ময়মনসিংহে ৩৪ নিহতের পরিবারকে দুই লাখ করে টাকা দিলো জামায়াত
ময়মনবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ময়মনসিংহে ৩৪ জন নিহতের পরিবারকে দুই লাখ করে টাকা দিয়েছে জামায়াতে ইসলামী।
শুক্রবার (৩০ আগস্ট) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় শেষে তাদের হাতে অনুদানের এ টাকা তুলে দেন জামায়াত নেতারা।
এ সময় জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক এমপি অ্যধ্যাপক মুজিবুর রহমান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ময়মনসিংহ অঞ্চলে ৬২ জন শহীদ হয়েছেন। তাদের বেশিরভাগই শ্রমিক শ্রেণির। যারা জালেম সরকারকে বিতাড়িত করতে শহীদ হয়েছেন, তাদের নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমি তাদের আত্মার মাগফেরাত কামনা করি।
তিনি আরও বলেন, জালেমদের রেখে কখনই সুষ্ঠু নির্বাচন হবে না। একটা যুক্তিসঙ্গত সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। অন্তর্বর্তী সরকারকে দীর্ঘায়িত করা যাবে না।
জেলা জামায়াতের আমির আব্দুল করিমের সভাপতিত্বে ও মহানগর আমির কামরুল আহসান এমরুলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন – কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং প্রচার ও মিডিয়া বিভাগের সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ অঞ্চলের পরিচালক ড. সামিউল হক ফারুকী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মঞ্জুরুল ইসলাম ভূইয়া প্রমুখ।