‘তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালে একমত নাগরিক সমাজ ও বুদ্ধিজীবীরা’
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার জানিয়েছেন, নাগরিক সমাজ, বুদ্ধিজীবী এবং শিক্ষকদের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের বিষয়ে ঐক্যমত রয়েছে।
রোববার (২৪ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নাগরিক সমাজ, বুদ্ধিজীবী ও শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত সংলাপ শেষে তিনি এ তথ্য জানান।


বদিউল আলম বলেন, “তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল এবং ‘না ভোট’ চালুর বিষয়ে সবাই একমত। পাশাপাশি আগের বিতর্কিত ও ভুয়া নির্বাচন পরিচালনার জন্য সাবেক নির্বাচন কমিশনের বিচারের দাবিও উঠেছে।”
তিনি আরও বলেন, “নির্বাচন কমিশনকে স্বাধীন, শক্তিশালী এবং আর্থিকভাবে স্বনির্ভর করতে হবে। এমনকি, এটি সরকারের অধীনে একটি স্বাধীন সংস্থা হিসেবে কাজ করতে হবে।”
সংলাপে আইন পরিবর্তন, পিআর সিস্টেম চালু এবং জাতীয় সংসদে নারীদের সরাসরি নির্বাচনের প্রস্তাব নিয়েও আলোচনা হয়। রাষ্ট্রপতির সরাসরি নির্বাচনের দাবিও তুলেছেন অনেকেই।