আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় তিশার আহ্বান

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২৪

শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাধারণ মানুষের পাশাপাশি শুরু থেকেই সরব ছিলেন তারকারা। তবে আন্দোলনে বিজয়ের পর বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ, ভাঙচুর ও পুলিশ সদস্যদের ওপর আক্রমণের ঘটনায় গভীর চিন্তার রেখা তাদের কপালে।

জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ফেসবুকে লিখেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়ন করুন এবং দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনুন।

এর আগে-দেশে চলমান আন্দোলন ও ছাত্রদের দাবি নিয়ে শুরু থেকেই সরব ছিলেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত বিভিন্ন পোস্টে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে সংহতি জানিয়েছেন তিনি। এবার নতুন এক পোস্টে নুসরাত ইমরোজ তিশা আইন শৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়নের জন্য আহ্বান জানিয়েছেন।

প্রসঙ্গত, টিভি নাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন তিশা। তবে গান দিয়েই শুরু হয়েছিল তার পথচলা। শিশুশিল্পী হিসেবে ১৯৯৫ সালে নতুনকুঁড়ি জাতীয় পুরস্কারে প্রথম স্থান লাভ করেছিলেন তিনি। এরপর খুব অল্পসময়ের মধ্যেই সকল শ্রেণির দর্শকদের কাছে হয়ে ওঠেন জনপ্রিয়। সেই থেকে বিভিন্ন টিভি বিজ্ঞাপন ও নাটকে নিয়মিত অভিনয় করছেন তিশা। পাশাপাশি কাজ করেছেন বেশ কিছু চলচ্চিত্রেও। সবশেষ স্বামী মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত চলচ্চিত্র ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’-তে দেখা গেছে তাকে।