আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৩২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২৪

চমক দেখিয়ে ছক্কা ইমরানের
♦ বিরূপ পরিবেশেও দলের স্বতন্ত্র প্রার্থীরা পেলেন সর্বাধিক আসন ♦ ক্ষমতায় আসা ঠেকাতে সেনাবাহিনী ও বিরোধী পক্ষ একজোট ♦ কোনো দলই পায়নি সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন ♦ সরকার গঠনে জটিল সমীকরণ

জেলখানার বন্ধ প্রকোষ্ঠে বসেই পাকিস্তানের সাধারণ নির্বাচন নিয়ে ছক সাজিয়েছিলেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী পিটিআই দলের প্রধান ইমরান খান। আর সেই ছকেই চমক দেখিয়ে ছক্কা মেরেছেন তিনি। সেনাবাহিনীসহ তাদের পক্ষে থাকা বাঘা বাঘা নেতাদের তিনি রীতিমতো কুপোকাত করেছেন। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত এ নির্বাচনের ফলাফল নিয়ে অনেক ঘোট পাকানো হলেও এ পর্যন্ত পাওয়া ফলাফলে দেখা যাচ্ছে বিরূপ পরিবেশেও ইমরানের দলের পক্ষে স্বতন্ত্র প্রার্থীরা হরেক রকম প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে সর্বাধিক আসনে বিজয়ী হয়েছেন। গতকাল রাতে পাওয়া পাকিস্তানি গণমাধ্যম ডন ও জিও নিউজের তথ্যানুযায়ী, ভোট হওয়া ২৬৫ আসনের মধ্যে ইমরানের পক্ষে দাঁড়ানো স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন ১০১টি আসনে। যদিও পিটিআই দাবি করেছে, তাদের প্রার্থীরা ১৭০ আসনে জয়ী হয়েছেন, কিন্তু এ ফলাফল আটকে রাখা হয়েছে। এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পিএমএল-এন দল পেয়েছে ৭৩ আসন, বিলাওয়াল ভুট্টোর পিপিপি পেয়েছে ৫৪ আসন এবং বাকি ছোট দলগুলো মিলে পেয়েছে ২৮ আসন। সরকারি ফলাফলে বলা হচ্ছে, কোনো দলই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন পায়নি। সূত্র: বাংলাদেশ প্রতিদিন।

জাতীয় পরিষদ নির্বাচন
পাকিস্তানে জোট সরকার গঠনে তৎপরতা

পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট সরকার গঠনে তৎপরতা শুরু করেছে প্রধান দলগুলো। এর মধ্যে পাকিস্তান মুসলিগ-নওয়াজের (পিএমএল-এন) প্রধান নওয়াজ শরিফ জোট সরকার গঠনের ইঙ্গিত দিয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান গহর আলী খানও জোট সরকার গঠনের কথা জানিয়েছেন। তবে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা বিলাওয়াল ভুট্টো জারদারি দাবি করেছেন, জোট গঠন নিয়ে কারো সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা হয়নি তাঁর দলের। পাকিস্তানের জাতীয় নির্বাচনে ভোটগ্রহণের দুই দিন পেরিয়ে গেলেও গতকাল বাংলাদেশ সময় রাত ১০টা পর্যন্ত চূড়ান্ত ফলাফল ঘোষণা করেনি নির্বাচন কমিশন। ভোট হওয়া ২৬৪টি আসনের মধ্যে ২৫৩টির ফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ৯২টি আসন নিয়ে এগিয়ে রয়েছেন পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। সূত্র: কালের কন্ঠ

পশুপাখির খাবার পিষে খাচ্ছে গাজার অনেকে

বেশ কিছুদিন ধরেই ফিলিস্তিনের গাজা উপত্যকায় ত্রাণবাহী গাড়ি ঢুকতে বাধা দিচ্ছে ইসরায়েল। গাজার বিভিন্ন স্থানে নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এই পরিস্থিতিতে উপত্যকাটির অনেক স্থানেই খাদ্যসংকট তীব্র হয়েছে। উত্তর গাজার অনেক বাসিন্দা জানিয়েছেন, তাঁদের শিশুরা কয়েক দিন ধরে খাবার পাচ্ছে না। জীবন বাঁচাতে অনেকে পশুপাখির খাবার (শস্যদানা) পিষে খাচ্ছেন। কিন্তু এখন এসব শস্যের মজুতও শেষ হয়ে যাচ্ছে। প্রয়োজনীয় পানিও পাচ্ছেন না অনেকে। একটু পানির জন্য কেউ কেউ মাটি খুঁড়ে পানি সরবরাহের নল খুঁজে পাওয়ার চেষ্টা করছেন। সূত্র: প্রথম আলো

Nagad

জনগণের রায় মেনে নেওয়ার আহ্বান মালালার

পাকিস্তানের জনগণের রায় মেনে নিতে নির্বাচিত রাজনীতিকদের প্রতি আহ্বান ‘জানিয়েছেন শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই। তিনি পাকিস্তানের গণতন্ত্রকে অগ্রাধিকার দিতেও তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এই আহ্বান জানান তিনি।মালালা বলেন, ‘আমি বরাবরের মতো বিশ্বাস করি, আমাদের অবশ্যই ভোটারদের সিদ্ধান্তকে স্বাগত জানাতে হবে।’তিনি বলেন, ‘আশা করি আমাদের নির্বাচিত রাজনীতিকরা, সরকার বা বিরোধী দল-যে দলেরই হোক না কেন, পাকিস্তানের জনগণের জন্য গণতন্ত্র ও সমৃদ্ধিকে অগ্রাধিকার দেবেন।’ সূত্র: সমকাল

ঐক্য সরকার চান সেনাপ্রধান
শর্তসাপেক্ষে নওয়াজের সঙ্গে জোট করবে পিপিপি

নির্বাচন অনুষ্ঠিত হওয়ার দুদিন পরও ফলাফল সম্পূর্ণ প্রকাশ করেনি পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি)। বাংলাদেশ সময় শনিবার রাত ৯টা পর্যন্ত পাওয়া ফলাফল অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেওয়া পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ১০০ আসনে জয়ী হয়েছে। পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএলএম-এন) পেয়েছে ৭৩টি আসন, পাকিস্তান পিপলস পার্টি ৫৪ আসনে জয়ী হয়েছে। অন্য দলগুলো পেয়েছে ২৮টি আসন। পাকিস্তানে সরকার গঠনের জন্য কোনো দলকে ১৩৪ আসনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে হয়। অর্থ্যাৎ এ পর্যন্ত পাওয়া ফলাফল অনুযায়ী, কোনো দলই এককভাবে সরকার গঠনে উপযুক্ত নয়। তবে নিজেদের সমর্থিত পিএলএম-এন-এর একক সংখ্যাগরিষ্ঠ জয়ের সম্ভাবনা নষ্ট হয়ে যাওয়ার পরও দেশের শাসনক্ষমতা নিয়ন্ত্রণের ব্যাপারে হাল ছাড়েনি পাকিস্তানের সেনাবাহিনী। কোনো দলই যেন সেনাবাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়াতে না পারে পরোক্ষভাবে সেই ব্যবস্থাই করছে তারা। নির্বাচন শেষে দলগুলোকে ঐক্যের সরকার গঠনের ইঙ্গিত দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির। শনিবার এক বিবৃতিতে তিনি দলগুলোকে ‘পরিপক্বতা এবং ঐক্য’ দেখানোর আহ্বান জানান। জিইও টিভি।বিবৃতিতে আসিম মুনির বলেন, ‘যেহেতু পাকিস্তানের জনগণ দেশের সংবিধানের প্রতি তাদের সম্মিলিত আস্থা প্রকাশ করেছে তাই এখন রাজনৈতিক পরিপক্বতা এবং ঐক্যের সঙ্গে একই প্রতিদান দেওয়া সব রাজনৈতিক দলের দায়িত্ব।’ নৈরাজ্য ও মেরুকরণের রাজনীতি থেকে সরে যাওয়ার জন্য জাতির একটি স্থিতিশীল হাত ও নিরাময় স্পর্শ প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি। সূত্র: যুগান্তর

পাকিস্তানে ফল ঘোষণায় দেরি: বিক্ষোভে পুলিশের গুলিতে নিহত ২, আহত এনডিএম নেতা

পাকিস্তানের নির্বাচনে ফল প্রকাশে দেরির প্রতিবাদে বিক্ষোভ মিছিলে পুলিশের গুলিতে নিহত হয়েছেন ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের (এনডিএম) দুই কর্মী। এ ছাড়া পার্টির চেয়ারম্যান এবং পাকিস্তানের সাবেক পার্লামেন্ট সদস্য মহসিন দাওয়ারসহ আহত হয়েছেন অন্তত ১৫ জন। পাকিস্তানের গণমাধ্যম ডন এক প্রতিবেদনে খবরটি দিয়েছে। গতকাল দেশটির খাইবারপাতুনখাওয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তানের মিরামশাহ সেনানিবাসে বিক্ষোভের সময় পুলিশের গুলিবর্ষণের ঘটনাটি ঘটে। ন্যাশনাল অ্যাসেম্বলির এনএ-৪০ আসনে ফল প্রকাশে দেরি এবং কারচুপির অভিযোগ তুলে আসনটির প্রার্থী মহসিন দাওয়ারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল হয়। সূত্র: আজকের পত্রিকা।

মেয়ের বান্ধবীকে ধর্ষণের পর ভিডিও ছড়িয়ে দেন বাবা

মেয়ের বান্ধবীকে ধর্ষণের ভিডিও ধারণ করেন এক ব্যক্তি। পরবর্তীতে শারীরিক সম্পর্কের জন্য ভুক্তভোগী রাজি না হওয়ায় ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন তিনি। এই অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার ভারতের ওড়িশার জাজপুর জেলায় এই ঘটনা ঘটেছে। পানিকোইলি থানায় অভিযোগ করে ভুক্তভোগী জানান, বান্ধবীর বাড়িতে বেশ কয়েকবার গিয়েছেন তিনি। সে কারণে অভিযুক্ত তার পূর্বপরিচিত। সূত্র: দেশ রুপান্তর

চ্যালেঞ্জের মুখে বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছেন জো বাইডেন। ঘটনার সূত্রপাত রবার্ট হুরের স্পেশাল কাউন্সেলের প্রতিবেদনকে কেন্দ্র করে। ওই প্রতিবেদনে ৮১ বছর বয়সী বাইডেনকে ‘এল্ডারলি ম্যান উইথ পুওর মেমোরি’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এমনকি এ কাউন্সেলের তদন্তে উঠে এসেছে, বাইডেনের ছেলে ঠিক কবে মারা গেছে সেটিই তিনি মনে করতে পারেন না। স্পেশাল কাউন্সেলের প্রতিবেদনের পর খোদ ডেমোক্রেটিক মহলেও প্রশ্ন উঠেছে, প্রেসিডেন্ট নির্বাচনের জন্য এখন তাদের নতুন কোনো প্রতিদ্বন্দ্বী খোঁজা উচিত কিনা। জানা গেছে, বাইডেনের বয়স নিয়ে সংশয় ডেমোক্রাটদের মধ্যেও। এরই মধ্যে স্মৃতিশক্তি বিতর্ক নির্বাচনের আগে রিপাবলিকানদের সুবিধা দেবে বলেই মনে করছেন তারা। সূত্র: বণিক বার্তা।

মিয়ানমারের যুদ্ধে যেভাবে জড়িয়ে পড়ছে ক্যাম্পের রোহিঙ্গারা

মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতে বাংলাদেশের ভেতরে থাকা রোহিঙ্গারাও কিভাবে অংশ নিচ্ছে তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। এমন অবস্থায় সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ক্ষোভ দেখা যাচ্ছে সীমান্তের বাসিন্দাদের মধ্যে।কক্সবাজারের উখিয়া টেকনাফের গ্রামবাসীরা বলছেন, সংঘাতের এই সুযোগ কাজে লাগিয়ে ক্যাম্পে থাকা রোহিঙ্গা সংগঠনগুলোর কেউ কেউ সীমান্ত পাড়ি দিয়ে আরাকান আর্মির সাথে ‘যুদ্ধে’ অংশগ্রহণ করছে। কোন কোন সংগঠন আবার মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের(বিজিপি) ফেলে যাওয়া অস্ত্রগুলো নিয়ে প্রবেশ করছেন বাংলাদেশে।গত মঙ্গলবার এমন ২৩ জনকে আটকের পর বিজিবি তাদেরকে পুলিশে হস্তান্তর করে। তাদের কাছ থেকে ১২টি অস্ত্রও উদ্ধার করা হয়। সূত্র: বিবিসি বাংলা।

নেতানিয়াহুর নির্দেশে রাফাহ শহরে হামলা, ১০ শিশুসহ নিহত ২৮

গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ২৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট।ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর নির্দেশের পর স্থানীয় সময় শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে এই হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। অ্যাসোসিয়েটেড প্রেসের সাংবাদিকদের মতে, মিশর সীমান্তবর্তী ওই শহরে শনিবার সকালে তিনটি বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে তিনটি পরিবারের বেশ কয়েকজন সদস্য নিহত হয়েছেন। নিহতদের প্রায় ১০ জনই শিশু। এর মধ্যে এক শিশুর বয়স মাত্র তিন মাস। এর আগে, গাজার উত্তরাঞ্চলীয় খান ইউনিস শহর থেকে লোকজনকে রাফাহ শহরে আশ্রয় নিতে বলা হয়েছিল। কিন্তু সেখানে আশ্রয় নেওয়া লোকজনের ওপরই এখন হামলা চালাচ্ছে ইসরায়েল।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কিদরা বলেছেন, বর্তমান স্থলযুদ্ধের কেন্দ্রবিন্দুতে পরিণত খান ইউনিসের নাসের হাসপাতাল এলাকার গুলি চালায়। এতে অন্তত একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।সূত্র: বাংলানিউজ