সাত বছর পর হবে মা-ছেলের দেখা: মঙ্গলবার রাতে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে লন্ডন যাচ্ছেন। এ তথ্য নিশ্চিত করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আগামী ৭ জানুয়ারি রাত ১০টায় কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে বেগম খালেদা জিয়া লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন।’
জানা গেছে কাতারের আমিরের পাঠানো ‘বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স’ ফ্লাইটে মঙ্গলবার রাত ১০টায় লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন তিনি। চিকিৎসকদের পরামর্শে তার দেশের ফেরার তারিখ নির্ধারণ হবে। এই সফরের মধ্য দিয়ে নানা চড়াই-উৎরাই পেরিয়ে সাত বছর পর দেখা হচ্ছে বেগম খালেদা জিয়ার সঙ্গে তার জ্যেষ্ঠ পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের।


দলীয় সূত্র জানিয়েছে, লন্ডনে পৌঁছানোর পর খালেদা জিয়াকে সরাসরি হাসপাতালে ভর্তি করা হবে।
রোববার (৫ জানুয়ারি) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে দলটির স্থায়ী কমিটির সদস্যরা তাকে বিদায় জানাতে আসেন। প্রায় এক ঘণ্টাব্যাপী তারা খালেদা জিয়ার সঙ্গে সময় কাটান। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল।
মির্জা ফখরুল বলেন, ‘তিনি (খালেদা জিয়া) আমাদের নির্দেশনা দিয়েছেন, সবাইকে একসঙ্গে গণতন্ত্র এবং জনগণের পক্ষে কাজ করার জন্য। আমরা তার জন্য দোয়া করছি। তার চিকিৎসা যেন সফল হয় এবং তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।’
খালেদা জিয়ার লন্ডনে অবস্থানকালে কিছুদিন তারেক রহমানের সঙ্গেই থাকবেন বলে জানা গেছে। সেখান থেকে তিনি যুক্তরাষ্ট্রে যাবেন। সেখানে মেরিল্যান্ডের পূর্ব বাল্টিমোরে অবস্থিত জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে চিকিৎসা নেওয়ার পরিকল্পনা রয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার দেশে ফেরার তারিখ নির্ধারণ হবে।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তার লিভার ও কিডনির সমস্যা ছাড়াও রয়েছে অন্যান্য শারীরিক জটিলতা। উন্নত চিকিৎসার জন্য পরিবারের পক্ষ থেকে তাকে বিদেশে নেওয়ার অনুরোধ জানানো হচ্ছিল। এবার সেই সুযোগ বাস্তবায়িত হচ্ছে।