পোশাক বিতর্কে স্পষ্ট বার্তা দিলেন শাবনূর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২৫

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শাবনূর পোশাক ও ব্যক্তিগত জীবন নিয়ে অহেতুক বিতর্ক এবং ট্রলের বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। মঙ্গলবার (১৪ জানুয়ারি) এক ফেসবুক পোস্টে এ বিষয়ে কথা বলেছেন তিনি।

সম্প্রতি শাবনূর নিজের সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করেন, যেখানে খানিকটা খোলামেলা লুকে দেখা যায় তাকে। এই ছবি প্রকাশের পর ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। কেউ হতাশা প্রকাশ করেন, আবার কেউ ট্রল করেন। এ প্রসঙ্গে শাবনূর স্পষ্ট ভাষায় বলেছেন, নিজের জীবন ও পছন্দের ব্যাপারে তিনি স্বাধীন।

শাবনূর তার পোস্টে উল্লেখ করেছেন, তিনি তার সামাজিক মাধ্যম নিজের মতো করে পরিচালনা করেন এবং সব পোস্ট তার ব্যক্তিগত পছন্দের প্রতিফলন। তিনি লেখেন, “অস্ট্রেলিয়াতে আমি সচরাচর ক্যাজুয়াল ড্রেস পরতেই অভ্যস্ত, এবং এতে স্বাচ্ছন্দ্যবোধ করি। কারো ভালো না লাগলে গঠনমূলক সমালোচনা করুন, কিন্তু অযথা বাজে মন্তব্য থেকে বিরত থাকুন।”

এছাড়া, তিনি ভক্তদের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন তারা অন্যের ব্যক্তিগত পছন্দ-অপছন্দের প্রতি শ্রদ্ধাশীল হন।

শাবনূর উল্লেখ করেন, “যারা আমার ওয়ালে বিরূপ মন্তব্য করেন, তারাই আবার আমার নামে বিভিন্ন পেজ খুলে আমাকে পুঁজি করে ব্যবসা করছেন। আমি আড়ালে যাব নাকি প্রকাশ্যে থাকব, তা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত।”

তিনি আরও যোগ করেন, মানুষের মন্তব্য ও আচরণ তাদের পারিবারিক মূল্যবোধের প্রতিফলন।

Nagad

শাবনূর তার অনুরাগীদের কাছে অনুরোধ করেছেন, সামাজিক মাধ্যমে পারস্পরিক শ্রদ্ধাশীল আচরণ বজায় রাখতে। তিনি নিজের জীবন নিজের মতো করেই পরিচালনা করবেন বলে জানিয়েছেন।