সমাবেশের অনুমোতি নেই:
সমাবেশস্থলে যাওয়ার চেষ্টা, জড়ো হতে পারলো না জামায়াত
রাজধানীর মতিঝিল শাপলা চত্বর এলাকায় গতকাল রাত থেকেই কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পূর্বঘোষণা অনুযায়ী শাপলা চত্বরেই মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে দলটি। সিদ্ধান্ত মোতাবেক মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে যাওয়ার চেষ্টা করলে আটকে দিয়েছে পুলিশ। কোনোক্রমেই জড়ো হতে পারলো না তারা।
শনিবার (২৮ অক্টোবর) সকালে মতিঝিলের আরামবাগ মোড়ে পুলিশি বাধায় আটকে যায় দলটির খণ্ড খণ্ড মিছিল।


ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অনুমতি না পেলেও রাজধানীর শাপলা চত্বর এলাকায় সমাবেশ করার ঘোষণায় অনড় সিদ্ধান্তের কথা জানিয়েছে জামায়াতে ইসলামী। যদিও মতিঝিল এলাকায় জামায়াত-শিবিরের কোনো মিছিল বা শোডাউন দেখা যায়নি।
এর আগে শুক্রবার (২৭ অক্টোবর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির পক্ষ থেকে শাপলা চত্বরে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে দলটি। বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান ঘোষিত কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে।
এ বিষয়ে এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, জামায়াতকে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। তারপরেও যদি তারা সমাবেশ করতে মাঠে নামে তাহলে কঠোর হস্তে দমন করা হবে। কোনোভাবেই জামায়াতকে ছাড় দেওয়া হবে না।