‘বলিউডে কাজের ধরন ও পুরুষদের অহংকারের কারণে দূরত্ব তৈরি’

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২৫

বলিউডে তার কর্মজীবনের সাফল্যের সঙ্গে পরিচিতি পাওয়া নার্গিস ফাখরি সম্প্রতি বলিউড ত্যাগের কারণ নিয়ে মুখ খুলেছেন। ‘রকস্টার’ এবং ‘ম্যাড্রাস কাফে’ ছবির মাধ্যমে তিনি জনপ্রিয়তা অর্জন করেছিলেন, তবে সময়ের সঙ্গে তার এবং বলিউডের সম্পর্ক ক্রমেই দুর্বল হয়ে যায়। নার্গিস জানিয়েছেন, কাজের ধরন দেখে একসময় তিনি ক্লান্ত হয়ে পড়েন। পাশাপাশি, বলিউডে পুরুষ শিল্পীদের জন্য যে বেশি মূল্যায়ন করা হয় এবং নারীদের জন্য তা খুব কম, এটি ছিল তার একটি বড় আক্ষেপ।

নার্গিস বলেন, “আমি একটি ঘটনার সম্মুখীন হয়েছিলাম যেটি আমার ইচ্ছার বিরুদ্ধে ঘটেছিল। সেই কারণে আমি আর বলিউডে ফিরতে পারিনি, তবে আমি সেই ঘটনা নিয়ে কথা বলতে চাই না। তবে আমি একাধিক অসাধারণ মানুষের সঙ্গে কাজ করেছি এবং তাদের সঙ্গে কাটানো সময়গুলো চিরকাল মনে থাকবে।”

এছাড়া, আইটেম গান এবং শুটিংয়ের পদ্ধতি নিয়েও নার্গিস অসন্তুষ্টি প্রকাশ করেছেন। তিনি বলেন, “পাশ্চাত্য নাচের ভঙ্গি জানি, কিন্তু শুটিংয়ের আধঘণ্টা আগে নাচ শিখে গান শুটিং করা সত্যিই কঠিন। বলিউডের সংস্কৃতির কিছু দিক, যা পৃথিবীর অন্য কোনো জায়গায় দেখা যায় না, সেটিও আমাকে অসুবিধার মধ্যে ফেলত।”

নার্গিসের মতে, শিল্পী হিসেবে ইন্ডাস্ট্রির বাইরে থেকে আসলে এই ধরনের সমস্যাগুলো মোকাবিলা করা হয়, যা সবার পক্ষে মেনে নেওয়া সম্ভব হয় না।