‘হাওয়া’র পর নতুন দেশি ছবিতে চঞ্চল চৌধুরী
ভারতের প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ, বাংলাদেশের আলফা আই ও চরকি মিলে যৌথ প্রযোজনার দুটি সিনেমার ঘোষণা দিতে যাচ্ছে চলতি সপ্তাহে। যার একটি ঘোষণা হয় শনিবার (৯ ডিসেম্বর) বিকেলে।
সিনেমাটির নাম ‘দম’। পরিচালনা করছেন চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি। যেখানে ঢাকার নতুন ছবিতে দেখা যায়নি অভিনেতা চঞ্চল চৌধুরীকে। মনপুরা, আয়নাবাজি দিয়ে বাজিমাৎ করা জনপ্রিয় এ অভিনেতা আবার নতুন এ ছবি নিয়ে ফিরছেন।
দম-এর পরিচালক যিনি এর আগে চোরাবালি’ (২০১২) ও ‘আইসক্রিম’ (২০১৬) নামের সিনেমা দুটি নির্মাণ করে প্রশংসা কুড়িয়েছেন। ৭ বছরের বিরতি শেষে ‘দম’ নিয়ে পর্দায় ফিরছেন এই নির্মাতা।


তবে অফিসিয়াল ঘোষণার আগে কেউ এ ব্যাপারে মুখ খোলেননি। দীর্ঘদিন আগে চলচ্চিত্র নির্মাণ প্রসঙ্গে দীর্ঘদিন আগে এক সাক্ষাৎকারে রেদওয়ান রনি জানিয়েছিলেন, তিনি এবার থ্রিলার জার্নির গল্প নিয়ে সিনেমা বানাবেন। আগে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে, পরে অ্যাপে আসবে।
রোববার (১১ ডিসেম্বর) যে সিনেমার ঘোষণা আসছে সেটি পরিচালনা করবেন রায়হান রাফী। যেখানে নায়ক হিসাবে থাকছেন শাকিব খান। সিনেমার নাম ‘অভিনেতা’। সিনেমাটি আগামী ঈদুল আযহায় মুক্তি পাবে। আর সিনেমাটির নায়িকা নির্বাচনের কাজ এখনো চললাম বলে সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে।