পদে পরিবর্তন: চুন্নুকে অব্যাহতি, নতুন মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২৫

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব পদে পরিবর্তন এসেছে। মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি দিয়ে নতুন মহাসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের গঠনতন্ত্র অনুযায়ী এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

সোমবার (৭ জুলাই) জাতীয় পার্টির দপ্তর সম্পাদক কর্তৃক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘জাতীয় পার্টির চেয়ারম্যান গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক মহাসচিব মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি প্রদান করেছেন এবং শূন্য পদে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে নিয়োগ দিয়েছেন।’

দলের নেতৃত্বে নতুন ধারা?
দলীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে দলের অভ্যন্তরীণ নানা সংকট ও মতবিরোধের প্রেক্ষাপটে মহাসচিব পদে এই পরিবর্তন আনা হয়েছে। শামীম হায়দার পাটোয়ারী এর আগেও দলের গুরুত্বপূর্ণ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন এবং সংসদে দলের প্রতিনিধিত্ব করেছেন।

এ পরিবর্তনের মাধ্যমে জাপার রাজনীতিতে নতুন গতি আসবে বলে মনে করছেন দলের অনেক নেতাকর্মী।

Nagad