লিটনের ঝড়ো ইনিংসেও রক্ষা পেল না কুমিল্লা, সিলেটের হার

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২৪

লক্ষ্যটা সহজ ছিল না। জিততে হলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে পাড়ি দিতে হতো ১৭৭ রান। এই রান তাড়ায় লড়াই জমিয়ে তোলেন লিটন দাস। কিন্তু অধিনায়ক প্রান্ত আগলে রাখলেও অন্য প্রান্তে সতীর্থের আসা-যাওয়ার মিছিলে ব্যর্থ হয় কুমিল্লা।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) টস জিতে ব্যাটিংয়ে নেমে কুমিল্লাকে ১৭৮ রানের লক্ষ্য দেয় সিলেট। নির্ধারিত ওভারে ১৬৫ রান তুলতে পারে কুমিল্লা। এতে ১২ রানের জয় পায় সিলেট।

বড় রান তাড়ায় শুরুটা চরম বাজে হয় কুমিল্লার। ইনিংসের শুরুতেই ওপেনার ইমরুল কায়েসকে হারায় তারা। সামিথ প্যাটেলের বলে ক্যাচ তুলে দিয়ে ৩ রানে বিদায় নেন ইমরুল।ওয়ানডাউনে নামা তাওহিদও টিকতে পারেননি। ১৭ রানে তিনি পড়েন তানজিম হাসান সাকিবের ফাঁদে। তবে স্রোতের বিপরীতে ছিলেন লিটন দাস। মাথাঠাণ্ডা রেখে দলকে এগিয়ে নেন অধিনায়ক। তার ব্যাটে চড়েই এক সময় জয়ের আশা জাগায় কুমিল্লা। কিন্তু বাকিদের আসা-যাওয়ার মিছিলে সেটা আর সম্ভব হয়নি।

দলের হয়ে সর্বোচ্চ ৮৫ রান করেন লিটন। ৫৭ বলে তার ইনিংসটি সাজানো ছিল সাতটি বাউন্ডারি আর তিনটি ছক্কায়। জনসন চার্লস করেন ১২ রান। রাসেলের ব্যাট থেকে আসে ২৩ রান।