ফের প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হলেন হাসান জাহিদ তুষার

জ্যেষ্ঠ প্রতিবেদক:জ্যেষ্ঠ প্রতিবেদক:
প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপপ্রেস সচিব হিসেবে ফের চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন হাসান জাহিদ তুষার।

রবিবার (২৮ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি হওয়া এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে যুগ্মসচিব ড. আশরাফুল আলম প্রজ্ঞাপনটিতে সই করেছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, হাসান জাহিদ তুষারকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপপ্রেস সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

তিনি গ্রেড-৪ ভুক্ত হবেন এবং ৫০ হাজার থেকে ৭১ হাজার ২০০ টাকা বেতন স্কেলের আওতাভুক্ত সর্বোচ্চ ধাপের ৭১ হাজার ২০০ টাকা বেতন পাবেন।

এছাড়া এই নিয়োগের শর্তাবলী অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। সেইসঙ্গে বলা হয়, জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।

Nagad

উল্লেখ্য, হাসান জাহিদ তুষার ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি মাগুরা জেলায়।