শপথ নিয়েই আহতদের দেখতে ঢামেকে ড. ইউনূসসহ উপদেষ্টারা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১:০৫ পূর্বাহ্ণ, আগস্ট ৯, ২০২৪

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টারা সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনে আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যান। এর আগে অন্তর্বর্তী সরকারের শপথের সময় বঙ্গভবনের দরবার হলে প্রায় ৪০০ অতিথি উপস্থিতি ছিলেন।

আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে বঙ্গভবনে শপথ নেওয়ার পর উপদেষ্টারা ঢামেক হাসপাতালে যান।

তারা পুরাতন ভবনের নিচ তলায় দুটি ওয়ার্ডে ভর্তি রোগীদের চিকিৎসার খোঁজখবর নেন। এর আগে সেনাবাহিনীসহ নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঢামেক হাসপাতাল নিয়ন্ত্রণ নিয়ে নেন এবং ডগ স্কোয়াডের সাহায্যে বিভিন্ন জায়গায় নিরাপত্তা বলয় গড়ে তোলেন।

এদিকে ড. ইউনূসের পর শপথ নেন ১৩ উপদেষ্টা। তারা হলেন- ড. সালেহ উদ্দিন আহমেদ, ড. আসিফ নজরুল, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রিজওয়ানা হাসান, মো. নাহিদ ইসলাম (ছাত্র প্রতিনিধি), আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া (ছাত্র প্রতিনিধি), ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, ফরিদা আখতার, ড. আ ফ ম খালিদ হোসেন, নুরজাহান বেগম এবং শারমিন মুরশিদ।

এদিকে ঢাকার বাইরে থাকায় উপদেষ্টার শপথ নেননি তিনজন। তারা হলেন- বিধান রঞ্জন রায় (চিকিৎসক), ফারুক-ই-আজম (বীর প্রতীক) ও সুপ্রদীপ চাকমা (পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রদূত)

Nagad