্ঞ আর প্রাণহানি আরও বাড়বে এবং কোথায় গিয়ে থামবে, তার ঠিক নেই। এখন প্রশ্ন দেখা দিয়েছে, ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে একধরনের শান্তিপূর্ণ অবস্থার মধ্যে হঠাৎ এই সংঘাতের পরিণতি কী? হামাস আসলে কী চায়? এই ঘটনা মধ্যপ্রাচ্যে কী প্রভাব ফেলতে যাচ্ছে?ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি সেই সব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে। বিবিসির এ-সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ইসরায়েলে হামাসের বড় হামলার মধ্য দিয়ে আবারও আলোচনার কেন্দ্রে ইসরায়েল-ফিলিস্তিন প্রসঙ্গ। ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের ইতিহাস যেমন দীর্ঘ, তেমনি জটিল ধরনের। এর মাঝে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, যা এই সংঘাতের বিভিন্ন দিক সম্পর্কে ধারণা দিতে পারে। সূত্র: দেশ রুপান্তর

পাকিস্তানে অস্ত্রোপচারের নামে কিডনি চুরির চক্র, প্রতিটি ১০ লাখে বিক্রি

অস্ত্রোপচারের নামে শত শত রোগীর কিডনি চুরির অভিযোগে একটি চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করেছে পাকিস্তান পুলিশ। গত ৯ অক্টোবর পুলিশ জানায়, চক্রটি রোগীর কিডনি চুরি করে প্রতিস্থাপনের অপেক্ষায় থাকা ধনী রোগীদের বিক্রি করে। মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মহসিন নাকভি বলেন, এ চক্রটির নেতা ডাক্তার ফাওয়াদের বিরুদ্ধে ৩২৮টি অস্ত্রোপচারের মাধ্যমে কিডনি চুরি এবং প্রতিটি ১০ লাখ পাকিস্তানি রুপিতে (৩৪ হাজার ডলার) বিক্রি করার অভিযোগ উঠেছে। সূত্র: আজকের পত্রিকা।

কংগ্রেসনাল প্যানেলের রিপোর্ট
যুক্তরাষ্ট্রকে একসঙ্গে চীন ও রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে\

যুক্তরাষ্ট্রকে তার প্রচলিত সামরিক বাহিনী সম্প্রসারণ ও জোটকে শক্তিশালী করে এবং পারমাণবিক অস্ত্র কর্মসূচি আধুনিকীকরণের মাধ্যমে রাশিয়া ও চীনের সঙ্গে সম্ভাব্য একযোগে যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে বলে জানিয়েছে মার্কিন কংগ্রেসের একটি দ্বিদলীয় প্যানেল। তাইওয়ান এবং অন্যান্য ইস্যুতে চীন এবং ইউক্রেনে আগ্রাসনের জন্য রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে বৃহস্পতিবার ‘স্ট্রাটেজিক পসচার কমিশন’ এই রিপোর্ট প্রকাশ করেছে।রিপোর্টে বলা হয়েছে, বর্তমান বৈশ্বিক নিরাপত্তা পরিবেশ অতীতের যে কোনো সময়, এমনকি শীতল যুদ্ধের অন্ধকারতম দিনের চেয়েও মৌলিকভাবে ভিন্ন। নিরাপত্তা পরিস্থিতির খুবই অবনতি হয়েছে। ছয় ডেমোক্র্যাট এবং ছয় রিপাবলিকানদের সমন্বয়ে গঠিত এই প্যানেল যুক্তরাষ্ট্রকে বর্তমান হুমকি মোকাবিলায় জরুরি এবং অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। সূত্র: ইত্তেফাক

গাজায় মাটির নীচে হামাসের টানেল ফাঁদ কতটা বিস্তৃত?

গাজা শহরের মাটির নীচে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের তৈরি করা গোপন টানেল নেটওয়ার্কের একাংশে আক্রমণের কথা জানিয়েছে ইসরায়েল। শনিবারের হামলার ঘটনার পর পাল্টা পদক্ষেপ হিসেবে হামাসকে লক্ষ্য করে নিরবচ্ছিন্ন আক্রমণ চালিয়ে যাচ্ছে দেশটি।
ইসরায়েল ডিফেন্স ফোর্সের (আইডিএফ) একজন মুখপাত্র বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় বলেছেন, “গাজা উপত্যকার একটি স্তর বেসামরিক নাগরিকদের এবং আরেকটি স্তর আছে হামাসের জন্য। আমরা হামাসের তৈরি করা সেই দ্বিতীয় স্তরটিতে পৌঁছানোর চেষ্টা করছি”। তাদের দাবি, “এসব বাংকার গাজার বেসামরিক নাগরিকদের জন্য নয়। এটা শুধু হামাস আর অন্য সন্ত্রাসীদের জন্য, যাতে করে তারা ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে রকেট হামলা বা সন্ত্রাসী কার্যক্রম কিংবা এ ধরণের অপারেশনের পরিকল্পনার জন্য ব্যবহার করতে পারে”। সূত্র: বিবিসি বাংলা।

গাজায় ইসরায়েলি বাহিনীর স্থল অভিযান শুরু
গাজা ভূখণ্ডের উত্তরাংশের ১১ লাখ বাসিন্দাকে সরে যেতে ২৪ ঘণ্টা সময় বেঁধে দেওয়ার পর ইসরায়েলের স্থল আক্রমণ শুরু হল।ইসরায়েলের পদাতিক বাহিনী ট্যাংকের ছত্রছায়ায় গাজা ভূখণ্ডের ভেতরে অভিযান শুরু করেছে, যার লক্ষ্য হল অধিকৃত ওই ভূখণ্ড থেকে হামাস যোদ্ধাদের ‘নির্মূল’ করা। হামাস যোদ্ধারা ইসরায়েলের দক্ষিণাংশে নজিরবিহীন হামলা চালানোর এক সপ্তাহের মাথায় এই স্থল অভিযান শুরু হল। রয়টার্স লিখেছে, গত শনিবারের ওই হামলার পর ইসরায়েলি বাহিনী কেবল আকাশপথেই গাজায় আক্রমণ চালিয়ে আসছিল। এবার তা স্থল যুদ্ধের রূপ নিল।গাজা ভূখণ্ডের উত্তরাংশের ১১ লাখ বাসিন্দাকে সরে যেতে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছিল ইসরায়েল। সেই সঙ্গে সীমান্তে ট্যাংকের পাশাপাশি বিপুল সংখ্যক সৈন্য সমাবেশ করা হচ্ছিল। ইসরায়েল যে স্থল আক্রমণ শুরু করতে যাচ্ছে, তা স্পষ্ট হয়ে গিয়েছিল তখনই। সূত্র; বিডি নিউজ