বিশ্বনেতাদের অভিনন্দনে সিক্ত ডোনাল্ড ট্রাম্প

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২৪

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। মাত্র চারটি ইলেকটোরাল কলেজ ভোট পেলেই তিনি ২৭০-এর প্রয়োজনীয় সংখ্যাটি অর্জন করবেন। কয়েকটি অঙ্গরাজ্যে ভোট গণনা এখনো চলছে, তবে ট্রাম্পের বিজয় প্রায় নিশ্চিত। বিপুল ব্যবধানে পিছিয়ে আছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। এই পরিস্থিতিতে ট্রাম্পকে অভিনন্দন জানাতে শুরু করেছেন বিভিন্ন দেশের নেতা।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ অভিনন্দন বার্তায় বলেন, ‘শান্তি ও সমৃদ্ধির লক্ষ্যে আমরা সম্মান ও উচ্চাকাঙ্ক্ষা নিয়ে চার বছর একসঙ্গে কাজ করতে প্রস্তুত।’

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ বিজয়কে ‘ইতিহাসের সর্বশ্রেষ্ঠ প্রত্যাবর্তন’ হিসেবে অভিহিত করেছেন।

অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহামার বলেন, ‘আমি ট্রান্স-আটলান্টিক সম্পর্ককে আরও শক্তিশালী করে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় একসঙ্গে কাজ করার জন্য উদগ্রীব।’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স একাউন্টে লিখেছেন, ‘আমার বন্ধু ট্রাম্পকে ঐতিহাসিক জয়ের জন্য আন্তরিক অভিনন্দন।’

Nagad