চলতি মাসেই আসছে শৈত্যপ্রবাহ: বাড়বে শীতের দাপট
আগামী সপ্তাহে দেশে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য এই শৈত্যপ্রবাহ ১৯ থেকে ২২ জানুয়ারির মধ্যে দেখা দিতে পারে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) এক পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে দেশের উত্তরাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।


পূর্বাভাস অনুযায়ী, রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পাবে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। কুয়াশা পড়বে বিশেষ করে শেষ রাত থেকে সকাল পর্যন্ত।
আগামী পাঁচ দিনের মধ্যে রাত এবং দিনের তাপমাত্রা আরও কমতে পারে বলে আভাস দিয়েছে সংস্থাটি। শৈত্যপ্রবাহের কারণে দেশের কিছু অঞ্চলে শীতের দাপট বাড়বে।
শীতকালীন এ পরিবর্তনের জন্য প্রস্তুত থাকতে আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।