এবার বিসিবি থেকে পদত্যাগ করলেন সুজন

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২৪

খালেদ মাহমুদ সুজন। ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। বিসিবি সূত্রে বিষয়টি জানা গেছে।

সূত্র জানিয়েছে, আজ ১১ বুধবার সেপ্টেম্বর বিসিবিতে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। সাবেক বোর্ড প্রধানের পদত্যাগের পর বেশ কয়েকজন পরিচালকও পদত্যাগ বা মিটিংয়ে অনুপস্থিতি সংক্রান্ত কারণে বোর্ড থেকে সরে গিয়েছিলেন। এর পর বোর্ডে একটা স্থিতাবস্থা এসেছিল। এরমধ্যেই সুজনের এভাবে পদত্যাগ চমক সৃষ্টি করেছে।

গত ২১ আগস্ট বিসিবি সভাপতির দায়িত্ব ছাড়েন নাজমুল হাসান পাপন। ২০১২ সাল থেকে এই দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। ২০১২ সাল থেকেই পাপনের বোর্ডে গুরুত্বপূর্ণ সব দায়িত্ব পালন করে আসছেন সুজন। এর মধ্যে গেম ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্বও আছে। ক্রিকেট অপারেশন্স কমিটির সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

এছাড়া বিসিবি পরিচালক পদের পাশাপাশি জাতীয় দলের টিম ডিরেক্টর, অন্তর্বর্তীকালীন কোচ, টিম ম্যানেজারের দায়িত্বও পালন করেছেন সুজন। এছাড়া ক্রিকেট ক্লাব আবাহনী ও বিপিএলে ঢাকার ক্লাবকে কোচিং করিয়েছেন সুজন। তৃণমূল থেকে ক্রিকেটার উঠিয়ে আনতেও জুড়ি মেলা ভার এই তারকার।

জানা গেছে, সুজনের আগে পদত্যাগ করেছেন বিসিবির আরও কয়েকজন পরিচালক। এর মধ্যে সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়ও আছেন। শোনা যাচ্ছে-আ জ ম নাছির, শেখ সোহেল, ইসমাইল হায়দার মল্লিক, অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, গাজী গোলাম মর্তুজা পাপ্পা, আহমেদ নজিব, মঞ্জুর কাদেরের মতো পরিচালকরাও পদত্যাগ করতে পারেন। পদত্যাগ না করলেও টানা তিন কার্যদিবসে উপস্থিত না হওয়ার কারণে পরিচালকের পদ হারাতে পারেন তারা।

প্রসঙ্গত-পরিচালকের পদ থেকে এর আগে পদত্যাগ করেছেন জালাল ইউনুস, আহমেদ সাজ্জাদুল আলম, শফিউল আলম চৌধুরী নাদেল ও নাইমুর রহমান দুর্জয়। এদিকে বোর্ড সভাপতির পদ থেকে সরে গেলো পরিচালকের পদ ধরে রেখেছেন নাজমুল হাসান।

Nagad