মাহির স্ট্যাটাসে নেটদুনিয়ায় উত্তাল

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৪

বছরজুড়ে কাজের চেয়ে ব্যক্তিগত জীবনের নানা ঘটনা নিয়ে আলোচনায় থাকা চিত্রনায়িকা মাহিয়া মাহি এবার ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসে আবারও নজরে এসেছেন।

গত ১৬ নভেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, ‘ঝগড়া করারও কেউ নেই।’ পোস্টটি মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। কমেন্ট সেকশনে নেটিজেনদের নানা প্রতিক্রিয়া দেখা যায়। কেউ মজার ছলে মন্তব্য করেছেন, কেউ আবার তার পাশে থাকার আশ্বাস দিয়েছেন। একজন লিখেছেন, ‘আমারও ঝগড়া করতে ইচ্ছে করছে।’ আরেকজন বলেন, ‘চিন্তা করবেন না, যার কেউ নেই তার জন্য আমি আছি।’

ব্যক্তিজীবনের নানা উত্থান-পতন
মাহিয়া মাহি ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন। পরে ২০২১ সালের সেপ্টেম্বরে গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারকে বিয়ে করেন। তাদের সংসারে একটি পুত্রসন্তান রয়েছে। তবে দাম্পত্য জীবনের আড়াই বছর পার হতেই মাহি-রাকিবের সংসার ভেঙে যায়।

মাহির এমন স্ট্যাটাস তার ব্যক্তিজীবনের সাম্প্রতিক পরিস্থিতির প্রতিফলন বলে মনে করছেন অনেকেই। তবে এ নিয়ে অভিনেত্রী এখনো বিস্তারিত কিছু বলেননি।

মাহির স্ট্যাটাস ঘিরে নেটিজেনদের আলোচনা-সমালোচনার মধ্যেও ভক্তরা তার পাশে থাকার আহ্বান জানিয়েছেন।

Nagad