আর্সেনালকে ছাপিয়ে গেল ম্যানচেস্টার সিটি, জয়ে শীর্ষে

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:০৩ অপরাহ্ণ, মে ১১, ২০২৪

অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে জিতে শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া করেনি ম্যানচেস্টার সিটি। বরং ফলহ্যামের বিপক্ষে দারুণ জয়ে প্রিমিয়ার লিগের শীর্ষে উঠল পেপ গুয়ার্দিওলার দল। এবার পয়েন্ট তালিকায়ও শীর্ষে উঠে গেল তারা। ফুলহ্যামকে উড়িয়ে দুইয়ে নামিয়ে দিল শিরোপার প্রধান প্রতিদ্বন্দ্বী আর্সেনালকে।

প্রতিপক্ষের মাঠে শনিবার লিগ ম্যাচটি ৪-০ গোলে জিতেছে পেপ গুয়ার্দিওলার দল। সিটির একক আধিপত্যের ম্যাচে জোড়া গোল করেছেন ডিফেন্ডার ইয়োশকো ভার্দিওল, দ্বিতীয় গোলটি করেন মিডফিল্ডার ফিল ফোডেন। শেষ গোলটি করেন হুলিয়ান আলভারেস।

৩৬ ম্যাচে ২৬ জয় ও সাত ড্রয়ে সিটির পয়েন্ট হলো ৮৫। ২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আর্সেনাল।