ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৬৬ জন

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:২২ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২৪

ডেঙ্গু সংক্রমণের অবস্থা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে, যেখানে শুধুমাত্র গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে এবং ৪৬৬ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছর এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪২ জনে এবং আক্রান্ত রোগীর সংখ্যা ৬৯,৯২২ জন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে, মোট ১৫৫ জন। ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) সর্বাধিক ১৪৫ জন রোগী ভর্তি হয়েছেন গত একদিনে। এ পরিস্থিতিতে, বিশেষ করে শহরের জনবহুল এলাকাগুলোতে ডেঙ্গু নিয়ন্ত্রণে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি উঠছে।

ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সতর্ক থাকা এবং এডিস মশার প্রজননস্থল নির্মূল করতে সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ত্বরিত পদক্ষেপ প্রয়োজন।