আদাবরে নবদম্পতিকে জিম্মি করে চাঁদা দাবি, স্ত্রীকে কুপ্রস্তাব: আটক ৩
রাজধানীর আদাবরে এক নবদম্পতিকে জিম্মি করে চাঁদা দাবি এবং নারীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন— জসীম (৩৩), জিহাদুল ইসলাম শুব (১৯) এবং ফয়সাল (১৮)।
রোববার (২৯ ডিসেম্বর) রাত ১০টার দিকে আদাবরের মোহাম্মদিয়া হাউজিং সোসাইটির ১১/১ নম্বর বাসায় এই ঘটনা ঘটে।


ভুক্তভোগী ইকবাল হোসেন জানান, তিনি ওই বাসায় ভাড়া থাকেন। ঘটনার দিন রাতে রিপন মিয়ার নেতৃত্বে ১৫-২০ জনের একটি সন্ত্রাসী দল তার বাসায় প্রবেশ করে। তারা তাকে ও তার স্ত্রীকে মারধর করে এবং বিয়ের প্রমাণ দেখাতে না পারলে পুলিশে সোপর্দ করার হুমকি দেয়। পরে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে বলে জানান তিনি।
ইকবালের স্ত্রী পিংকি আক্তার জানান, সন্ত্রাসীরা বাসায় প্রবেশের পর তার ঘরে ঢুকে কাপড় ছিনিয়ে নেয় এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। পরে তাকে একটি রুমে নিয়ে গিয়ে বিভিন্ন কুপ্রস্তাব দেয়।
এ সময় ইকবাল পুলিশে খবর দিলে আদাবর থানার পুলিশ তাদের উদ্ধার করে।
আদাবর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাকারিয়া জানান, ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং নবদম্পতির দায়ের করা মামলায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।