নতুন কর্মসূচি: ৩০ জানুয়ারি কালো পতাকা মিছিল করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৪

টানা দুই দিনের কর্মসূচি পালন শেষে নতুন কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনে থাকা বিএনপি। সংসদ নির্বাচনকে ‘ডামি’ ও ‘অবৈধ’ দাবি করে তা বাতিলের দাবিতে প্রথম অধিবেশন শুরুর দিন আগামী ৩০ জানুয়ারি (মঙ্গলবার) দেশের সব মহানগর, জেলা, উপজেলা, থানায় এবং সব পৌরসভায় কালো পতাকা মিছিল করবে দলটি।

শনিবার (২৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে কালো পতাকা মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

এ সময় তিনি বলেন-দ্বাদশ জাতীয় সংসদ বাতিল, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ, দলের চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তির দাবিতে আগামী ৩০ জানুয়ারি (মঙ্গলবার) কালো পতাকা মিছিল করবে বিএনপি।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘দেশের জনগণের বদলে অন্য রাষ্ট্রের সমর্থন নিয়ে সরকার গঠন করলে তাকে বৈধ সরকার বলা যায় না। এই সরকার জনগণের সরকার নয়। এই সরকার চীন, ভারত, রাশিয়া সমর্থিত সরকার।’

এর আগে বেলা দুইটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কালো পতাকা মিছিল উপলক্ষে হাজার হাজার নেতাকর্মী সমবেত হন। মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশ হয়। সেখানে কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।

দলের সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ ও সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর পরিচালনায় সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, এজেডেএম জাহিদ হোসেন, নিতাই রায় চৌধুরী, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন বক্তব্য দেন।

Nagad

প্রসঙ্গত-দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর রাজধানীসহ সারাদেশে আজ প্রথমবারের মতো কর্মসূচি পালন করছে বিএনপি। সংক্ষিপ্ত সমাবেশ শেষে কালো পতাকা মিছিল শুরু হয়। নয়াপল্টন থেকে শুরু হওয়া এ মিছিল নাইটিঙ্গেল মোড় হয়ে ফকিরাপুল – আরামবাগ মোড় ঘুরে নয়াপল্টনে শেষ হয়।