‘সরকার ভোটার উপস্থিতি বাড়াতে অপকৌশলের আশ্রয় নিয়েছে’

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ১:২০ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২৪

সরকার ভোটার উপস্থিতি বাড়াতে অপকৌশলের আশ্রয় নিয়েছে বলে মন্তব্য করেছেন স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। তিনি বলেন- আওয়ামী লীগ ডামি প্রার্থী, ডামি ভোটারের পর ডামি পর্যবেক্ষকও নিয়োগ করেছে। নতুন নির্বাচিত সরকারকে বাংলাদেশের হাস্যরসপ্রিয় মানুষ অব দ্য ডামি, ফর দ্য ডামি, বাই দ্য ডামি বলবে।

সোমবার (৮ জানুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মঈন খান এসব কথা বলেন।

এ সময়-দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জালিয়াতি ও কারচুপির আশ্রয় নেয়া হয়েছে বলে অভিযোগ করে আবদুল মঈন খান- সরকার ভোটার উপস্থিতি বাড়াতে অপকৌশলের আশ্রয় নিয়েছে। এছাড়া নির্বাচন কমিশনের ভূমিকা, নির্বাচনকালীন সরকারের কার্যক্রম নিয়েও অভিযোগ তোলেন তিনি।

সংবাদ সংবাদ সম্মেলনে ড. আবদুল মঈন খান বলেন, রাষ্ট্র শক্তির ব্যবহার, ডামি নির্বাচন কমিশন, ডামি প্রার্থী, ডামি ভোটার, ডামি অবজারভার- এ সবকিছু দিয়ে নিয়ন্ত্রণের মাধ্যমে সরকারের একতরফা ভুয়া নির্বাচন দেশের জনগণ প্রত্যাখ্যান করেছে। এমনও অনেক কেন্দ্র ছিল সারা দিনে একটি ভোটও পড়েনি কিংবা হাতে গোনা কয়েকটি ভোট পড়েছে।

খাগড়াছড়ির বিভিন্ন আসনে ১৯৬টি কেন্দ্রের মধ্যে ১৯টি কেন্দ্রে একটি ভোটও পড়েনি। বাংলাদেশে আরো অনেক কেন্দ্র রয়েছে, যেখানে ১০-১২টি ভোট পড়েছে। এতে করে সরকার ও নির্বাচন কমিশন যে নাটক করেছিল, তা ছিল ভুয়া ও প্রহসনের নির্বাচন। প্রত্যক্ষদর্শীরাই এসব কথা বলেছেন।

নির্বাচনের প্রতিবাদে আগামীকাল ৯ জানুয়ারি ও পরশু বিএনপি অসহযোগ অব্যাহত রাখবে বলে ঘোষণা দেয়া হয় সংবাদ সম্মেলনে। পরবর্তী কর্মসূচি এরপর জানানো হবে বলে জানান তিনি।

Nagad