আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর
বিধানসভা নির্বাচন
কংগ্রেসের দুই কৌশল ব্যর্থ
বিনা মূল্যে নানান সেবা এবং অনগ্রসর জনগোষ্ঠীর জনশুমারি পরিচালনার প্রতিশ্রুতি দিয়ে দক্ষিণ ভারতীয় রাজ্য কর্ণাটক ও তেলেঙ্গানায় বাজিমাত করেছে কংগ্রেস। তবে এই দুই নির্বাচনী কৌশল গুরুত্বপূর্ণ তিন রাজ্য মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড়ের বিধানসভা নির্বাচনে কাজে লাগেনি। এসব রাজ্যে ভরাডুবির পর কংগ্রেসের নির্বাচনী কৌশল নিয়ে প্রশ্ন উঠেছে। বিশ্লেষকরা বলছেন, আগামী বছর অনুষ্ঠেয় লোকসভা নির্বাচনের আগে কৌশল নিয়ে নতুন করে ভাবতে হবে দলটিকে। কর্ণাটকে নির্বাচনের আগে ভোটারদের বেশ কিছু সেবা বিনা মূল্যে দেওয়ার প্রতিশ্রুতি দেয় কংগ্রেস। গত মে মাসের নির্বাচনে এই টোটকা ভালোভাবেই কাজে লাগে। রাজ্যটিতে সরকার গঠন করে কংগ্রেস। তারা ভেবেছিল, আর্থিকভাবে রক্ষণশীল বিজেপি তাদের এই কৌশলে মার খাবে। সূত্র: কালের কণ্ঠ
নেলসন ম্যান্ডেলার মৃত্যুবার্ষিকী আজ
দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার দশম মৃত্যুবার্ষিকী আজ ৫ ডিসেম্বর। নেলসন ম্যান্ডেলার জন্ম ১৯১৮ সালের ১৮ জুলাই দক্ষিণ আফ্রিকার এম্ভেজে গ্রামে। বর্ণবাদের বিরুদ্ধে লড়াইয়ের কারণে তৎকালীন দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী শ্বেতাঙ্গ নেতৃত্বাধীন সরকার তাঁকে কারাগারে নিক্ষেপ করে। তাঁর ২৭ বছরের কারাজীবনের মধ্যে ১৮ বছর কাটাতে হয়েছে দক্ষিণ আফ্রিকার কুখ্যাত রোবেন দ্বীপের কারাগারে। সূত্র: প্রথম আলো


কপ২৮
সম্মেলন ছাপিয়ে বিতর্কে জীবাশ্ম জ্বালানি
তাপমাত্রার বৃদ্ধি সীমাবদ্ধ রাখতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার পর্যায়ক্রমে বন্ধ করতে হবে, এমন দাবির পেছনে ‘বৈজ্ঞানিক ভিত্তি’ নেই
বৈশ্বিক তাপমাত্রার বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার পর্যায়ক্রমে বন্ধ করতে হবে, এমন দাবির পেছনে ‘বৈজ্ঞানিক ভিত্তি’ নেই। জাতিসংঘের উদ্যোগে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে চলমান জলবায়ু সম্মেলনের (কপ-২৮) প্রেসিডেন্ট সুলতান আহমেদ আল-জাবের এ মন্তব্য করেছেন। বিশেষজ্ঞরা বলছেন, সুলতান আহমেদ আল-জাবেরের এ মন্তব্যের মধ্য দিয়ে জলবায়ু পরিবর্তনের বিষয়টি উপেক্ষা করার প্রবণতা প্রকাশ পেয়েছে। জীবাশ্ম জ্বালানির ব্যবহার পর্যায়ক্রমে বন্ধ করার বিষয়ে তাঁর এ বক্তব্য জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মনোভাবের সঙ্গে সাংঘর্ষিক।গত ২১ নভেম্বরে অনলাইনে সরাসরি সম্প্রচারিত এক অনুষ্ঠানে মন্তব্য করেছিলেন আমিরাতের শিল্প ও আধুনিক প্রযুক্তি বিষয়ক মন্ত্রী সুলতান আল-জাবের বিশ্বে তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখতে হলে জীবাশ্ম জ্বালানির ব্যবহার পর্যায়ক্রমে বন্ধ করা প্রয়োজন। সূত্র: বিডি প্রতিদিন।
তীব্র ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘মিগজাউম’
ভারী বৃষ্টিতে চেন্নাইয়ে ৫ জনের মৃত্যু, বিমানবন্দর বন্ধ
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ তীব্র ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। এটি ভারতের অন্ধ্র প্রদেশ উপকূলে মঙ্গলবার সকালে আঘাত হানতে পারে। এর প্রভাবে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু ও পুদুচেরিতে ঝড়ের প্রভাব পড়তে পারে। এরই মধ্যে চেন্নাইয়ে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টিতে তলিয়ে গেছে অনেক আবাসিক এলাকা। চেন্নাইয়ে সোমবার পাঁচজনের মৃত্যু হয়েছে। চেন্নাই পুলিশ জানিয়েছে, শহরের বেসান্ত নগর এলাকায় গাছ পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন মারা গেছেন। নগরীর বিভিন্ন এলাকা থেকে এক নারী ও পুরুষের অজ্ঞাত মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া চেন্নাই শহরে আরও দুজনের মরদেহ পাওয়া গেছে। খবর-এনডিটিভি -চেন্নাইয়ে প্রবল বর্ষণে বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। আশা করা হচ্ছে, মঙ্গলবার দুপুর ১২ টার পর পরিস্থিতির উন্নতি হবে। চেন্নাই বিমানবন্দর মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত বন্ধ থাকবে। রাজ্য সরকার চেন্নাই, চেঙ্গলপাট্টু, কাঞ্চিপুরম ও তিরুভাল্লুর জেলায় সরকারি ছুটি ঘোষণা করেছে। বেসরকারি সংস্থার কর্মীদের যতটা সম্ভব বাড়ি থেকে কাজ করার জন্য বলা হয়েছে। সূত্র: সমকাল
গাজায় ৫ জনে ৪ জনই পালাচ্ছে
গাজায় গড়ে ১২৫ জন ১টি টয়লেট ব্যবহার করছে * শরণার্থী শিবিরে দেখা দিয়েছে ‘হেপাটাইটিস-এ’ * হামাসকে নিশ্চিহ্ন করা হবে-আইডিএফ
গাজায় প্রতিনিয়তই বাড়ছে ইসরাইলি ভয়াবহতা। বোমা-বারুদের আকস্মিক হামলায় ধ্বংস হচ্ছে বাড়িঘর। বিধ্বস্ত হচ্ছে সহায়-সম্বল। প্রাণ হারাচ্ছে অসহায় মানুষ। বসতবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে অনেকে। মাথা গোঁজার নিরাপদ ঠাঁই নেই বাসিন্দাদের। প্রাণ বাঁচাতে এদিক-ওদিক ছুটছে মানুষ। কখনো উত্তর থেকে দক্ষিণে আবার কখনো দক্ষিণ থেকে উত্তরে। ইসরাইলের বর্বরতা থেকে বাঁচতে প্রতি ৫ জনে ৪ জনই পালাচ্ছে। পরিস্থিতি এতটাই করুণ যে, গাজার ২২ লাখ বাসিন্দার ১৮ লাখই এখন বাস্তুচ্যুত। ৩৬৫ বর্গকিলোমিটারের অবরুদ্ধ গাজার অভ্যন্তরেই এক স্থান থেকে অন্য স্থানে ছুটছে মানুষ। সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজায় জাতিসংঘের মানবিক বিষয়ক কার্যালয় ‘ইউনাইটেড ন্যাশন্স রিলিফ অ্যান্ড ওয়ার্ক এজেন্সি ফর ফিলিস্তিন শরণার্থী (ইউএনআরডব্লিউএ)’। আলজাজিরা।৭ অক্টোবর থেকে চলমান হামলায় কার্যকর হয়েছিল সাত দিনের যুদ্ধবিরতি। শুক্রবার সকাল থেকেই আবার শুরু হয় হামলা। যুদ্ধবিরতির সময়ে অনেকে নিজ নিজ স্থান থেকে পালিয়েছে। আবার অনেকে নিজেদের আগের স্থানে ফিরে এসেছে। এ বিষয়ে জাতিসংঘ বলছে, ‘বাস্তুচ্যুতদের সঠিক গণনা চ্যালেঞ্জিং।’ সূত্র: যুগান্তর
গাজার হাসপাতালে ‘মরদেহের বন্যা’
নতুন করে আক্রমণ শুরুর পর ইসরায়েল দক্ষিণ গাজায় অবস্থান নেওয়া ফিলিস্তিনিদের আবারও সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, শহরটির হাসপাতালগুলোয় ‘মৃতদেহের বন্যা বয়ে যাচ্ছে’। সোমবার (৪ ডিসেম্বর) স্বাস্থ্য মন্ত্রণায়লয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ১৫ হাজার ৮৯৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর যুদ্ধবিরতি শেষ হওয়ার পর এখন পর্যন্ত ৮০০ জনের বেশি মারা গেছেন। দক্ষিণ গাজায় ইসরায়েলি সেনাবাহিনী এর স্থল আক্রমণের পরিধি বাড়িয়েছে।এদিকে সোমবার প্রথমবারের মতো একদল ফিলিস্তিনি চিকিৎসা নেওয়ার জন্য কাতারে পৌঁছেছে। দেশটির আমিরের মালিকানাধীন একটি চিকিৎসা-সহায়তা বিমানে করে তাদেরকে কাতারে নেওয়া হয়। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।
মস্কোতে ১৪৫ বছরের মধ্যে রেকর্ড তুষারপাত
মৌসুম পুরোপুরি না আসতেই এবার ভারী তুষারপাতে কাঁপছে গোটা ইউরোপ। রাশিয়ায় ইতিহাস সৃষ্টি করল তুষারপাত। মস্কোতে রবিবার ১৪৫ বছরের মধ্যে সবচেয়ে ভারী তুষারঝড় হয়েছে বলে জানা গিয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে রাশিয়াজুড়ে অনেক ফ্লাইটই বাতিল হয়েছে।রাশিয়ার হাইড্রোমেটিওরোলজিক্যাল সেন্টারের পরিচালক রোমান ভিলফান্ড বলেছেন, মস্কো ৩ ডিসেম্বর সবচেয়ে ভারী তুষারপাত দেখেছে। ১২ ঘণ্টার মধ্যে রেকর্ড ১০.৭ মিলিমিটার তুষারের স্তর জমে যায়। এর আগের রেকর্ডটি ছিল ১৮৮৯ সালে। সেবার ৯.৫ মিলিমিটার তুষারস্তর জমে গিয়েছিল।মস্কো বিমানবন্দরে বিমান ওঠানামাসহ ৭৩টি ফ্লাইট ভারি তুষারঝড়ের কারণে বাতিল করা হয়েছে।এদিকে সাইবেরিয়ার উত্তর-পূর্ব অংশের তাপমাত্রা মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে গিয়েছে। এই অঞ্চলের রাজধানী ইয়াকুটস্কে তাপমাত্রা ছিল মাইনাস ৪৪ ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস ৪৮ ডিগ্রি সেলসিয়াস। সূত্র: বণিক বার্তা।
বাঁচার জন্য আবার ছুটছে গাজাবাসী
ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলের শহর খান ইউনিস থেকে বাসিন্দাদের পুনরায় সরে যেতে বলেছে ইসরায়েলের সেনাবাহিনী। গাজায় চলমান যুদ্ধের কারণে সাম্প্রতিক সপ্তাহগুলোতে হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি এই শহরে ঠাঁই নিয়েছিল। বাসিন্দারা বলেন, গত রোববার রাত এবং গতকাল সোমবার সকালে খান ইউনিসের আশপাশে বিমান হামলা ও বিস্ফোরণের শব্দ শুনেছেন তাঁরা। ইসরায়েলি সেনাবাহিনী এবার গাজার বাসিন্দাদের উপত্যকাটির আরও দক্ষিণে মিসর সীমান্তবর্তী এলাকায় চলে যাওয়ার জন্য প্রচারপত্র ফেলেছে। এরপরই খান ইউনিসে এমন হামলা হলো। বাসিন্দারা আরও বলেন, খান ইউনিসের ভেতরে এবং এর আশপাশের প্রায় ২৪টি শহরতলি খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েল। সূত্র: আজকের পত্রিকা ।
গাজায় স্থল অভিযানে হামাসের ৮০০ টানেল চিহ্নিত
তিন দিনের ভারী বোমাবর্ষণ শেষে এবার অবরুদ্ধ গাজার দক্ষিণাঞ্চলে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি সেনারা। ইসরায়েলি সেনাবাহিনীর রেডিওতে প্রচারিত প্রাথমিক খবরে এ বিষয়ে নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়, বর্তমানে তারা খান ইউনিসের উত্তরে অভিযান চালাচ্ছে। খান ইউনিস শহরের কাছাকাছি জায়গায় ইসরায়েলি একটি ট্যাঙ্কের ছবিও যাচাই করে দেখা হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধান লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভি সেনাদের জানিয়েছেন, তারা দক্ষিণ গাজায় জোরালোভাবে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। গাজা ডিভিশনের অতিরিক্ত সেনাদের সঙ্গে নিজেদের সামরিক লক্ষ্যের বিষয়ে কথা বলেন আইডিএফ প্রধান। এ সময় হামাস কমান্ডারদের হত্যার বিষয়েও কথা বলছিলেন তিনি। সূত্র: দেশ রুপান্তর
খান ইউনিসের উপকণ্ঠে ইসরায়েলের ট্যাংক, উত্তর গাজায় হামলায় নিহত ৫০
গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস নগরী অভিমুখে স্থল অভিযানে এগিয়ে চলেছে ইসরায়েল। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও সাংবাদিকরা জানিয়েছেন, তারা খান ইউনিসের উপকণ্ঠে ইসরায়েলের ট্যাংক এবং সাঁজোয়া যান দেখতে পেয়েছেন।ওদিকে, গাজার উত্তরাঞ্চলে সোমবার ইসরায়েলের বিমান হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছে। দুটো স্কুলভবনে আশ্রয় নেওয়া মানুষের ওপর ইসরায়েল এ হামলা চালিয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা। বিমান থেকে বৃষ্টির মতো বোমা হামলা হয়েছে দক্ষিণ গাজার বিভিন্ন এলাকাতেও। ফলে গোটা গাজাতেই এখন যুদ্ধ ছড়িয়ে পড়েছে। দক্ষিণ গাজার একটি হাসপাতালের এক চিকিৎসক বলেছেন, রোববার রাতভর ভারি বোমা হামলার পর সেখানে বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে। দক্ষিণ গাজার আরও ভেতরের দিকে এগিয়ে চলেছে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) । ফিলিস্তিনের পুরো এলাকায় হামাস কেন্দ্রগুলোর ওপর হামলা চালাতে তারা স্থলঅভিযানের আওতা বাড়াচ্ছে বলে জানিয়েছে। সূত্র; বিডি নিউজ