স্লোগানে স্লোগানে মুখর কেন্দ্রীয় শহীদ মিনার

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২৪

কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ বিকেল তিনটার দিকে লোকে লোকারণ্য হয়ে পড়ে। শহীদ মিনারে জড়ো হয়েছেন অন্তত হাজার হাজার মানুষ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এখানে জড়ো হয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। শহীদ মিনার ও এর আশপাশের রাস্তায় এখন হাজারো মানুষের পদধ্বনি। ধীরে ধীরে বিক্ষুব্ধরা জড়ো হচ্ছেন দলে দলে।

আজ শনিবার (৩ আগস্ট) বিকেল তিনটার আগে থেকে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহীদ মিনার এলাকায় একত্রিত হন।

শহীদ মিনারে সব শ্রেণি-পেশার মানুষ জড়ো হয়ে আন্দোলন করছেন। স্লোগান দিচ্ছেন। বৃষ্টি হচ্ছে। এর মধ্যে মাথায় ছাতা ধরে আন্দোলনকারীরা স্লোগান দিচ্ছেন। অভিনয়শিল্পী বাঁধনও সংহতি জানিয়ে এসেছেন আন্দোলনে শরিক হতে। হাজার হাজার জনতা জড়ো হয়েছেন।

কর্মসূচিতে রাজধানীর স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। সকাল থেকে বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেন তারা। পরে মিছিলগুলো একে একে পৌঁছাতে থাকে শহীদ মিনারে। শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশে আসছেন অন্যান্য পেশাজীবীরাও।

শহীদ মিনার থেকে দোয়েল চত্বর হয়ে জাতীয় ঈদগাহ ময়দানের গেটে দেখা যায়, শিক্ষার্থীদের বিশাল এক দল মিছিল নিয়ে শহীদ মিনারের দিকে যাচ্ছে। এ সময় তারা ভুয়া ভুয়া স্লোগান দিতে দিতে যেতে থাকেন।

Nagad