হাত-পা বেঁধে নির্যাতনের পরও ছেলের বিচার চান না বৃদ্ধ বাবা

সাতক্ষীরা সংবাদদাতা:সাতক্ষীরা সংবাদদাতা:
প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৪

সাতক্ষীরার বাঁশতলা গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক অরবিন্দু মণ্ডল (৮০) তার ছেলে বিশ্বনাথ মণ্ডল ও পুত্রবধূ কবিতা মণ্ডলের বিরুদ্ধে নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার এই নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা প্রশাসনের নজরে আসে।

মঙ্গলবার (৫ নভেম্বর) পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

অরবিন্দু মন্ডলের মেয়ে অঞ্জনা মন্ডল জানান, কিছুদিন আগে বাবার এক লাখ ও পরবর্তীতে আরও পঞ্চাশ হাজার টাকা হারিয়ে যায়। ধারণা করা হচ্ছে, পুত্রবধূ কবিতা মন্ডল সেই টাকা সুদে খাটানোর জন্য স্থানীয় এক মেম্বারের কাছে দিয়েছেন। বাবার টাকা ফেরত চাইলে বিশ্বনাথ ও তার স্ত্রী প্রায়ই তাকে নির্যাতন করতেন। সোমবার সকালে তারা বাবাকে হাত-পা বেঁধে নির্যাতন করেন, যা স্থানীয় একজন যুবক ভিডিও করে ফেসবুকে প্রকাশ করেন।

সাতক্ষীরা পুলিশ সুপার মনিরুল ইসলাম জানান, ভিডিওটি নজরে আসার পর পুলিশ ঘটনাস্থলে যায়। তবে, অভিযুক্ত বিশ্বনাথ ও তার স্ত্রী বর্তমানে পলাতক। অরবিন্দু মণ্ডল থানায় অভিযোগ করতে না চাইলেও কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সন্তানদের ভবিষ্যৎ ভেবে ও তাদের সন্তানের মুখের দিকে তাকিয়ে অরবিন্দু মণ্ডল এ বিষয়ে অভিযোগ করতে চান না। তিনি বলেন, “আমার ছেলের দুটি সন্তান রয়েছে। তাদের কথা ভেবে আমি তাদের ক্ষমা করে দিয়েছি। নিজের সন্তানের বিরুদ্ধে মামলা করবো কীভাবে?”

Nagad