টোলপ্লাজায় বাস দুর্ঘটনায় ৬ জন নিহত: এবার গ্রেপ্তার বাসমালিক

মুন্সীগঞ্জ সংবাদদাতা:মুন্সীগঞ্জ সংবাদদাতা:
প্রকাশিত: ১০:৪২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২৪

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোলপ্লাজায় বাসের ধাক্কায় ছয়জন নিহতের ঘটনায় বাসটির মালিক ডাব্লিউ ব্যাপারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাতে মাদারীপুরের শিবচর থেকে তাকে আটক করা হয়।

এর আগে, একই ঘটনায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে বাসচালক নুরুন্নবীসহ দুজনকে র‍্যাব ও হাইওয়ে পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়।

হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি ড. আ ক ম আকতারুজ্জামান বসুনিয়া জানান, “দুর্ঘটনার দিন গ্যারেজ থেকে ফিটনেসহীন বাসটি বের করা হয়। বাস চালানোর দায়িত্বে ছিলেন নেশাগ্রস্ত ও মেয়াদোত্তীর্ণ লাইসেন্সধারী চালক।”

এ ঘটনায় নিহতদের স্বজনরা হাসাড়া হাইওয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় বাসমালিকসহ কয়েকজনকে আসামি করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতেই মালিককে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার (২৭ ডিসেম্বর) টোলপ্লাজায় টোল দেওয়ার জন্য দাঁড়ানো প্রাইভেটকার, মোটরসাইকেল ও মাইক্রোবাসকে পেছন থেকে ধাক্কা দেয় বেপারী পরিবহনের একটি বাস। ঘটনাস্থলেই এক শিশু নিহত হয়। হাসপাতালে নেওয়ার পথে আরও পাঁচজনের মৃত্যু হয়। ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হন।

Nagad