আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর
যুদ্ধবিরতি না বাড়ার জন্য হামাসকে দায়ী করলেন ব্লিঙ্কেন
গাজায় যুদ্ধবিরতি না বাড়ার জন্য হামাসকে দায়ী করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তাঁর দাবি, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি তাদের দেওয়া প্রতিশ্রুতি থেকে ‘সরে’ গেছে। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।গাজায় গত ২৪ নভেম্বর শুরু হওয়া চার দিনের যুদ্ধবিরতি দুই দফা বাড়িয়ে সাত দিন করা হয়। মেয়াদ বাড়াতে আন্তর্জাতিক চাপ ও হামাসের পক্ষ থেকে নতুন করে প্রস্তাব দেওয়া হলেও রাজি হয়নি ইসরায়েল।
ইসরায়েল সেনাবাহিনী গতকাল শুক্রবার দাবি করেছে, ‘হামাস যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে। পাশাপাশি তারা ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে হামলা চালিয়েছে। পরে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে আবারও হামলা শুরু করেছে।’ সূত্র: প্রথম আলো


১৯ কোটি পাউন্ড দুর্নীতির মামলা
ইমরান খানের বিরুদ্ধে কথিত প্রমাণ পেশ
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তাঁর স্ত্রী বুশরা বিবিসহ মোট আটজনের বিরুদ্ধে ১৯ কোটি পাউন্ড দুর্নীতির মামলায় কথিত প্রমাণ উপস্থাপন করা হয়েছে। গতকাল শুক্রবার দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি) ইসলামাবাদের একটি জবাবদিহি আদালতে প্রমাণস্বরূপ নথিপত্র পেশ করে। এনএবির তদন্তকারী কর্মকর্তা উমর নাদিমের সঙ্গে ডেপুটি প্রসিকিউটর জেনারেল মুজাফফর আব্বাসি প্রমাণ উপস্থাপন করেন। আদালতের রেজিস্টার অফিস এখন নথিগুলো যাচাই করবে।
উল্লিখিত দুর্নীতি মামলায় অন্য অভিযুক্তরা হলেন পিটিআই নেতা জুলফি বুখারি, শাহজাদ আকবর, আইনজীবী জিয়া-উল-মুস্তফা নাজির এবং আরো তিনজন।পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রিসভা দুর্নীতির মামলায় পিটিআই চেয়ারম্যানের বিচার কারাগারেই পরিচালনার অনুমতি দেওয়ার-সূত্র: কালের কণ্ঠ
যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতেই ফের গাজায় হামলা
র্বশেষ এক দিনের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়া মাত্রই অবরুদ্ধ গাজায় ইসরায়েলি স্থল ও বিমান বহর হামলা শুরু করেছে। এতে অনেকে হতাহত হয়েছেন বলে জানা গেছে। এক খবরে বলা হয়, যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পর গতকাল অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ব্যাপক বোমাবর্ষণ শুরু করেছে ইসরায়েল। এতে মাত্র কয়েক ঘণ্টায় অন্তত ৩২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কিদরা জানান, মধ্য গাজার আল-মাগাজি শরণার্থী শিবিরে ১০ জন, রাফা শহরে ৯ জন এবং পাঁচজন শহীদ হয়েছেন গাজা সিটিতে। গতকাল স্থানীয় সময় সকাল ৭টায় যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়। এর পরপরই ইসরায়েল আগ্রাসন শুরু করে। ইউনিসেফের মুখপাত্র জেমস এল্ডার গাজার একটি হাসপাতালের দৃশ্য দেখে এই আগ্রাসনকে শিশু-বিরোধী যুদ্ধ বলে অভিহিত করেছেন। এদিকে, দক্ষিণ গাজা ছাড়ার জন্য ইসরায়েলি সেনারা সেখানে লিফলেট ফেলেছে। এ থেকে আশঙ্কা করা হচ্ছে ইসরায়েল আগ্রাসনের তীব্রতা বাড়াবে। কাতার জানিয়েছে, আবার যুদ্ধবিরতিতে ফেরার জন্য ইসরায়েল ও হামাসের সঙ্গে আলোচনা চলছে। ইসরায়েলের হামলা শুরুর ঘটনায় তারা গভীর দুঃখ প্রকাশ করে বলেছে, ইসরায়েলের মধ্যস্থতার প্রক্রিয়া কঠিন হয়ে উঠবে। সূত্র: বিডি প্রতিদিন।
যুক্তরাষ্ট্রের ইসরায়েলি কনস্যুলেটের সামনে শরীরে আগুন দিয়ে প্রতিবাদ
যুক্তরাষ্ট্রের আটলান্টায় ইসরায়েলি কনস্যুলেটের সামনে এক বিক্ষোভকারী ফিলিস্তিনি পতাকা নিয়ে নিজের শরীরে আগুন দিয়েছেন। তাকে থামাতে গিয়ে কনস্যুলেটের এক নিরাপত্তারক্ষী আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। শনিবার এক প্রতিবেদনে বিবিসি জানায়, শুক্রবার দুপুরে বিক্ষোভকারীরা ভবনের সামনে বিক্ষোভ শুরু করেন। এসময় তাদের মধ্যে একজন পেট্রোল ঢেলে আত্মঘাতী হন। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক। তবে ওই ব্যক্তির নাম, লিঙ্গ এবং বয়স এখনো প্রকাশ করা হয়নি।আটলান্টার পুলিশ প্রধান ড্যারিন শিয়েরবাউম বলেছেন, ভবনটি নিরাপদ রয়েছে এবং আমরা এখানে কোনো হুমকি দেখছি না। আমরা বিশ্বাস করি এটি একটি রাজনৈতিক প্রতিবাদ ছিল। আটলান্টার ফায়ার চিফ রডারিক স্মিথ বলেছেন, বিক্ষোভকারীকে থামাতে গিয়ে কনস্যুলেটের এক নিরাপত্তারক্ষী আহত হয়েছেন। তার কব্জি ও পা পুড়ে গেছে।সূত্র: সমকাল
অনিয়মের অভিযোগে মার্কিন কংগ্রেস থেকে বহিষ্কার জর্জ স্যান্টোস
অনৈতিক কর্মকাণ্ড ও কয়েক ডজন ফৌজদারি অপরাধের অভিযোগের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভস থেকে বহিষ্কৃত হয়েছেন জর্জ স্যান্টোস। গতকাল শুক্রবার হাউস অব রিপ্রেজেনটেটিভসের প্রতিনিধি পরিষদের ভোটে কংগ্রেসের সদস্যপদ হারিয়েছেন তিনি। ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্ক থেকে নির্বাচিত রিপাবলিকান পার্টির এই নেতা হলেন কংগ্রেসের নিম্নকক্ষ থেকে বহিষ্কার হওয়া ইতিহাসের ষষ্ঠ আইনপ্রণেতা, আর ২০০২ সালের পর প্রথম। জর্জ স্যান্টোসকে কংগ্রেস থেকে বহিষ্কারের প্রস্তাবের পক্ষে ৩১১ এবং বিপক্ষে ভোট দিয়েছেন ১১৪ জন। হাউস অব রিপ্রেজেনটেটিভসে জর্জ স্যান্টোসের পুরো সময়কাল জুড়েই ছিল অনেকগুলো মিথ্যা তথ্য ও জালিয়াতির অভিযোগ। তাকে কংগ্রেসের নিম্নকক্ষ থেকে অপসারণের জন্য শুক্রবারের ভোটের আগেও দুবার চেষ্টা করা হয়েছিল। ডেমোক্রেটিক পার্টির জ্যেষ্ঠ নেতারা প্রস্তাবের বিপক্ষে ভোট দেওয়ায় সেগুলো সফল হয়নি। সূত্র: আজকের পত্রিকা।
বিধ্বস্ত গাজায় দ্রব্যমূল্যে আগুন
যুদ্ধবিধ্বস্ত গাজায় দেখা দিয়েছে নতুন সংকট। ধরা-ছোঁয়ার বাইরে চলে গেছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম। বিশেষ করে খাদ্য ও বস্ত্রের মূল্য রীতিমতো আকাশচুম্বী! যুদ্ধকালীন ভয়াবহতার মাঝে হঠাৎ মূল্যবৃদ্ধির এ ঘটনায় জনমনে দেখা দিয়েছে চরম ক্ষোভ। যেন মড়ার উপর খাঁড়ার ঘা! ভিটেবাড়ি, সহায়-সম্বল হারিয়ে এমনিতেই মৌলিক চাহিদা মেটাতে হিমশিম খেতে হচ্ছে, তার ওপর বেকারি-দোকান-বাজারে দাউদাউ করে জ্বলছে দ্রব্যমূল্যের আগুন। অবস্থা এমন যে, বাজার করতে গিয়ে এখন খালি হাতেই বাড়ি ফিরছেন বেশির ভাগ গাজাবাসী। খেয়ে-পরে বেঁচে থাকাই এখন নতুন চ্যালেঞ্জ অবরুদ্ধ গাজায়। এ ঘটনায় একদিকে দোকান মালিকদের দোষ দিচ্ছে সাধারণ জনগণ। আর দোকানদারদের দাবি, খুচরা ব্যবসায়ীদের কারণেই বাড়ছে জিনিসপত্রের দাম। আলজাজিরা। ৭ অক্টোবর থেকে ইসরাইলের চালানো তাণ্ডবে ভয়াবহ খাদ্য সংকটে পড়েছে গাজা। শীতকাল হওয়ায় বেড়েছে পোশাকের চাহিদাও। কিন্তু বর্তমানে খাদ্য ও বস্ত্র-এই দুই পণ্যেরই মূল্য দ্বিগুণ হারে বেড়েছে। ইম আবদুলাহ নামে নাসের পাড়ার এক বাসিন্দা জানান, তিনি বাজারে খাবার ও শীতের কাপড় কিনতে এসেছিলেন। কিন্তু দোকানে সব কিছুরই মূল্য বেশি। তিনি বলেন, ‘ব্যবসায়ীরা যখন বলে দাম তাদের নিয়ন্ত্রণের বাইরে, এটা আমার বিশ্বাস হয় না। তারা দাম নিয়ন্ত্রণ করতে পারে। সংকটকালীন এ সময়ে অন্তত তাদের সুবিধা নেওয়া উচিত নয়।’ যুদ্ধ শুরুর আগে এবং পরের বাজারদর নিয়ে একটি তালিকা তৈরি করেছেন ইম আবদুলাহ। সেই তালিকা অনুসারে, বোতলজাত পানির মূল্য ২ শেকেল ছিল, যা বর্তমানে ৪ বা ৫ শেকেল। এক কিলো লবণের দাম ১ শেকেল ছিল, যা এখন ১২ শেকেল। অন্যদিকে চিনির মূল্য বেড়ে দাঁড়িয়েছে ২৫ শেকেল। যুদ্ধের আগে মাত্র ৫ শেকেলেই পাওয়া যেত ৩ কেজি আলু। এখন এক কেজি আলুর দামই ২৫ শেকেল! সূত্র: যুগান্তর
যুদ্ধবিরতি না বাড়ার জন্য হামাসকে দুষলেন ব্লিংকেন
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস চুক্তি ভাঙার কারণে অবরুদ্ধ ভূখণ্ড গাজায় যুদ্ধবিরতি আর বাড়েনি বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তাঁর দাবি, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি তাদের দেওয়া প্রতিশ্রুতি থেকে ‘সরে’ গেছে।গতকাল শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের দুবাই বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলোচনায় এমন তথ্য জানান তিনি।গাজায় গত ২৪ নভেম্বর শুরু হওয়া চার দিনের যুদ্ধবিরতি দুই দফা বাড়িয়ে সাত দিন করা হয়। মেয়াদ বাড়াতে আন্তর্জাতিক চাপ ও হামাসের পক্ষ থেকে নতুন করে প্রস্তাব দেওয়া হলেও রাজি হয়নি ইসরায়েল। সূত্র: দেশ রুপান্তর
শিক্ষককে উঠিয়ে নিয়ে গিয়ে মাথায় পিস্তল ঠেকিয়ে অপহরণকারীর মেয়ের সঙ্গে বিয়ে
সম্প্রতি বিহার সরকারি কর্মকমিশনের (বিপিএসি) পরীক্ষায় পাশ করে শিক্ষক হিসেবে কর্মক্ষেত্রে যোগ দিয়েছিলেন গৌতম কুমার। গত বুধবার স্কুলে ক্লাস নিচ্ছিলেন তিনি, হঠাৎই কয়েকজন ব্যক্তি ভেতরে ঢুকে জোর করে ঢুকে গৌতমকে তুলে নিয়ে যান। তারপর অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে মাথায় বন্দুক ঠেকিয়ে গৌতমের সঙ্গে নিজের মেয়ের বিয়ে দেন এক অপহরণকারী। ভারতের পুলিশ জানিয়েছে, এ অপহরণের ঘটনা ঘটেছে গত দেশটির বিহার রাজ্যের বৈশালী জেলায়। ভুক্তভোগী গৌতম কুমার সেখানকার পাতেপুরের রেপুরা-র একটি মাধ্যমিক বিদ্যালয়ে নতুন শিক্ষক হিসেবে যোগ দিয়েছেন। অপহরণের ঘটনার পর গৌতমের পরিবার বুধবার রাতেই সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এরপর নিখোঁজ শিক্ষকের খোঁজে অভিযানে নামে পুলিশ।গৌতমের পরিবারের অভিযোগের আঙুল রাজেশ রায় নামে এক ব্যক্তির দিকে। গৌতমকে তুলে নিয়ে গিয়ে রাজেশের মেয়ে চাঁদনীর সঙ্গে জোর করে বিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ তাদের। বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় গৌতমকে মারধরও করা হয়। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।
গাজায় প্রবেশ করছে না মানবিক সহায়তা
গাজায় যুদ্ধবিরতি বন্ধের সঙ্গে সঙ্গে সব ধরনের মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। গতকাল শুক্রবার (১ ডিসেম্বর) যুদ্ধবিরতি শেষ হওয়ার পর রাফাহ সীমান্ত দিয়ে ত্রাণবাহী ট্রাক ঢুকতে দেয়নি তেল আবিব। রাফাহ সীমান্তে থাকা প্রতিরক্ষাবাহিনীর বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি।গত ২৪ নভেম্বর শুরু হওয়া যুদ্ধবিরতি শেষ হয়েছে গতকাল স্থানীয় সময় সকাল ৭টায়। যুদ্ধবিরতির পরপরই বিপর্যস্ত গাজাবাসীর জন্য বিশ্বের বিভিন্ন স্থান থেকে আসা খাদ্য ও জ্বালানিবাহী ট্রাক ঢুকতে দিচ্ছে না ইসরায়েল। যুদ্ধবিরতির শেষ হওয়ার পরপরই পুনরায় হামলা শুরু করে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল সন্ধ্যায় জানায়, মানবিক বিরতির পর ইসরায়েলের হমলায় গাজার বিভিন্ন স্থানে ১০৯ বেসামরিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া বেশ কয়েক ডজন আহত হয়েছেন। সূত্র: বণিক বার্তা।
কপ২৮: খাদ্য ও কৃষির ওপর জলবায়ুর প্রভাব প্রথম বিবেচনায় নিলেন নেতারা
যুক্তরাষ্ট্র, চীন এবং ব্রাজিলসহ বিশ্বে খাবারের ৭০ শতাংশ উৎপাদনকারী দেশগুলো জলবায়ু পরিবর্তন রোধের লড়াইয়ে জাতীয় পরিকল্পনায় খাদ্য ও কৃষিকে বিবেচনায় নেওয়া প্রতিশ্রুতি দিয়েছে।
বিশ্বের খাদ্য উৎপাদনের এক-তৃতীয়াংশই জলবায়ু সংকটে ঝুঁকির মুখে আছে বলে গবেষণায় দেখা গেলেও একইসময়ে খাদ্য ও কৃষি ব্যবস্থা জলবায়ু পরিবর্তনে গুরুতর প্রভাব ফেলছে। তাই এবারের কপ২৮ জলবায়ু সম্মেলনে ১৩৪ টি দেশের নেতারা প্রথম এ বিষয়টিকে গুরুত্ব দিয়ে ঘোষণাপত্র সই করেছেন। দুবাইয়ে চলমান এই সম্মেলনের দ্বিতীয় দিন শুক্রবার যুক্তরাষ্ট্র, চীন এবং ব্রাজিলসহ অন্য যেসব দেশ বিশ্বে খাবারের ৭০ শতাংশ উৎপাদন করে তারা প্রত্যেকেই জলবায়ু পরিবর্তন রোধের লড়াইয়ে নিজেদের জাতীয় পরিকল্পনায় খাদ্য ও কৃষি খাতকে বিবেচনায় নেওয়া প্রতিশ্রুতি দিয়েছে।বন উজাড় হওয়া, নগরায়ন, জমিতে সারের ব্যবহারের মতো কর্মকাণ্ড থেকে বিশ্বে এক পঞ্চমাংশেরও বেশি কার্বন নিঃসরণ ঘটে। ২০১৫ সালে এক হিসাবে দেখা গিয়েছিল, খাদ্য ব্যবস্থা বিশ্বে প্রায় এক তৃতীয়াংশ উষ্ণায়নের জন্য দায়ী। খাদ্য ও কৃষি খাতে গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ হয় ১৮শ’ কোটি টন। সূত্র: বিডি নিউজ