বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর কারাগারে
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৪ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক নাজমুল হুসাইনের আবেদনের প্রেক্ষিতে আদালত এই সিদ্ধান্ত দেন।


দুদক সূত্রে জানা যায়, এস কে সুর চৌধুরী নির্ধারিত সময়ের মধ্যে দুদকের নোটিশের জবাব না দেওয়ায় তাকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকালে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে আটক করে আদালতে পাঠানো হয়।
দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানান, এস কে সুরের বিরুদ্ধে আরও অনুসন্ধান চলছে এবং তার আটক আদেশ আদালতের নির্দেশ অনুযায়ী কার্যকর হয়েছে।