আন্দোলনকারীদের ধাওয়া খেলেন রাফসান দ্যা ছোটভাই
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে স্থান ত্যাগ করেছেন রাফসান দ্যা ছোটভাই। এক পর্যায়ে ধাওয়া খেয়ে-পলায়ন করেছেন তিনি।
শনিবার (৩ আগস্ট) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তন (টিএসসি) থেকে তাকে পালিয়ে যেতে দেখা যায়।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, রাফসান টিএসসিতে পৌঁছালে শিক্ষার্থীরা তাঁকে উদ্দেশ্য করে ‘ভুয়া ভুয়া’ দুয়োধ্বনি দিতে থাকে। এ সময় উপায়ন্তর না দেখে তিনি গাড়িতে উঠে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। এ সময় শিক্ষার্থীরা তাঁর গাড়িতে লাঠি ও বাঁশ দিয়ে আঘাত করেন।
শিক্ষার্থীরা ভুয়া ভুয়া দুয়োধ্বনি দেওয়ার আগে রাফসান শিক্ষার্থীদের বলেন, ‘আপনাদের প্রোগ্রামে সংহতি জানাতে এসেছি।’ তবে শিক্ষার্থীরা তাঁর কথায় কর্ণপাত করেনি।
এদিকে দুপুর থেকে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহীদ মিনার এলাকায় একত্রিত হয় শিক্ষার্থীরা। মুহুর্মুহু স্লোগানে প্রকম্পিত করে তোলে রাজপথ।
সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করে হত্যার প্রতিবাদ ও ৯ দফা দাবিতে শনিবার সারাদেশে বিক্ষোভ মিছিল ও রোববার থেকে অনির্দিষ্টকালের ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক দেওয়া হয়। শুক্রবার (২ আগস্ট) রাত ৮টায় ফেসবুক পোস্ট ও ভিডিও বার্তায় এ ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ ও সহ-সমন্বয়ক রিফাত রশিদ।
উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত ১৬ জুলাই থেকে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটতে থাকে। এসব ঘটনায় সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত ১৫০ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে। যদিও বিভিন্ন গণমাধ্যমে এ সংখ্যা দুই শতাধিক বলে দাবি করা হচ্ছে।