নাইজেরিয়ায় স্কুলে বন্দুকধারীদের হামলা, ২৭৫ শিক্ষার্থীকে অপহরণ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২৪

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের কাদুনা রাজ্যের একটি স্কুলে হামলার চালিয়ে অন্তত ২৭৫ জন শিক্ষার্থীকে অপহরণ করেছে বন্দুকধারীদের একটি দল। দেশটিতে এক সপ্তাহের মধ্যে এটি দ্বিতীয় গণ অপহরণের ঘটনা। খবর আল জাজিরার। কাদুনা রাজ্যের স্থানীয় সরকারি কর্মকর্তারা বৃহস্পতিবার কুরিগা স্কুল থেকে অপহরণের বিষয়টি নিশ্চিত করেছেন, কিন্তু কতজন শিশুকে অপহরণ করা হয়েছে সে পরিসংখ্যান প্রকাশ করেননি।

কাদুনা রাজ্যের স্থানীয় সরকারি কর্মকর্তারা বৃহস্পতিবার কুরিগা স্কুল থেকে অপহরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ঠিক কতজনকে অপহরণ করা হয়েছে সে বিষয়ে তথ্য দেননি তিনি।

সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, স্কুল কর্তৃপক্ষ রাজ্য সরকারকে জানিয়েছে অপহরণের শিকার ২৫ শিক্ষার্থী পরিবারের কাছে ফিরলেও এখনো ২৭৫ জন নিখোঁজ রয়েছে।

তবে শিক্ষার্থীদের উদ্ধার করতে একটি দল এরই মধ্যে মোতায়েন করা হয়েছে। যারা নিখোঁজ রয়েছে ধারণা করা হচ্ছে তাদের বয়স আট থেকে পনেরো বছরের মধ্যে।

আফ্রিকার এই জনবহুল দেশটিতে মুক্তিপণের জন্য অপহরণের ঘটনা খুবই সাধারণ। সেখানের অপরাধীরা প্রায় স্কুল ও কলেজকে লক্ষ্যবস্তু বানায়। সূত্র: আল-জাজিরা

Nagad