মেক্সিকোতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সচিব পদমর্যাদার) এম মুশফিকুল ফজল আনসারীকে মেক্সিকোতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
রোববার (২৯ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ নাজমুল হকের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।


অফিস আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মুশফিকুল ফজল আনসারী মেক্সিকো সিটির বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করবেন।
এই নিয়োগ বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে মেক্সিকোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে