জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমান আর নেই

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:০২ পূর্বাহ্ণ, জানুয়ারি ৪, ২০২৫

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কিংবদন্তি অভিনেত্রী অঞ্জনা রহমান আর নেই। শনিবার (৪ জানুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

টানা ১০ দিন অচেতন অবস্থায় সিসিইউতে চিকিৎসাধীন থাকার পর অবস্থার অবনতি হলে তাকে বিএসএমএমইউতে স্থানান্তর করা হয়। ১৫ দিন ধরে অসুস্থ অঞ্জনার রক্তে সংক্রমণ ধরা পড়ে, যা তার শারীরিক অবস্থাকে গুরুতর করে তোলে।

অঞ্জনা রহমান ছিলেন বাংলাদেশ চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র। ‘দস্যু বনহুর’ দিয়ে শুরু করে তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। তিনি ‘পরিণীতা’ ও ‘গাঙচিল’ সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

ঢাকাই সিনেমার নায়করাজ রাজ্জাকের সঙ্গে ৩০টি সিনেমায় অভিনয় করেছেন তিনি। তার উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘অশিক্ষিত’, ‘রজনীগন্ধা’, ‘আনারকলি’, ‘মাটির মায়া’, ‘পরিণীতা’, ‘বিচারপতি’ ও ‘রাজার রাজা’।

নৃত্যশিল্পী থেকে নায়িকা হয়ে আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিত ছিলেন অঞ্জনা। যৌথ প্রযোজনা ও বিদেশি সিনেমায় অভিনয়ে তার ভূমিকা ছিল অনন্য। চলচ্চিত্রের এই কিংবদন্তি শিল্পী তার কর্মময় জীবনে অগণিত ভক্তের হৃদয়ে স্থান করে নিয়েছেন।

Nagad