সচিবালয়ে আগুন: তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন আজ জমা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:৪৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২৪

সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত উচ্চপর্যায়ের তদন্ত কমিটি আজ প্রাথমিক প্রতিবেদন জমা দেবে। প্রধান উপদেষ্টার কাছে এ প্রতিবেদন হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার।

তিনি জানান, তদন্ত কমিটির প্রধান ইতোমধ্যে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছেন। কিছু আলামত দেশের ভেতরে পরীক্ষা করা হয়েছে এবং প্রয়োজনে তা বিদেশেও পাঠানো হতে পারে। তদন্তকাজ এখনও চলমান।

উল্লেখ্য, গত বুধবার গভীর রাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত ১টা ৫২ মিনিটে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় ১০ ঘণ্টা পর, বৃহস্পতিবার বেলা পৌনে ১২টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডে ভবনের ৬, ৭, ৮ এবং ৯ তলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে অষ্টম ও নবম তলায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। সেখানকার বেশিরভাগ নথি পুড়ে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

তদন্ত কমিটি দ্রুত ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতি নির্ধারণে কাজ চালিয়ে যাচ্ছে।

Nagad